Food SI GK Set 13

Food SI GK Set 13 (50 Questions)

আসন্ন Food SI পরীক্ষার কথা মাথায় রেখে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন পেয়ে যাবে সিলেবাস অনুযায়ী 50 টি প্রশ্ন ও উত্তর MCQ এর আকারে ঠিক এরকম করে। দেখে নাও আজকের 50 টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।

01. নিচের কোন দেশটি চিনি শিল্পে বিখ্যাত?

[A] ফ্রান্স
[B] কিউবা
[C] ঘানা
[D] চীন

Show Answer
Ans – [B]

02. ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে কম?

[A] মনিপুর
[B] মিজোরাম
[C] গোয়া
[D] অরুণাচল প্রদেশ

Show Answer
Ans – [D]

03. “পিঞ্চ” শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?

[A] বাস্কেটবল
[B] বক্সিং
[C] বেসবল
[D] টেবিল টেনিস

Show Answer
Ans – [C]

04. গম উৎপাদনে কোন রাজ্য প্রথম?

[A] উত্তর প্রদেশ
[B] পাঞ্জাব
[C] অন্ধ্রপ্রদেশ
[D] কর্ণাটক

Show Answer
Ans – [A]

05. “The Guardian” সংবাদপত্রটি কোন দেশের?

[A] পাকিস্তান
[B] আমেরিকা
[C] ফ্রান্স
[D] ইংল্যান্ড

Show Answer
Ans – [D]

06. প্রাচীন ভারতে কত জন তীর্থঙ্কর ছিলেন?

[A] 21 জন
[B] 22 জন
[C] 23 জন
[D] 24 জন

Show Answer
Ans – [D]

07. জার্মান সিলভার কত শতাংশ সিলভার থাকে?

[A] 100 শতাংশ
[B] 0 শতাংশ
[C] 50 শতাংশ
[D] 75 শতাংশ

Show Answer
Ans – [B]

08. কুচিপুডি নৃত্যটি কোন রাজ্যের?

[A] কেৱল
[B] অন্ধ্রপ্রদেশ
[C] তামিলনাড়ু
[D] কর্ণাটক

Show Answer
Ans – [B]

09. “ডুরান্ড কাপ” কোন খেলার সঙ্গে যুক্ত?

[A] ক্রিকেট
[B] ব্যাডমিন্টন
[C] ফুটবল
[D] টেনিস

Show Answer
Ans – [C]

10. Raipd Action Force (RAF) কোনটির অধীনস্ত?

[A] CRPF
[B] CISF
[C] NSG
[D] উপরের কোনটিই নয়

Show Answer
Ans – [A]




11. কবে সতন্ত্র রাজ্য নির্বাচন কমিশন গঠন করা হয়?

[A] 1992 সালে
[B] 1990 সালে
[C] 1978 সালে
[D] 1996 সালে

Show Answer
Ans – [A]

12. মানুষের অশ্রুতে অবস্থিত ব্যাক্টেরিয়ানাশক প্রোটিনটি কি?

[A] ট্রান্সভুসিন
[B] লাইসোজেম
[C] অপসিন
[D] রেটিনিন

Show Answer
Ans – [B]

13. নিচের কোন উদ্ভিদটি জৈব সার হিসাবে ব্যবহৃত হয়?

[A] নষ্টক
[B] ফিউনারিয়া
[C] ভলবক্স
[D] রাইসপাস

Show Answer
Ans – [A]

14. কবে গণপরিষদের প্রথম অধিবেশন বসে?

[A] 1945 সালের 9ডিসেম্বর
[B] 1939 সালের 11ডিসেম্বর
[C] 1946 সালের 9 ডিসেম্বর
[D] 1946 সালের 5 জানুয়ারী

Show Answer
Ans – [C]

15. সাইমন কমিশন গঠনের উদ্দেশ্য কি ছিল?

[A] জাতীয় আন্দোলনের নতুন নীতি নির্ধারণ করা
[B] ভারত শাসন আইনের পর্যালোচনা করা
[C] রাওলাত আইনকে কার্যকর করা
[D] উপরের কোনটিই নয়

Show Answer
Ans – [B]

16. মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কারের রিপোর্টের ভিত্তিতে কোন আইন পাশ হয়?

[A] ভারত শাসন আইন
[B] রাওলাট আইন
[C] পিটের ভারত শাসন আইন
[D] মর্লে মিন্টোর ভারত শাসন আইন

Show Answer
Ans – [A]

17. পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়?

[A] 1950 সালে
[B] 1951 সালে
[C] 1952 সালে
[D] 1953 সালে

Show Answer
Ans – [A]

18. পদাধিকার বলে উপরাষ্ট্রপতি হলেন

[A] লোকসভার সভাপতি
[B] বিধানসভার সভাপতি
[C] বিধান পরিষদের সভাপতি
[D] রাজ্যসভার সভাপতি

Show Answer
Ans – [D]

19. ক্রিপস মিশনের মূল উদ্দেশ্য কি?

[A] ভারতবাসীকে স্বায়ত্ব শাসন প্রদান করা
[B] ভারতবাসীর সংবিধান প্রণয়নের দাবিকে অমান্য করা
[C] দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আর্থিক ও সামরিক সাহায্য আদায় করা
[D] ভারতে বিপ্লবী কার্যকালাপ দমনের লক্ষে আইন পাস্ করা

Show Answer
Ans – [C]

20. বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন?

[A] ইন্দিরা গান্ধী
[B] সিরিমাভো বন্দরনায়েক
[C] বেনজির ভুট্টো
[D] সরোজিনী নাইডু

Show Answer
Ans – [B]




21. পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে?

[A] 2 টি
[B] 3 টি
[C] 4 টি
[D] 5

Show Answer
Ans – [B]

22. ‘মার্ডেকা’ কাপ কোন খেলার সঙ্গে যুক্ত?

[A] ফুটবল
[B] ক্রিকেট
[C] টেনিস
[D] ভলিবল

Show Answer
Ans – [A]

23. পুরন্দরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়?

[A] 1665 সালের 20 জুন
[B] 1665 সালের 19 জুন
[C] 1665 সালের 21 জুন
[D] 1665 সালের 11 জুন

Show Answer
Ans – [D]

24. পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়?

[A] 1526 সালে
[B] 1527 সালে
[C] 1525 সালে
[D] 1528 সালে

Show Answer
Ans – [A]

25. তেঁতুল গাছের পাতার পত্রকগুলো কম আলোয় মুদে যায়। এটি কোন ধরনের চলন?

[A] থার্মোন্যাস্টি
[B] ফটোন্যাষ্টি
[C] নিফটিন্যাষ্টি
[D] সিসমোন্যাষ্টি

Show Answer
Ans – [B]

26. ডান্ডিয়া কোন রাজ্যের নৃত্য?

[A] মধ্যপ্রদেশ
[B] উত্তরপ্রদেশ
[C] কেরালা
[D] গুজরাট

Show Answer
Ans – [D]

27. ভারতের প্রথম কোন রাজ্যে Public Privet Partnership (PPP) মডেলে রেললাইন গড়ে উঠে?

[A] উত্তরপ্রদেশ
[B] মধ্যপ্রদেশ
[C] কর্ণাটক
[D] গুজরাট

Show Answer
Ans – [D]

28. স্বাধীন ভারতের প্রথম পূর্ন বাজেট পেশ করেন কোন অর্থমন্ত্রী?

[A] ইন্দিরা গান্ধী
[B] জওহরলাল নেহেরু
[C] এইচ. এম প্যাটেল
[D] আর.কে সম্মুখম চেট্টি

Show Answer
Ans – [D]

29. পশ্চিমবঙ্গের জলদাপাড়া কি?

[A] সংরক্ষিত অঞ্চল
[B] জাতীয় উদ্যান
[C] অভয়ারণ্য
[D] পাখিরালয়

Show Answer
Ans – [C]

30. IMF বলতে বোঝায়____

[A] সেনা সুরক্ষা সংস্থা
[B] আন্তর্জাতিক বিমান মঞ্চ
[C] আন্তর্জাতিক অর্থভাণ্ডার
[D] কোনটিই নয়

Show Answer
Ans – [C]

31. বুলগেরিয়ার রাজধানীর নাম কি?

[A] ভার্না
[B] সোফিয়া
[C] প্লেভেন
[D] কোনটিই নয়

Show Answer
Ans – [B]

32. ত্রিশূর জেলাটি কোন রাজ্যে অবস্থিত?

[A] অসম
[B] কেৱল
[C] গুজরাট
[D] ঝাড়খন্ড

Show Answer
Ans – [B]

33. বুদ্ধদেবের গৃহত্যাগকে কি বলা হয়?

[A] নির্বাণ
[B] মহাপরিনির্বাণ
[C] দিব্যজ্ঞান
[D] মহাভিনিষ্ক্রমন

Show Answer
Ans – [D]

34. বিখ্যাত স্থান ‘হাইড পার্ক’ কোথায় অবস্থিত?

[A] নিউইয়র্ক
[B] মস্কো
[C] প্যারিস
[D] লন্ডন

Show Answer
Ans – [D]

35. পশ্চিমবঙ্গের কল্যাণেশ্বরী মন্দির কোথায় অবস্থিত?

[A] তারকেশ্বর
[B] বিষ্ণুপুর
[C] ঝাড়গ্রাম
[D] মাইথন

Show Answer
Ans – [D]

36. কোন বিদ্রোহের প্রতীক ছিল শাল গাছ?

[A] কোল
[B] মুন্ডা
[C] সাওতাঁল
[D] পাইক

Show Answer
Ans – [C]

37. আকবর নামা কে লিখেছিলেন?

[A] তানসেন
[B] শেখ মুবারক
[C] আবুল ফজল
[D] উপরের কেউই নন

Show Answer
Ans – [C]

38. ‘কাশ্মীরের আকবর’ কাকে বলা হয়?

[A] হুসেন শাহ
[B] বলবন
[C] সুজাউদৌল্লা
[D] জয়নাল আবেদীন

Show Answer
Ans – [D]

39. ভারতের সবচেয়ে শিল্পোন্নত রাজ্য হল___

[A] গুজরাট
[B] মহারাষ্ট্র
[C] মধ্যপ্রদেশ
[D] তামিলনাড়ু

Show Answer
Ans – [B]

40. ভারতের অরণ্য গবেষণাগার কেন্দ্রটি কোথায় অবস্থিত?

[A] এলাহাবাদ
[B] পুনে
[C] চেন্নাই
[D] দেরাদুন

Show Answer
Ans – [D]




41. পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে?

[A] একটি
[B] দুইটি
[C] তিনটি
[D] চারটি

Show Answer
Ans – [C]

42. নিম্নলিখিত কে ‘হিন্দু মেলা’র আয়োজন কেন_

[A] স্বামী বিবেকানন্দ
[B] অরবিন্দ ঘোষ
[C] দয়ানন্দ সরস্বতী
[D] নবগোপাল মিত্র

Show Answer
Ans – [D]

43. ‘এক্স রশ্মি’ কে আবিষ্কার করেন_

[A] জন ডালটন
[B] রন্টজেন
[C] এডিসন
[D] মাদাম কুরি

Show Answer
Ans – [B]

44. পৃথিবীর নিকতম গ্রহ কোনটি?

[A] বুধ
[B] মঙ্গল
[C] শুক্র
[D] বৃহস্পতি

Show Answer
Ans – [B]

45. NABARD – কবে প্রতিষ্টিত হয়?

[A] ১৯৮২ সালে
[B] ১৯৮০ সালে
[C] ১৯৮৬ সালে
[D] ১৯৯১ সালে

Show Answer
Ans – [A]

46. নিম্নলিখিত কার আমলে বিধবাবিবাহ আইন প্রণীত হয়?

[A] লর্ড রিপন
[B] লর্ড ক্যানিং
[C] লর্ড বেন্টিক
[D] লর্ড ডালহৌসি

Show Answer
Ans – [D]

47. শাল এক ধরনের __

[A] চিরহরিৎ গাছ
[B] পর্ণমোচী গাছ
[C] কনিফেরাস গাছ
[D] জেরোফাইটিক গাছ

Show Answer
Ans – [B]

48. ‘অমৃত বাজার’ পত্রিকা কে চালু করেন?

[A] সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়
[B] বারীন্দ্র ঘোষ
[C] শিশির কুমার ঘোষ
[D] কৃষ্ণকুমার মিত্র

Show Answer
Ans – [C]

49. হিমালয় একটি_

[A] স্তুপ পর্বত
[B] ভঙ্গিল পর্বত
[C] অবশিষ্ট পর্বত
[D] উপরের কোনটিই সঠিক নয়।

Show Answer
Ans – [B]

50. অর্থশাস্ত্র রচনা করেন_

[A] বাণভট্ট
[B] কলহন
[C] কৌটিল্য
[D] সন্ধ্যাকর নন্দী

Show Answer
Ans – [C]




Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top