About Us

About Us

Our Mission and Vision

    যখন আমরা পরীক্ষার জন্যে প্রস্তুতি নিতাম, আজ ও বেশ মনে আছে কোনও কিছু হাতের কাছে পেতাম না। পুরোনো বছরের প্রশ্ন খুজে পাওয়া যেত না। বা পাওয়া গেলেও সংখ্যায় অনেক কম। Study Materials কোথাও ঠিকঠাক ভাবে সাজানো কোথাও পেতাম না। আবার অনেক ক্ষেত্রে তো পকেট থেকে হাতখরচের টাকায় টান পড়তো। তাও ঠিক ঠাক ভাবে কোনো কিছুই পাওয়া যেত না। সিলেবাস সম্পর্কে ও সঠিক ধারনা তৈরি হতো না উপযোগী মেটিরিয়াল এর অভাবে। আবার অনেক স্টাডি  মেটিরিয়াল এর কঠিন ভাষায় লেখা তথ্য ও বুঝতে সময় লেগে যেত। 

    সেই অভাব যাতে তোমরা তোমাদের চাকরির পরীক্ষার প্রস্তুতিতে অনুভব না করো, সেকথা মাথায় রেখেই এই ওয়েবসাইট এবং সহজপাঠ ক্লাসেস এর জন্ম। আমরা, সহজপাঠ ক্লাসেস টীম চেষ্টা করব সহজ ও সরল ভাষায় সবকিছু হাতের কাছে এনে দেওয়ার, যাতে যেকোনো বিষয়ের কোনো ছাত্র বা ছাত্রীর পরীক্ষা প্রস্তুতি তে কোনো অসুবিধে না হয়।

   যে সমস্ত বাঙালি বন্ধুরা বিভিন্ন সরকারী চাকরির স্বপ্ন দেখছো এবং বাংলায় সমস্ত Study Materials খুজছো আর ঘরে বসে বাংলায় পরীক্ষা প্রস্তুতির কথা ভাবছো, সহজপাঠ ক্লাসেস তাদের সেই স্বপ্ন কে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। পশ্চিমবঙ্গের প্রতিটা কোনায় সম্পুর্ণ বিনামূল্যে সহজ ভাষায় এবং বাংলায় Study Materials পৌছে দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য থাকবে।

error:
Scroll to Top