Food SI GK Set 19

Food SI GK Set 19 (50 Questions)

আসন্ন Food SI পরীক্ষার কথা মাথায় রেখে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন পেয়ে যাবে সিলেবাস অনুযায়ী 50 টি প্রশ্ন ও উত্তর MCQ এর আকারে ঠিক এরকম করে। দেখে নাও আজকের 50 টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।

01. একটি স্কেলার রাশির উদাহরণ

[A] বেগ
[B] বল
[C] ভরবেগ
[D] শক্তি

Show Answer
Ans – [D]

2. মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি হল

[A] লোহা
[B] অ্যালুমিনিয়াম
[C] দস্তা
[D] তামা

Show Answer
Ans – [D]

3. একটি ধাতব পাত থেকে একটি বৃত্তাকার অংশ কেটে নেওয়া হল ধাতব পাতটিকে তাপ প্রয়োগ করলে বৃত্তাকার অংশের ব্যাস—

[A] বাড়বে
[B] কমবে
[C] বাড়বে বা কমবে তা নির্ভর করবে বৃত্তাকার অংশের ব্যাসের উপর
[D] বাড়বে বা কমবে তা নির্ভর করবে পাতের পদার্থের উপর

Show Answer
Ans – [A]

4. একটি আবদ্ধ পাত্রে কোনো আদর্শ গ্যাসের আয়তন দ্বিগুণ এবং তাপমাত্রাও (°K) দ্বিগুণ করা হলে ওই গ্যাসের চাপ —

[A] অপরিবর্তিত থাকবে
[B] দ্বিগুণ হবে
[C] এক-চতুর্থাংশ হবে
[D] চারগুণ হবে

Show Answer
Ans – [A]

5. ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ কে প্রবর্তন করেন ?

[A] লর্ড কর্ণওয়ালিশ
[B] ওয়ারেন হেস্টিংস
[C] জন শোর
[D] লর্ড বেন্টিঙ্ক

Show Answer
Ans – [A]

6. প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থ সমূহ কোন ভাষায় লিখিত ?

[A] প্রাকৃত
[B] সংস্কৃত
[C] পালি
[D] অর্ধ মাগধী

Show Answer
Ans – [C]

7. কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন ?

[A] জে.এল. নেহরু
[B] দাদাভাই নওরোজি
[C] এম.কে. গান্ধি
[D] এদের কেউই নন

Show Answer
Ans – [B]

8. ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন——

[A] জে.এল. নেহরু
[B] সর্দার প্যাটেল
[C] জে.বি. কৃপালিনি
[D] আবুল কালাম আজাদ

Show Answer
Ans – [C]

9. অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ?

[A] এম.এন.যোশী
[B] জে.এল.নেহরু
[C] লালা লাজপৎ রায়
[D] মুজাফফর আহমেদ

Show Answer
Ans – [C]

10. আলেকজান্ডার কত দিন ভারতে ছিলেন ?

[A] ১৬৫ মাস
[B] ১৯ মাস
[C] ২০ মাস
[D] ২৪ মাস

Show Answer
Ans – [B]

11. ‘বাবরনামা’ -র লেখক ছিলেন

[A] আবুলফজল
[B] ফিরদৌসি
[C] আফিফ
[D] বাবর

Show Answer
Ans – [D]

12. ‘লৌহমানব’ কাকে বলা হয় ?

[A] জে.এল. নেহরু
[B] সর্দার বল্লভভাই প্যাটেল
[C] মহাত্মা গান্ধি
[D] সুভাষ চন্দ্র বসু

Show Answer
Ans – [B]

13. নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে সমান কাজের জন্য সমান বেতন —এটি একটি

[A] রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি
[B] শ্রমিক আইনের সংবিধিবদ্ধ ধারা
[C] মৌলিক অধিকার
[D] উপরের কোনটিই নয়

Show Answer
Ans – [C]

14. ‘সমাজতান্ত্রিক’ এবং ‘ধর্মনিরপেক্ষ’ এই শব্দ দুটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছিল—

[A] 24তম সংশোধনীর দ্বারা
[B] 42তম সংশোধনীর দ্বারা
[C] 43তম সংশোধনীর দ্বারা
[D] 44তম সংশোধনীর দ্বারা

Show Answer
Ans – [B]

15. নিম্নলিখিত কমিটিগুলির মধ্যে কোনটি সরকারি ব্যয় নিয়ম মাফিক হয়েছে কিনা তা দেখে—

[A] পাবলিক অ্যাকাউন্টস কমিটি
[B] এস্টিমেটস কমিটি
[C] পাবলিক আন্ডারটেকিং সংক্রান্ত কমিটি
[D] উপরের সবগুলোই

Show Answer
Ans – [A]

16. কাকে বলা হয় ভারতীয় রেনেশাঁসের ভোরের শুকতারা ?

[A] রবীন্দ্রনাথ ঠাকুর
[B] রাজা রামমোহন রায়
[C] এম.কে. গান্ধি
[D] স্বামী বিবেকানন্দ

Show Answer
Ans – [B]

17. ‘দীন-ই-ইলাহি’ কে প্রবর্তন করেন ?

[A] ফিরোজ শাহ তুঘলক
[B] মহম্মদ বিন তুঘলক
[C] কবির
[D] আকবর

Show Answer
Ans – [D]

18. মুন্ডা বিদ্রোহ কখন ঘটেছিল ?

[A] 1854 – 1855
[B] 1890
[C] 1899 – 1900
[D] 1902

Show Answer
Ans – [C]

19. আন্দামানে ভারতের কোন গভর্নর জেনারেল নিহত হয়েছিলেন ?

[A] লর্ড লিটন
[B] লর্ড মেয়ো
[C] লর্ড কার্জন
[D] উপরের কেউই নন

Show Answer
Ans – [B]

20. সংবিধানের কোন সংশোধনী ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করেছে ?

[A] 60তম সংশোধনী
[B] 61তম সংশোধনী
[C] 62তম সংশোধনী
[D] 63তম সংশোধনী

Show Answer
Ans – [B]

21. বুদ্ধ কোথায় তাঁর বাণী প্রথম প্রচার করেছিলেন ?

[A] কুশিনগর
[B] বুদ্ধগয়া
[C] কাশী
[D] সারনাথ

Show Answer
Ans – [D]

22. ‘এলাহাবাদ প্রশস্তি’ কে রচনা করেছিলেন ?

[A] অশ্বঘোষ
[B] নাগার্জুন
[C] হরিষেণ
[D] বসুমিত্র

Show Answer
Ans – [C]

23. ‘পথের দাবি’ -র লেখক কে ?

[A] রবীন্দ্রনাথ ঠাকুর
[B] শরত্চন্দ্র চট্টোপাধ্যায়
[C] সতীনাথ ভাদুড়ি
[D] তারাশংকর বন্দ্যোপাধ্যায়

Show Answer
Ans – [B]

24. ভারতীয় সংবিধানের 24তম ধারায় কোনো কারখানায় শিশুদের নিয়োগ নিষিদ্ধ যদি তাদের বয়স হয়—

[A] 14 বছরের কম
[B] 12 বছরের কম
[C] 7 বছরের কম
[D] 15 বছরের কম

Show Answer
Ans – [A]

25. পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত—

[A] আসাম ও বাংলাদেশ
[B] বিহার ও ঝাড়খন্ড
[C] সিকিম ও ভূটান
[D] ওড়িষ্যা ও ঝাড়খন্ড

Show Answer
Ans – [A]

26. পশ্চিমবঙ্গে চা চাষের সর্বাপেক্ষা আদর্শ অঞ্চল হল—

[A] মালদা
[B] জলপাইগুড়ি
[C] দার্জিলিং
[D] কোচবিহার

Show Answer
Ans – [C]

27. ওয়াটসন ও ক্রিক কী আবিষ্কারের জন্য বিখ্যাত ?

[A] প্লাজমোডিয়াম ভাইভক্সের জীবন ইতিহাস
[B] ভ্যাক্সিনিয়া
[C] DNA -এর গঠন
[D] অ্যান্টিবডি

Show Answer
Ans – [C]

27. তহকক-ই-হিন্দ কে রচনা করেছিলেন ?

[A] আলবেরুনি
[B] আল-বিলাদরি
[C] সুলেমান
[D] অল-মাসুদি

Show Answer
Ans – [A]

28. ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত ?

[A] হিমালয় পর্বত
[B] সিন্ধু-গাঙ্গেয় সমভূমি
[C] আরাবল্লী পর্বত
[D] শিবালিক পর্বত

Show Answer
Ans – [C]

29. নিম্নে উল্লিখিত ভারতের কোন রাজ্যটি ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয় ?

[A] অন্ধ্রপ্রদেশ
[B] গুজরাট
[C] হরিয়ানা
[D] কেরালা

Show Answer
Ans – [A]

30. ম্যাকমোহন সীমান্তরেখা নিম্নলিখিত কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে ?

[A] ভারত ও পাকিস্তান
[B] ভারত ও চিন
[C] ভারত ও নেপাল
[D] ভারত ও বাংলাদেশ

Show Answer
Ans – [B]

31. নিম্নলিখিত মৃত্তিকাগুলির মধ্যে কোনটি তুলাচাষের উপযোগী ?

[A] লোহিত মৃত্তিকা
[B] রেগুর মৃত্তিকা
[C] পলল মৃত্তিকা
[D] ল্যাটেরাইট মৃত্তিকা

Show Answer
Ans – [B]

32. পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর প্রবাহের ফলে যা আসে—

[A] আরব সাগরীয় প্রবাহের ফলে
[B] বঙ্গোপসাগরীয় প্রবাহের ফলে
[C] প্রত্যাগমনকারী মৌসুমী বায়ুর দ্বারা
[D] পশ্চিমী ঝঞ্ঝার ফলে

Show Answer
Ans – [B]

33. ‘সতীশ ধাওয়ান’ মহাকাশ গবেষণা কেন্দ্র অবস্থিত কোথায় ?

[A] শ্রীহরিকোটা
[B] তারাপুর
[C] হায়দ্রাবাদ
[D] চাঁদিপুর

Show Answer
Ans – [A]

34. ‘নাসিক প্রশস্তি’ (শিলালিপি) কে প্রচার করেছিলেন ?

[A] গৌতমীপুত্র সাতকর্ণী
[B] সমুদ্রগুপ্ত
[C] হর্ষবর্ধন
[D] ধর্মপাল

Show Answer
Ans – [A]

35. পশ্চিমবঙ্গে অবস্থিত চিত্তরঞ্জন শহরে গড়ে উঠেছে —

[A] সার কারখানা
[B] লৌহ ও ইস্পাত শিল্প
[C] লোকোমোটিভ কারখানা
[D] সিমেন্ট কারখানা

Show Answer
Ans – [C]

36. কোন লৌহ ও ইস্পাত শিল্পকেন্দ্রকে ‘ভারতের রূঢ়’ বলা হয় ?

[A] ভিলাই
[B] দুর্গাপুর
[C] রাউরকেল্লা
[D] জামশেদপুর

Show Answer
Ans – [B]

37. ‘শাল’ হচ্ছে এক ধরনের —

[A] সরলবর্গীয় বৃক্ষ
[B] চির সবুজ বৃক্ষ
[C] ম্যানগ্রোভ
[D] পর্ণমোচী বৃক্ষ

Show Answer
Ans – [D]

38. ভারতীয় টাকায় যে সিংহমূর্তি ছাপা থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছিল ?

[A] ভারুত
[B] সাঁচি
[C] বুদ্ধগয়া
[D] সারনাথ

Show Answer
Ans – [B]

39. পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে উত্পন্ন উত্সেচক হল—

[A] ইনসুলিন
[B] টায়ালিন
[C] পেপসিন
[D] ট্রিপসিন

Show Answer
Ans – [C]

40. পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া চূড়ান্তভাবে অনুমোদন করেন—

[A] পার্লামেন্ট
[B] রাষ্ট্রপতি
[C] পরিকল্পনা কমিশন
[D] জাতীয় উন্নয়ন পরিষদ

Show Answer
Ans – [D]

41. গান্ধিজির ভারতে গণআন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল ?

[A] বরদৌলি
[B] ডান্ডি
[C] চৌরিচৌরা
[D] চম্পারণ

Show Answer
Ans – [D]

42. লোকসভার স্পিকার—

[A] দুই বিরোধী পক্ষের ভোট সমান হলে ভোট দেন,
[B] লোকসভার অন্য যে কোনো সদস্যের মতো ভোট দেন
[C] কোনো ভোট দিতে পারেন না
[D] দুটি ভোট দিতে পারেন— একটি সাধারণ অবস্থায় এবং অপরটি দুই পক্ষের ভর সমান হলে

Show Answer
Ans – [A]

43. বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় নিম্নলিখিত মানচিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয়—

[A] টোপোগ্রাফিকাল মানচিত্র
[B] স্যাটেলাইট ইমেজারী
[C] জি. আই. এস.
[D] অক্সফোর্ড অ্যাটলাস

Show Answer
Ans – [A]

44. কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিজ খান ভারত আক্রমণ করেছিলেন ?

[A] ইলতুৎমিস
[B] আলাউদ্দিন খিলজি
[C] গিয়াসউদ্দিন বলবন
[D] মহম্মদ বিন তুঘলক

Show Answer
Ans – [A]

45. পিতল নিম্নোক্ত ধাতুদ্বয়ের সংকর

[A] লোহা ও তামা
[B] তামা ও টিন
[C] তামা ও অ্যালুমিনিয়াম
[D] তামা ও দস্তা

Show Answer
Ans – [D]

46. অর্থ কমিশন রাষ্ট্রপতি দ্বারা গঠিত হয়—

[A] প্রত্যেক দুই বছর অন্তর
[B] প্রত্যেক তিন বছর অন্তর
[C] প্রত্যেক পাঁচ বছর অন্তর
[D] প্রত্যেক চার বছর অন্তর

Show Answer
Ans – [C]

47. দিল্লিতে কুতুবমিনার কে নির্মাণ করেন ?

[A] কুতুবউদ্দিন আইবক
[B] ইলতুৎমিস
[C] বলবন
[D] আলাউদ্দিন খিলজি

Show Answer
Ans – [A]

48. বাংলায় ‘নীল বিদ্রোহ’ ঘটেছিল এই বছর—

[A] 1859
[B] 1860
[C] 1863
[D] 1869

Show Answer
Ans – [A]

49. কোন বছর কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল ?

[A] 1854
[B] 1857
[C] 1860
[D] 1874

Show Answer
Ans – [B]

50. আন্তর্জাতিক নারী দিবস বছরের কোন দিন পালিত হয় ?

[A] 15 মার্চ
[B] 22 মার্চ
[C] 18 মার্চ
[D] 8 মার্চ

Show Answer
Ans – [D]




Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top