Food SI GK Set 17

Food SI GK Set 17 (50 Questions)

আসন্ন Food SI পরীক্ষার কথা মাথায় রেখে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন পেয়ে যাবে সিলেবাস অনুযায়ী 50 টি প্রশ্ন ও উত্তর MCQ এর আকারে ঠিক এরকম করে। দেখে নাও আজকের 50 টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।

1. লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা—

[A] 7
[B] 10
[C] 15
[D] 20

Show Answer
Ans – [C]
2. ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায় অবস্থিত?

[A] ল্যাসেন
[B] হেগ
[C] জাকার্তা
[D] নিউইয়র্ক

Show Answer
Ans – [B]
3. নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত?

[A] হকি
[B] ব্যাডমিন্টন
[C] ফুটবল
[D] ক্রিকেট

Show Answer
Ans – [A]
4. অ্যাসিড দ্রবণে লিটমাসের বর্ণ কি হয়?

[A] লাল
[B] নীল
[C] বেগুনি
[D] বর্ণহীন

Show Answer
Ans – [A]
5. কোন বেদ থেকে সংস্কৃত সাহিত্যের উৎপত্তি হয়েছে?

[A] যজুর্বেদ
[B] অথর্ববেদ
[C] সামবেদ
[D] ঋগবেদ

Show Answer
Ans – [D]
6. নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়?

[A] প্রথম সূত্র
[B] দ্বিতীয় সূত্র
[C] তৃতীয় সূত্র
[D] কোনোটিই নয়

Show Answer
Ans – [B]
7. গুপ্তযুগের নিউটন কাকে বলা হয়?

[A] আর্যভট্ট
[B] উপগুপ্ত
[C] বরাহমিহির
[D] চরক

Show Answer
Ans – [A]
8. মোটর গাড়িতে দেখার জন্য ব্যবহৃত আয়নাটি কি প্রকৃতির?

[A] উত্তল আয়না
[B] সমতল আয়না
[C] অবতল আয়না
[D] কোনটাই নয়

Show Answer
Ans – [A]
9. থেয়াম কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য?

[A] মিজোরাম
[B] কেরালা
[C] সিকিম
[D] আসাম

Show Answer
Ans – [B]
10. বাকপতিরাজ কোন রাজ্যের সভাপতি ছিলেন?

[A] কনৌজরাজ যশোবর্মন
[B] মালব রাজ গোনন্দ
[C] কর্কট রাজ দুর্লভ বর্মন
[D] প্রতিহার রাজ হরিচন্দ্র

Show Answer
Ans – [A]




11. রাজাজি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?

[A] উত্তরাখণ্ড
[B] মধ্যপ্রদেশ
[C] হিমাচল প্রদেশ
[D] গুজরাট

Show Answer
Ans – [A]
12. SI পদ্ধতিতে বলের পরম একক কোনটি?

[A] নিউটন
[B] ডাইন
[C] আর্গ
[D] ওয়াট

Show Answer
Ans – [A]
13. অ্যালুমিনিয়ামের আকরিক হল—

[A] বক্সাইট
[B] হেমাটাইট
[C] চালকোপাইরাইট
[D] ফেলসপার

Show Answer
Ans – [A]
14. সুন্দরবন রামসার সাইট কবে ঘোষিত হয়েছে?

[A] 1971
[B] 1986
[C] 2019
[D] 2021

Show Answer
Ans – [C]
15. কোল বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল?

[A] রাজমহল পাহাড়
[B] সিংভূম
[C] মেদিনীপুর
[D] খান্দেশ

Show Answer
Ans – [A]
16. সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন?

[A] দেবেন্দ্রনাথ ঠাকুর
[B] অক্ষয় কুমার দত্ত
[C] প্যারীচাঁদ মিত্র
[D] ঈশ্বর গুপ্ত

Show Answer
Ans – [D]
17. নিচের কোন বিদেশি পরিকল্পনাকে অনুসরণ করে DVC পরিকল্পনা করা হয়েছিল?

[A] AFC
[B] TVA
[C] DDC
[D] কোনোটিই নয়

Show Answer
Ans – [B]
18. Kothakoli কোন রাজ্যের লোকনৃত্য?

[A] ওড়িশা
[B] কেরালা
[C] মনিপুর
[D] উত্তর প্রদেশ

Show Answer
Ans – [B]

 

19. পশ্চিমবঙ্গের কোথায় সিঙ্কোনা চাষ হয়?

[A] কালিম্পং
[B] মংপু
[C] লোলেগাঁও
[D] লামাহাটায়

Show Answer
Ans – [B]
20. নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন?

[A] সালফারের গলন
[B] জলের স্ফুটন
[C] সলফারের জ্বলন
[D] সম্পৃক্ত দহন থেকে চিলির কেলাস প্রস্তুতকরণ

Show Answer
Ans – [C]
21. কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোডরমলের নাম যুক্ত?

[A] নসক
[B] গাল্লাবক্স
[C] জাবতি
[D] কানকুট

Show Answer
Ans – [C]
22. বৈষ্ণব ধর্মের প্রথম প্রচারক কে ছিলেন?

[A] নামদেব
[B] রামানন্দ
[C] নানক
[D] কবীর

Show Answer
Ans – [B]
23. কোন মুঘল রাজপুত্র ভাগবত গীতা পার্সিতে অনুবাদ করেন?

[A] দারা শিকোহ
[B] সুলেমান শিকোহ
[C] খসরু
[D] মুরাদ

Show Answer
Ans – [A]
24. পার্লামেন্টে কার সম্মতি ছাড়া কোন অর্থবিল পেশ করা যায় না?

[A] প্রধানমন্ত্রী
[B] লোকসভায় অধ্যক্ষ
[C] অর্থমন্ত্রী
[D] রাষ্ট্রপতি

Show Answer
Ans – [D]
25. চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?

[A] লর্ড হেস্টিংস
[B] লর্ড কর্নওয়ালিস
[C] লর্ড কার্জন
[D] লর্ড ডালহৌসি

Show Answer
Ans – [B]
26. নিম্নলিখিত কোন বলটি সংরক্ষী বল নয়?

[A] মাধ্যাকর্ষণ বল
[B] ঘর্ষণজনিত বল
[C] স্থিরতড়িৎ বল
[D] স্থির চুম্বকীয় বল

Show Answer
Ans – [B]
27. যুগান্তর দলের নেতা কে ছিলেন?

[A] যতীন্দ্রনাথ মুখার্জী
[B] শচীন্দ্রনাথ সান্যাল
[C] রাসবিহারী বসু
[D] সুভাষচন্দ্র বসু

Show Answer
Ans – [A]




28. জাহাঙ্গীর তাঁর আত্মজীবনী – কোন ভাষায় রচনা করেন?

[A] আরবী
[B] তুর্কী
[C] ফার্সী
[D] উর্দু

Show Answer
Ans – [C]
29. হিন্দু মজদুর সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন—

[A] এম এম যোশি
[B] ভি ভি প্যাটেল
[C] জি এল নন্দ
[D] দাদাভাই নওরোজী

Show Answer
Ans – [C]
30. সালোকসংশ্লেষের অন্ধকার দশা কোথায় সম্পন্ন হয়?

[A] প্লাস্টিডে
[B] গ্রানায়
[C] স্ট্রোমায়
[D] ওপরের কোনটিই নয়

Show Answer
Ans – [C]
31. শেষ মৌর্য সম্রাট হলেন—

[A] বাসুদেব
[B] বিম্বিসার
[C] নন্দীবর্ধন
[D] বৃহদ্রথ

Show Answer
Ans – [D]
32. হিমালয়ের সমান্তরাল শৃঙ্গ গুলির মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন কোনটি?

[A] শিবালিক
[B] হিমাদ্রি
[C] হিমাচল
[D] ধুলাধর

Show Answer
Ans – [B]
33. কত সালের পর থেকে ভারতের আয়কর স্থায়ীভাবে নেওয়া চালু হয়?

[A] 1863
[B] 1860
[C] 1876
[D] 1888

Show Answer
Ans – [B]
34. ভারতের কোন রাজ্যে সঞ্চিত কয়লার পরিমাণ সর্বাধিক?

[A] উড়িষ্যা
[B] পশ্চিমবঙ্গ
[C] ঝাড়খন্ড
[D] ছত্রিশগড়

Show Answer
Ans – [C]
35. কৃষ্ণদেব রায় তার বিখ্যাত গ্রন্থ অমুক্তমাল্যদ কোন ভাষায় রচনা করেন?

[A] তেলেগু
[B] কন্নড়
[C] মালায়লম
[D] তামিল

Show Answer
Ans – [A]
36. মারাঠা পত্রিকার সম্পাদক ছিলেন—

[A] লালা হরদয়াল
[B] বাল গঙ্গাধর তিলক
[C] লালা লাজপত রায়
[D] অ্যানি বেসান্ত

Show Answer
Ans – [B]
37. ন্যাশনাল ডেভলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?

[A] হংকং
[B] সাংহাই
[C] ম্যানিলা
[D] জাকাত

Show Answer
Ans – [B]
38. কোন রাজ্য ছাত্রছাত্রীদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করল?

[A] ঝাড়খন্ড
[B] ছত্রিশগড়
[C] পশ্চিমবঙ্গ
[D] কর্ণাটক

Show Answer
Ans – [C]
39. পৃথিবীর সব থেকে বড় বায়ুবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে কোন দেশ?

[A] সিঙ্গাপুর
[B] সংযুক্ত আরব আমিরশাহী
[C] জার্মানি
[D] দক্ষিণ কোরিয়া

Show Answer
Ans – [D]
40. নিম্নলিখিত কোনটি মস্তিষ্কের রিলে স্টেশন?

[A] সেরিব্রাম
[B] সেরিবেলাম
[C] মেডালা
[D] থ্যালামাস

Show Answer
Ans – [D]
41. মুদ্রাস্ফীতির সময় করের হার—

[A] বৃদ্ধি করা উচিত
[B] হ্রাস করা উচিত
[C] একই রাখা উচিত
[D] বাড়ানো কমানো করা উচিত

Show Answer
Ans – [A]




42. ডান্ডি মার্চ -এর সঙ্গে শুরু হয়—

[A] হোমরুল আন্দোলন
[B] অসহযোগ আন্দোলন
[C] আইন অমান্য আন্দোলন
[D] ভারত ছাড়ো আন্দোলন

Show Answer
Ans – [C]
43. কার নেতৃত্বে প্রথম ভাষা কমিশন গঠিত হয়?

[A] বি জি খের
[B] জে বি কৃপালিনী
[C] সর্দার পাটেল
[D] ডাঃ আম্বেদকর

Show Answer
Ans – [A]
44. নির্মলা সীতারামন কোন রাজ্যে মাই প্যাড মাই রাইট, এই সিস্টেম চালু করেছেন?

[A] মেঘালয়
[B] তেলেঙ্গানা
[C] মিজোরাম
[D] ত্রিপুরা

Show Answer
Ans – [D]
45. লাল বাহাদুর শাস্ত্রী ড্যাম কোথায় অবস্থিত?

[A] নিউ দিল্লী
[B] জম্মু ও কাশ্মীর
[C] মধ্যপ্রদেশ
[D] কর্ণাটক

Show Answer
Ans – [D]
46. বিশ্ব উপভোক্তা দিবস কোন দিনে পালিত হয়?

[A] ১৫ জানুয়ারি
[B] ১৫ ফেব্রুয়ারি
[C] ১৫ মার্চ
[D] ১৫ এপ্রিল

Show Answer
Ans – [C]
47. কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন?

[A] ধর্মপাল
[B] ধ্রুব
[C] দেব পাল
[D] বল্লাল সেন

Show Answer
Ans – [A]
48. পৃথিবীর বৃহত্তম স্তন্যপায়ী প্রাণীর নাম কী?

[A] হাতি
[B] তিমি
[C] ডায়নোসর
[D] জলহস্তী

Show Answer
Ans – [B]
49. যে পেশীকে ইচ্ছামতো পরিচালনা করা যায়—

[A] সরেখ ঐচ্ছিক
[B] সরেখ অনৈচ্ছিক
[C] অরেখ ঐচ্ছিক
[D] অরেখ অনৈচ্ছিক

Show Answer
Ans – [A]
50. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ প্রেসিডেন্ট কে?

[A] জর্জ ইয়ুল
[B] উইলিয়াম ওয়েডারবার্ন
[C] এ ও হিউম
[D] হেনরি কটন

Show Answer
Ans – [A]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top