Food SI GK Set 12

Food SI GK Set 12 (50 Questions)

আসন্ন Food SI পরীক্ষার কথা মাথায় রেখে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন পেয়ে যাবে সিলেবাস অনুযায়ী 50 টি প্রশ্ন ও উত্তর MCQ এর আকারে ঠিক এরকম করে। দেখে নাও আজকের 50 টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।

1. আলোকবর্ষ কিসের একক?

[A] গ্রহের ভর
[B] আলোক তরঙ্গ দৈর্ঘ
[C] সময়
[D] দূরত্ব

Show Answer
Ans – [D]

2. কত সালে সর্বপল্লী রাধাকৃষ্ণণ ভারতের রাষ্ট্রপতি হন ?

[A] 1947 সালে
[B] 1952 সালে
[C] 1955 সালে
[D] 1962 সালে

Show Answer
Ans – [D]

3. ‘তহকিক – ই – হিন্দ’ -এর রচয়িতা কে?

[A] ডন্ডিন
[B] বাদাউনি
[C] ভবভূতি
[D] অলবিরুনি

Show Answer
Ans – [D]

4. টাইগ্রিস নদীটি কোন দেশে প্রবাহিত হয়?

[A] তুর্কি
[B] ইরাক
[C] ইরান
[D] সিরিয়া

Show Answer
Ans – [B]

5. পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়?

[A] আকবর ও হিমু
[B] রানা সঙ্গ ও বাবর
[C] হুমায়ুন ও শেরশাহ
[D] ইব্রাহিম লোদী ও বাবর

Show Answer
Ans – [D]

6. কেরলের অধিকাংশ মানুষ কোন ভাষায় বলেন?

[A] তামিল
[B] তেলেগু
[C] মালায়ালম
[D] ইংরেজি

Show Answer
Ans – [C]

7. ভারতে জনসংখার নিরিখে পশ্চিমবঙ্গের স্থান কত?

[A] তৃতীয়
[B] চতুর্থ
[C] পঞ্চম
[D] সপ্তম

Show Answer
Ans – [B]

8. দিল্লির বিখ্যাত ‘আলাই -দরজা’ কে তৈরি করান?

[A] ইলতুৎমিশ
[B] মহম্মদ বিন তুঘলক
[C] আলাউদ্দিন খলজী
[D] ফিরোজশাহ তুঘলক

Show Answer
Ans – [C]

9. বাবরের আত্মজীবনী ‘তুজুক-ই-বাবরি’ কোন ভাষায় রচিত?

[A] উর্দু
[B] আরবি
[C] হিন্দি
[D] তুর্কি

Show Answer
Ans – [D]

10. গান্ধীজিকে সর্বপ্রথম ‘মহাত্মা’ নাম কে অভিহিত করেন?

[A] নেতাজি সুভাষ চন্দ্র বসু
[B] জহরলাল নেহেরু
[C] বল্লভ ভাই প্যাটেল
[D] রবীন্দ্রনাথ ঠাকুর

Show Answer
Ans – [D]

11. ‘কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া’ কত সালে প্রতিষ্ঠিত হয়?

[A] 1915 সালে
[B] 1920 সালে
[C] 1935 সালে
[D] 1945 সালে

Show Answer
Ans – [B]

12. ‘পঞ্চসিদ্ধান্ত’ গ্রন্থের রচিয়তা কে?

[A] আর্যভট্ট
[B] বিজ্ঞানেশ্বর
[C] বরাহমিহির
[D] পানিনি

Show Answer
Ans – [C]

13. কোন মাটিতে তুলার চাষ ভালো হয়?

[A] ল্যাটেরাইট
[B] বালি
[C] রেগুর
[D] এটেল

Show Answer
Ans – [C]

14. ‘কচ্ছের রান’ কোন রাজ্যের সংলগ্ন?

[A] মহারাষ্ট্র
[B] গুজরাট
[C] অন্ধ্রপ্রদেশ
[D] কেরল

Show Answer
Ans – [B]

15. ‘ফতেপুর সিক্রি’ কে তৈরি করান?

[A] আলাউদ্দিন খলজী
[B] বলবন
[C] শাহজাহান
[D] আকবর

Show Answer
Ans – [D]

16. ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় আছে?

[A] মুম্বাই
[B] পুনে
[C] গোয়া
[D] হায়দ্রাবাদ

Show Answer
Ans – [A]

17. আকাশে বিদ্যুৎ ঝলক দেখার কিছুক্ষন পরে মেঘের গর্জনের শব্দ শোনা যায় কারন________

[A] শব্দের বেগ আলোর বেগের চেয়ে বেশি
[B] আলোর বেগ শব্দের বেগের চেয়ে বেশি
[C] শব্দের বেগ ও আলোর বেগ সমান
[D] উপরের কোনটিই নয়

Show Answer
Ans – [B]

18. পঞ্চতন্ত্র কার রচনা?

[A] কালিদাস
[B] বিষ্ণুশর্মা
[C] ভারবি
[D] হর্ষবর্ধন

Show Answer
Ans – [B]

19. লোকসভার স্পিকারকে পদচুত্য করতে হলে কতদিন আগে নোটিশ দিতে হবে?

[A] 10 দিন
[B] 14 দিন
[C] 20 দিন
[D] 25 দিন

Show Answer
Ans – [B]

20. C.G.S পদ্ধতিতে বলের একক কি?

[A] পাউন্ড
[B] নিউটন
[C] ডাইন
[D] পাউন্ড ফুট

Show Answer
Ans – [C]

21. বিধান পরিষদের সদস্য হতে হলে নূন্যতম কত বছর বয়স হতে হবে?

[A] 30 বছর
[B] 25 বছর
[C] 18 বছর
[D] 35 বছর

Show Answer
Ans – [A]

22. লেবুর রসে কি থাকে?

[A] ভিটামিন-A
[B] ভিটামিন-B
[C] ভিটামিন-C
[D] ভিটামিন-D

Show Answer
Ans – [C]

23. অয়েল অফ ভিট্রিয়ল কি?

[A] HNO3
[B] H2SO4
[C] Hcl
[D] H3PO4

Show Answer
Ans – [B]

24. ফল পাকাতে কোন হরমোন ব্যবহৃত হয়?

[A] ইথিলিন
[B] ফ্লোরিজেন
[C] অক্সিন
[D] সাইটোকাইনিন

Show Answer
Ans – [A]

25. ঘানার রাজধানী কোনটি?

[A] নাইরোবি
[B] ত্রিপোলি
[C] নিযামী
[D] আক্রা

Show Answer
Ans – [D]

26. কেলভিন স্কেলের উচ্চ স্থিরাঙ্ক কত?

[A] 273 K
[B] 373 K
[C] 300 K
[D] 672 K

Show Answer
Ans – [B]

27. “ইন্দ্রনাথ” চরিত্রের স্রষ্টা কে?

[A] রবীন্দ্রনাথ ঠাকুর
[B] শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
[C] প্রেমেন্দ্র মিত্র
[D] বনফুল

Show Answer
Ans – [B]

28. ম্যাপেল বৃক্ষের দেশ কোনটি?

[A] সুইজারল্যান্ড
[B] নরওয়ে
[C] কানাডা
[D] নিউজিল্যান্ড

Show Answer
Ans – [C]

29. কোন গাছ থেকে কুইনাইন পাওয়া যায়?

[A] ইউক্যালিপ্টাস
[B] ওয়ালনাট
[C] সিঙ্কোনা
[D] সার্পেন্তিনা

Show Answer
Ans – [C]

30. প্রথম মহিলা যিনি ভারতরত্ন পান

[A] অ্যানি বেসান্ত
[B] মাদার টেরেসা
[C] সরোজিনী নাইডু
[D] ইন্দিরা গান্ধী

Show Answer
Ans – [D]

31. নাসা (NASA) -এর প্রতিষ্টা কত সালে হয়?

[A] 1957 সালে
[B] 1958 সালে
[C] 1955 সালে
[D] 1956 সালে

Show Answer
Ans – [B]

32. কোন দিনটিকে অপসূর বলা হয়?

[A] 3 জানুয়ারি
[B] 4 জুলাই
[C] 21 মার্চ
[D] 23 সেপ্টেম্বর

Show Answer
Ans – [B]

33. ভারতে পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয় সংবিধানের কত তম সংশোধনের মাধ্যমে ?

[A] 73 তম
[B] 72 তম
[C] 70 তম
[D] 68 তম

Show Answer
Ans – [A]

34. কত সালে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয় ?

[A] 1605
[B] 1707
[C] 1757
[D] 1556

Show Answer
Ans – [D]

35. 1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ?

[A] লর্ড ক্যানিং
[B] লর্ড ডালহৌসি
[C] লর্ড এলগিন
[D] লর্ড রিপন

Show Answer
Ans – [A]

36. ভারতের জাতীয় কংগ্রেসে’র প্রতিষ্ঠাতা সভাপতি কে ?

[A] ডব্লু. সি. বনার্জী
[B] এস. এন. ব্যানার্জি
[C] জি. কে. গোখলে
[D] এ. ও. হিউম

Show Answer
Ans – [A]

37. রাডার কোন কাজে ব্যবহৃত ?

[A] নিমজ্জিত ডুবোজাহাজের স্থান নির্ণয় করতে
[B] বেতার গ্রাহক থেকে সংকেত নিতে
[C] ভূসমলয় উপগ্রহের স্থান নির্ণয় করতে
[D] কোনো বস্তুর যেমন উড়োজাহাজের অবস্থান নির্ণয় করতে

Show Answer
Ans – [D]

38. সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়স কত বছর ?

[A] 70
[B] 65
[C] 62
[D] 60

Show Answer
Ans – [B]

39. স্বাধীনতা লাভের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন ?

[A] মৌলানা আবুল কালাম আজাদ
[B] জওহরলাল নেহেরু
[C] ড. রাজেন্দ্র প্রসাদ
[D] জে. বি. কৃপালনি

Show Answer
Ans – [D]

40. সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র, শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান 2 কোন সালে উৎক্ষেপণ করা হয়েছিল?

[A] 2008 সালে
[B] 2019 সালে
[C] 2013 সালে
[D] 2023 সালে

Show Answer
Ans – [B]

41. নিচের কোনটি ধাতু নয়?

[A] জিঙ্ক
[B] মার্কারি
[C] ফসফরাস
[D] টাংস্টেন

Show Answer
Ans – [C]

42. সূর্য কোন পদ্ধতিতে শক্তি অর্জন করে?

[A] বিস্ফোরণ
[B] বিকিরণ
[C] ফিশন
[D] ফিউশন

Show Answer
Ans – [D]

43. সুপ্রিমকোর্টের প্রথম মহিলা বিচারপতি হলেন_

[A] সরোজিনী নাইডু
[B] অমৃতা কৌর
[C] সুজাতা মনোহর
[D] মীরা সাহিব ফাতিমা বিবি

Show Answer
Ans – [D]

44. এক ফ্যাদাম = কত?

[A] 6 মিটার
[B] 6 ফুট
[C] 60 ফুট
[D] 10 সেমি

Show Answer
Ans – [B]

45. কুকুর কামড়ালে ___ রোগটি হতে পারে।

[A] ম্যালেরিয়া
[B] কালাজ্বর
[C] ডিপথেরিয়া
[D] জলাতঙ্ক

Show Answer
Ans – [D]

46. ভারতের রাজ্যসভার সভাপতিত্ব করেন__

[A] ভারতের রাষ্ট্রপতি
[B] ভারতের প্রধানমন্ত্রী
[C] ভারতের উপ-রাষ্ট্রপতি
[D] সুপ্রিম কোর্টের প্রধানবিচারপতি

Show Answer
Ans – [C]

47. ব্রজপাতের সময় আগে আলো দেখা যায়। কিন্তু শব্দ পরে শোনা যায়, কারন _

[A] আলোর বেগ কম
[B] শব্দের বেগ কম
[C] দুটোর বেগ সমান
[D] উপরের কোনটিই সঠিক নয়।

Show Answer
Ans – [B]

48. কোন যন্ত্রের সাহায্যে রক্তের চাপ মাপা হয়_

[A] ব্যারোমিটার
[B] থার্মোমিটার
[C] হাইড্রোমিটার
[D] স্ফিগমোম্যানোমিটার

Show Answer
Ans – [D]

49. নাসিক ___নদীর তীরে অবস্থিত।

[A] কৃষ্ণা
[B] ভীমা
[C] গোদাবরী
[D] রায়না

Show Answer
Ans – [C]

50. নিচের কোন গ্যাসটি অজ্ঞান করতে ব্যবহৃত হয়

[A] নাইট্রোজেন
[B] মিথেন
[C] হাইড্রোজেন পার-অক্সাইড
[D] নাইট্রাস অক্সাইড

Show Answer
Ans – [D]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top