Current Affairs September 14, 2023

14 সেপ্টেম্বর 2023 কারেন্ট অ্যাফেয়ার্স 

  1. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন দিল্লিতে কৃষকদের অধিকারের উপর প্রথম ‘ গ্লোবাল সেমিনার’ উদ্বোধন করেছেন ।
  2. 14 সেপ্টেম্বর ‘জাতীয় হিন্দি দিবস’ পালিত হয় ।
  3. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশব্যাপী স্বাস্থ্যসেবা প্রকল্প ‘ আয়ুষ্মান ভাবা অভিযান’ চালু করেছেন।
  4. সম্প্রতি পাটনা মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন ‘ক্যাশ ফর ওয়েস্ট স্কিম’ শুরু করেছে ।
  5. উত্তরপ্রদেশের বারাণসীতে চতুর্থ ‘G20 সাসটেইনেবল ফিনান্স ওয়ার্কিং গ্রুপ’ সভা শুরু হয়েছে।
  6. ‘মহারাষ্ট্র’ রাজ্য পঞ্চমবারের জন্য ‘জাতীয় হুইলচেয়ার রাগবি চ্যাম্পিয়নশিপ 2023’ শিরোপা জিতেছে।
  7. প্রয়াত হলেন বিখ্যাত রুদ্র বীণা বাদক ‘ওস্তাদ আলী জাকি হায়দার’ ।
  8. পাঞ্জাব রাজ্যের অমৃতসরে প্রথম ‘ স্কুল অফ এমিনেন্স’ খোলা হয়েছে।
  9. উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে প্রথমবারের মতো ‘ট্রান্সজেন্ডার প্রাইড ওয়াক’ আয়োজন করা হয়েছে।
  10. ‘বিজয়ওয়াড়া রেলওয়ে স্টেশন’কে ইন্ডিয়ান গ্রীন বিল্ডিং কাউন্সিল (IGBC) দ্বারা গ্রীন রেলওয়ে স্টেশন সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
  • About National Bank for Agriculture and Rural Development (NABARD):
    Chairman– Shaji K V
    Headquarters– Mumbai, Maharashtra
    Established on 12 July 1982

1. সম্প্রতি ভারত কোন দেশের কাছে ‘ G20-এর সভাপতিত্ব’ হস্তান্তর করেছে ?

(A) ইন্দোনেশিয়া
(B) ব্রাজিল
(C) জার্মানি
(D) স্পেন
উত্তর – (B) ব্রাজিল 

2. সম্প্রতি কোন দেশ ফ্রান্সের সাথে ’10 এয়ারবাস বিমান’ কেনার চুক্তি করেছে ?

(A) বাংলাদেশ
(B) ভারত
(C) শ্রীলঙ্কা
(D) পাকিস্তান
উত্তর- (A) বাংলাদেশ 

3. সম্প্রতি ‘ FIBA বাস্কেটবল বিশ্বকাপ 2023’ শিরোপা জিতেছে কোন দেশ ?

(A) ফ্রান্স
(B) স্পেন
(C) জার্মানি
(D) স্লোভাকিয়া
উত্তর – (C) জার্মানি 

4. কোন রাজ্য সরকার সম্প্রতি ‘কালাইগনার মাগালির উরিমাই থগাই থিত্তম স্কিম’ চালু করেছে ?

(A) তামিলনাড়ু
(B) কর্ণাটক
(C) ত্রিপুরা
(D) তেলেঙ্গানা
উত্তর – (A) তামিলনাড়ু 

5. সম্প্রতি ভারত এবং কোন দেশ ‘অবকাঠামো অর্থায়ন সেতু’ উদ্বোধন করেছে ?

(A) আমেরিকা
(B) সৌদি আরব
(C) ব্রিটেন
(D) জাপান
উত্তর – (C) ব্রিটেন 

 কারেন্ট অ্যাফেয়ার্স, সেপ্টেম্বর 11, 2023

1. কোন দেশে ‘নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল’ আয়োজন করা হবে ?

(A) হাঙ্গেরি
(B) ইতালি
(C) আয়ারল্যান্ড
(D) স্পেন
উত্তর – (B) ইতালি 

2. সম্প্রতি কোন দেশ টানা দ্বিতীয়বারের মতো বিশ্বের সেরা দেশের খেতাব জিতেছে ?

(A) সুইজারল্যান্ড
(B) ফ্রান্স
(C) জাপান
(D) জার্মানি
উত্তর – (A) সুইজারল্যান্ড

3. সম্প্রতি কোন দেশ তার সকল নাগরিকের জন্য ‘সেলফ সার্বভৌম জাতীয় ডিজিটাল আইডি’ চালু করেছে ?

(A) আফগানিস্তান
(B) শ্রীলঙ্কা
(C) ভুটান
(D) নেপাল
উত্তর – (C) ভুটান 

4. সম্প্রতি, কোন রাজ্য সরকারের মন্ত্রিসভা ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের জন্য পেনশন এবং ওবিসি মর্যাদা অনুমোদন করেছে?

(A) উত্তর প্রদেশ
(B) বিহার
(C) পশ্চিমবঙ্গ
(D) ঝাড়খণ্ড
উত্তর – (D) ঝাড়খণ্ড 

5. সম্প্রতি কোন দেশ তাদের প্রথম ‘নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন’ চালু করেছে ?

(A) উত্তর কোরিয়া
(B) জাপান
(C) ভারত
(D) ফ্রান্স
উত্তর – (A) উত্তর কোরিয়া 

  1. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘ গ্লোবাল বায়োফুয়েল অ্যালায়েন্স’ চালু করেছেন   ।
  2. হাঙ্গেরিতে ‘ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ফর ইনফরমেটিক্স’ আয়োজন করা হয়েছে।
  3. 10 সেপ্টেম্বর ‘বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস’ পালিত হয়েছে।
  4. উত্তরপ্রদেশ রাজ্য সরকার ‘নন্দ বাবা মিল্ক মিশন’ বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন করেছে ।
  5. জি-20 সম্মেলনে  ‘ আফ্রিকান ইউনিয়ন’ স্থায়ী সদস্যপদ পেয়েছে ।
  6. ওড়িশা রাজ্যে ‘মিলেট ইন্টারন্যাশনাল কনফারেন্স’ আয়োজন করা হবে।
  7. প্রয়াত হয়েছেন বিখ্যাত কার্টুনিস্ট ‘অজিত নিনান’ ।
  8. ওড়িশা রাজ্যের ‘ব্ল্যাক জিরা চাল’ জিআই ট্যাগ পেয়েছে।
  9. শান্তনু গুপ্তা ‘অজয় টু যোগী আদিত্যনাথ’ নামে একটি উপন্যাস লিখেছেন ।
  10. সম্প্রতি, ভারত ও ফ্রান্স দ্বিপাক্ষিক নৌ মহড়া ‘বরুণ’- এর 21তম সংস্করণের আয়োজন করেছে।

 

 কারেন্ট অ্যাফেয়ার্স, সেপ্টেম্বর 10, 2023

1. ‘স্ট্রিট চাইল্ড ক্রিকেট বিশ্বকাপ 2023’ কোথায় অনুষ্ঠিত হবে ?

(A) ব্যাঙ্গালোর
(B) কলকাতা
(C) পুনে
(D) চেন্নাই
Ans- (D) চেন্নাই 

2. সম্প্রতি কোন ব্যাঙ্ক ‘UPI ATM’ সুবিধা চালু করেছে ?

(A) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
(B) ব্যাঙ্ক অফ বরোদা
(C) অ্যাক্সিস ব্যাঙ্ক
(D) HDFC ব্যাঙ্ক
Ans- (B) ব্যাঙ্ক অফ বরোদা 

3. কোথায় UIDAI সম্প্রতি ‘গ্লোবাল ফিনটেক ফেস্ট 2023’ আয়োজন করেছে ?

(A) মুম্বাই
(B) নতুন দিল্লি
(C) বারাণসী
(D) চণ্ডীগড়
উত্তর – (A) মুম্বাই 

4. সম্প্রতি কোন রাজ্যের ‘সালেম সাগো’ জিআই ট্যাগ পেয়েছে?

(A) তেলেঙ্গানা
(B) অন্ধ্রপ্রদেশ
(C) তামিলনাড়ু
(D) কর্ণাটক
উত্তর – (C) তামিলনাড়ু 

5. কোন রাজ্য সরকার সম্প্রতি 837 কোটি টাকার ‘সাইবার নিরাপত্তা প্রকল্প’ অনুমোদন করেছে ?

(A) উত্তর প্রদেশ
(B) মহারাষ্ট্র
(C) পাঞ্জাব
(D) হরিয়ানা
উত্তর – (B) মহারাষ্ট্র 

কারেন্ট অ্যাফেয়ার্স, সেপ্টেম্বর 09, 2023

  1. ভারতের জম্মু ও কাশ্মীরের উধমপুর রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে করা হবে ‘শহীদ ক্যাপ্টেন তুষার মহাজন রেলওয়ে স্টেশন ‘।
  2. চেন্নাইয়ে ‘স্ট্রিট চাইল্ড ক্রিকেট বিশ্বকাপ 2023’ আয়োজন করা হবে।
  3. অদ্বৈত জিন্দ ‘লক্ষ্মী কুমারী চুন্দাওয়াত শিশু সাহিত্য পুরস্কারে’ সম্মানিত হয়েছেন ।
  4. 8 সেপ্টেম্বর ‘বিশ্ব ফিজিওথেরাপি দিবস’ পালিত হয়েছে।
  5. ‘আদীব আহমেদ’ ‘লিডিং ফিনটেক পার্সোনালিটি অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড’-এ ভূষিত হয়েছেন।
  6. সম্প্রতি প্রকাশিত হয়েছে ভাবনা রায় ও আমিশ ত্রিপাঠীর লেখা IDOLS বইটি ।
  7. নয়াদিল্লিতে One Sun, One World, One Grid‘ সম্মেলনের আয়োজন করা হবে।
  8. সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ‘নেশন ফার্স্ট ট্রানজিট কার্ড’ চালু করেছে।
  9. সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার 15 এপ্রিল বাংলা নববর্ষ দিবস ‘পয়লা বৈশাখ’ আনুষ্ঠানিকভাবে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে ।
  10. সম্প্রতি গাজিয়াবাদের হিন্দন এয়ার ফোর্স স্টেশনে ‘ভারত ড্রোন শক্তি 2023’-এর আয়োজন করা হয়েছে।
  11. সম্প্রতি মধ্যপ্রদেশের সাঁচিতে দেশের প্রথম সোলার সিটির উদ্বোধন করা হয়েছে ।

09 সেপ্টেম্বর 2023 – কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ 

1. সম্প্রতি, কোন রাজ্য পুলিশ প্রবীণ নাগরিকদের জন্য ‘সাভেরা স্কিম’ চালু করেছে ?

(A) রাজস্থান 
(B) উত্তর প্রদেশ
(C) পশ্চিমবঙ্গ
(D) ঝাড়খণ্ড
উত্তর – (B) উত্তর প্রদেশ 

2. সম্প্রতি, কোন দেশের গবেষকরা ‘ স্টেম সেল’ থেকে মানব ভ্রূণের মতো একটি মডেল তৈরি করেছেন  ?

(A) ইসরায়েল
(B) জার্মানি
(C) জাপান
(D) USA
Ans- (A) ইসরায়েল 

3. কোন রাজ্য সরকার সম্প্রতি ‘মুখ্যমন্ত্রী কামধেনু বীমা যোজনা’ চালু করেছে ?

(A) গুজরাট
(B) ওড়িশা
(C) ত্রিপুরা
(D) রাজস্থান
উত্তর- (D) রাজস্থান 

4. সম্প্রতি কোন রাজ্যে দেশের প্রথম ‘ সোলার সিটি’ উদ্বোধন করা হয়েছে ?

(A) মধ্যপ্রদেশ
(B) হরিয়ানা
(C) পাঞ্জাব
(D) মহারাষ্ট্র
উত্তর – (A) মধ্যপ্রদেশ 

5. সম্প্রতি, ফ্যাশন ব্র্যান্ড ‘W’ কোন অভিনেত্রীকে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে?

(A) শ্রদ্ধা কাপুর
(B) আলিয়া ভাট
(C) আনুশকা শর্মা
(D) কৃতি স্যানন
উত্তর- (C) আনুশকা শর্মা 

G-20 Summit 2023 Important MCQs with Answers

Q1. Which country will host the G-20 Summit 2023?
A. India
B. Indonesia
C. Japan
D. South Korea

Answer –A. India
Explanation-India will host the G-20 Summit 2023 in New Delhi


Q2. What is the theme of the G-20 Summit 2023?
A.One Nation-One World-One Future
B. Recovering Together, Building Back Better
C. Inclusive and Resilient Recovery for Sustainable Growth
D. One Earth, One Family, One Future

Answer –D. One Earth, One Family, One Future
Explanation- The theme of the G-20 Summit 2023 is Vasudhaiva Kutumbakam – One Earth, One Family, One Future.


Q3. What are the main agenda items of the G-20 Summit 2023?
A. The global economy
B. Climate change
C. Poverty and inequality
D. Public health
E. All of these

Answer –E. All of these
Explanation-


Q4. What is the edition of the 2023 G20 New Delhi summit?
A. The fifteenth meeting of G20
B. The seventeenth meeting of G20
C. The eighteenth meeting of G20
D. The twentieth meeting of the G20

Answer –C. The eighteenth meeting of G20
Explanation-


Q5. Where is the 2023 G20 summit happening?
A. India Gate, New Delhi
B. Taj Mahal, Agra
C. Bharat Mandapam International Exhibition-Convention Centre, New Delhi
D. Gateway of India, Mumbai

Answer –C. Bharat Mandapam International Exhibition-Convention Centre, New Delhi
Explanation-


Q6. What is significant about the 2023 G20 New Delhi summit?
A. It is the first G20 summit held in India.
B. It is the first G20 summit held in Asia.
C. It is the first G20 summit held in a developing country.
D. It is the first G20 summit held in a country with a Hindu majority.

Answer –A. It is the first G20 summit held in India.
Explanation-It is the first G20 summit held in India as well as in South Asia.


Q7. Who is chairing the G20 Summit 2023?
A. Indonesian President Joko Widodo
B. Indian Prime Minister Narendra Modi
C. Indonesian Prime Minister
D. Indian President Ram Nath Kovind

Answer –B. Indian Prime Minister Narendra Modi
Explanation-


Q8. When did India’s presidency for the G20 begin for the 2023 summit?
A. 1 November 2022
B. 1 December 2022
C. 1 January 2023
D. 1 February 2023

Answer –B. 1 December 2022
Explanation-India is currently holding the G20 presidency from December 1, 2022, to November 30, 2023


Q9. When was the presidency handover ceremony for the G20 held?
A. After the G20 New Delhi Summit
B. Before the Bali summit
C. After the Bali summit
D. Before the G20 New Delhi Summit

Answer –C. After the Bali summit
Explanation-


Q10. Who transferred the G20 Presidency gavel to Indian Prime Minister Modi?
A. Indonesian President Joko Widodo
B. Indonesian Prime Minister
C. Indian President Ram Nath Kovind
D. Indian Vice President Venkaiah Naidu

Answer –A. Indonesian President Joko Widodo
Explanation-


Q11. How many agenda priorities were presented by G20 India for the G20 dialogue in 2023?
A. Four agenda priorities
B. Five agenda priorities
C. Six agenda priorities
D. Seven agenda priorities

Answer –C. Six agenda priorities
Explanation-


Q12. Which of the following is NOT one of G20 India’s agenda priorities for the 2023 dialogue?
A. Accelerated, Inclusive & Resilient Growth
B. Women-led development
C. Space Exploration
D. Technological Transformation & Digital Public Infrastructure

Answer –C. Space Exploration
Explanation-


Q13. What is one of the main agenda items of the G20 New Delhi Summit related to international organizations?
A. United Nations reform
B. African Union’s inclusion in G20
C. NATO expansion
D. World Bank’s new initiatives

Answer –B. African Union’s inclusion in G20
Explanation-


Q14. What did Prime Minister Modi express optimism about in his interview on 26 August 2023?
A. India’s economic growth in the G20
B. The Global North’s dominance in the G20
C. The G20’s focus on space exploration
D. The G20’s evolving agenda toward human-centric development and global concerns.

Answer –D. The G20’s evolving agenda toward human-centric development and global concerns.
Explanation-


Q15. Which two leaders decided to skip the G20 summit in 2023?
A. Rishi Sunak and Joe Biden
B. Justin Trudeau and Emmanuel Macron
C. Angela Merkel and Shinzo Abe
D. Vladimir Putin and Xi Jinping

Answer –D. Vladimir Putin and Xi Jinping
Explanation-


Q16. Who will represent Russia at the G20 summit in 2023?
A. Vladimir Putin
B. Sergei Lavrov
C. Dmitry Medvedev
D. Alexei Navalny

Answer –B. Sergei Lavrov
Explanation-Sergei Lavrov, the Russian foreign minister, will represent Russia at the summit


Q17. Who will represent China at the summit?
A. Xi Jinping
B. Li Quang
C. Wang Yi
D. Yang Jiechi

Answer –B. Li Quang
Explanation-


Q18. Which neighboring country of India has been invited as a guest in the G20 summit 2023?
A. Pakistan
B. Bangladesh
C. Nepal
D. Sri Lanka

Answer –B. Bangladesh
Explanation- Bangladesh is the neighboring country of India that has been invited as a guest in the G20 summit 2023. It will be the first time for Bangladesh to participate in the G20 summit. The other guest countries are Egypt, Mauritius, Netherlands, Nigeria, Oman, Singapore, Spain, and the United Arab Emirates.


Q19. Which national symbol is combined with the Earth in India’s G20 emblem to represent harmony with nature?
A. Tiger
B. Peacock
C. Lotus
D. Elephant

Answer –C. Lotus
Explanation-


Q20. The G20 logo is painted in the following colors of India’s national flag:
A. Saffron, white, and green
B. Saffron, white, blue and Green
C. White, green, and blue
D. Red, white, and blue

Answer –B. Saffron, white, blue and Green
Explanation-The G20 logo is inspired by the vibrant colors of India’s national flag, which are saffron, white, green and Blue


Q21. What is India’s G20 Presidency’s focus on environmental sustainability?
A. Promoting space exploration
B. Encouraging eco-friendly farming
C. Lifestyle for Environment (LiFE) promoting ecologically responsible lifestyle decisions
D. Developing renewable energy sources

Answer –C) Lifestyle for Environment (LiFE) promoting ecologically responsible lifestyle decisions
Explanation-


Q22. What is the goal of India’s G20 Presidency, coinciding with “Amrit Kaal”?
A. To celebrate India’s 100th anniversary of independence
B. To create a modern, inclusive, and prosperous society
C. To establish a new political party
D. To promote traditional farming practices

Answer –B. To create a modern, inclusive, and prosperous society
Explanation-


Q23. What is the significance of the 28-foot tall ‘Nataraja’ statue at the upcoming G20 Summit in New Delhi?
A. It represents Lord Vishnu’s cosmic power.
B. It symbolizes the Chola dynasty’s rule.
C. It captures Lord Shiva’s cosmic power of creation and destruction.
D. It represents the eternal cycle of life and death.

Answer –C. It captures Lord Shiva’s cosmic power of creation and destruction.
Explanation-


Q24. Which ancient dynasty is known for its exquisite bronze sculptures, including the ‘Nataraja’ statue?
A. Maurya dynasty
B. Gupta dynasty
C. Chola dynasty
D. Mughal dynasty

Answer –C. Chola dynasty
Explanation-


Q25. What is the ancient metal casting technique used to create the ‘Nataraja’ statue?
A. 3D printing
B. Lost-wax casting
C. Stone carving
D. Wood carving

Answer –B. Lost-wax casting
Explanation-


Q26. What does the ‘Nataraja’ statue represent, aside from Lord Shiva’s cosmic power?
A. The rise of modern art
B. A political statement
C. The Chola dynasty’s decline
D. The intricate craftsmanship of the Chola era

Answer –D. The intricate craftsmanship of the Chola era
Explanation-


Q27. What is the height of the ‘Nataraja’ statue meant to be placed in front of the G20 Leaders’ Summit venue?
A. 22 feet
B. 28 feet
C. 19 tonnes
D. 6 feet

Answer –B. 28 feet
Explanation-


Q28. In which Indian state is Swamimalai located, known for its bronze sculptures?
A. Karnataka
B. Kerala
C. Tamil Nadu
D. Andhra Pradesh

Answer –C. Tamil Nadu
Explanation-


Q29. How many different metals were used in making the ‘Nataraja’ statue?
A. Four
B. Six
C. Eight
D. Ten

Answer –C. Eight
Explanation-


Q30. What is the cost of the ‘Nataraja’ statue?
A. ₹1 crore
B. ₹5 crore
C. ₹10 crore
D. ₹20 crore

Answer –C. ₹10 crore
Explanation-


Q31. What is the unique distinction of the 28-feet Nataraja statue?
A. It is the smallest Nataraja statue in the world.
B. It is the most ancient Nataraja statue in the world.
C. It is the world’s tallest Nataraja statue.
D. It is the most valuable Nataraja statue in the world.

Answer –C. It is the world’s tallest Nataraja statue.
Explanation-


Q32. Which country is set to host the 19th G20 Summit in 2024?
A. South Africa
B. Brazil (Rio de Janeiro)
C. United States of America
D. India

Answer –B. Brazil (Rio de Janeiro)
Explanation-


Q33. In which year is South Africa scheduled to host the G20 Summit?
A. 2024
B. 2025
C. 2026
D. 2027

Answer –B. 2025
Explanation-


Q34: Which country is the host for the 21st G20 Summit in 2026?
A. India
B. Brazil (Rio de Janeiro)
C. United States of America
D. South Africa

Answer –C. United States of America
Explanation-


Q35. When was the group of 20 or G-20 established?
A. 1995
B. 1999
C. 1985
D. 2000

Answer –B. 1999
Explanation-The G20 was founded in 1999 with the objective of uniting finance ministers and central bank governors from both developed and emerging economies.


Q36. Which of the following statements is incorrect about the G20?
A. G20 summits are now exclusively attended by the Finance Ministers and Central Bank Governors of member countries.
B. India has never hosted a G20 summit.
C. The primary goal of the G20 is to eradicate global poverty.
D. The meetings of the G20 are conducted on an annual basis.

Answer –C. The primary goal of the G20 is to eradicate global poverty.
Explanation-The main aim of this group is to promote financial stability and sustainable development in the world.


Q37. Where was the first summit of G20 held?
A. France
B.  Britain
C. Indonesia
D. USA

Answer –D. USA
Explanation-The first summit of the G20 was held in Washington in 2008.


Q38. To date how many summits of G20 have been held?
A. 11
B. 9
C. 10
D. 18

Answer –D. 18
Explanation-The 17th G-20 summit is taking place in Nusa Bali, Indonesia, and the 18th G-20 summit is scheduled to occur in India in 2023.


Q39. What is the official language of the G 20 Summit?
A. English
B. French
C. Spanish
D. All of the above

Answer –D. All of the above
Explanation-The G20 summit has English, French, and Spanish as its official language.


Q40. Which G20 member nation is internationally recognized for its prominent diamond industry, featuring the city of Antwerp as a major global center for diamond trading?
A. China
B. Belgium
C. South Africa
D. Russia

Answer –B. Belgium
Explanation-


Q41. In which G20 member country is the significant stock exchange known as the Borsa Italiana situated?
A. Germany
B. Japan
C. United States
D. Italy

Answer –D. Italy
Explanation-


Q42. How many member countries are part of the G20?
A. 18
B. 20
C. 19
D. 21

Answer –C. 19

কারেন্ট অ্যাফেয়ার্স, সেপ্টেম্বর 08, 2023

  1. 8 সেপ্টেম্বর ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ পালিত হয় । 1966 সাল থেকে ইউনেস্কো 8 সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে পালন করে আসছে।
  2. আশা ভোঁসলে, যিনি 20টি ভাষায় গান গেয়েছিলেন, 1933 সালের 8 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন।
  3. জি20 বৈঠক: দিল্লিতে এসেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি
  4. জি20 বৈঠক: দিল্লিতে এসেছেন আর্জেন্তিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্ডেজ
  5. G20 ইন্ডিয়া মোবাইল অ্যাপ্লিকেশন ’10 ভাষায়’ G20 সম্পর্কিত তথ্য প্রদান করবে  ।
  6. ভারতীয় দল এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2023-এ ‘ব্রোঞ্জ মেডেল’ জিতেছে ।
  7. উত্তরপ্রদেশ রাজ্যের প্রয়াগরাজ সিটি পুলিশ প্রবীণ নাগরিকদের জন্য ‘সাভেরা স্কিম’ শুরু করেছে।
  8. ফ্যাশন ব্র্যান্ড ‘ডব্লিউ’ অভিনেত্রী ‘অনুশকা শর্মা’কে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে ।
  9. হিন্দুস্তানি শাস্ত্রীয় গায়িকা ‘মালিনী রাজুকার’ 82 বছর বয়সে মারা গেছেন।
  10. মধ্যপ্রদেশের সাঁচিতে দেশের প্রথম সোলার সিটির উদ্বোধন করা হয়েছে ।
  11. রাজস্থান রাজ্য সরকার ‘মুখ্যমন্ত্রী কামধেনু বিমা যোজনা’ চালু করেছে ।
  12. মাহিন্দ্রা গ্রুপ ‘আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ 2023’ স্পনসর করবে ।
  13. দিব্যা দেশমুখ’ টাটা স্টিল চেস ইন্ডিয়া মহিলা র‌্যাপিড টুর্নামেন্ট 2023-এ বিজয়ী হয়েছেন।


08 সেপ্টেম্বর 2023 কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ

1. সম্প্রতি ভারতের ‘ প্রথম সোলার সিটি ‘ কোন রাজ্যে উদ্বোধন করা হবে?

(A) রাজস্থান
(B) মধ্যপ্রদেশ
(C) পশ্চিমবঙ্গ
(D) মেঘালয়
উত্তর – (B) মধ্যপ্রদেশ 

2. সম্প্রতি কোন রাজ্যের কোরাপুটের কালোজিরা এবং রায়গাদা শাল ‘ জিআই ট্যাং’ পেয়েছে ?

(A) ওড়িশা
(B) ত্রিপুরা
(C) নাগাল্যান্ড
(D) মণিপুর
উত্তর – (A) ওড়িশা 

3. সম্প্রতি বিশ্বের সবচেয়ে উঁচু ‘ নটরাজ মূর্তি’ কোথায় স্থাপিত হয়েছে ?

(A) বেঙ্গালুরু
(B) নয়াদিল্লি
(C) পাটনা
(D) আহমেদাবাদ
উত্তর – (B) নতুন দিল্লি 

4. কোন IIT ইনস্টিটিউট সম্প্রতি বায়ুর গুণমানের জন্য ‘CODE’ ডিভাইস তৈরি করেছে ?

(A) IIT যোধপুর
(B) IIT মাদ্রাজ
(C) IIT Bombay
(D) IIT দিল্লি
উত্তর – (A) IIT যোধপুর 

5. ‘ হ্যামলি’স প্লে’ সম্প্রতি কোন রাজ্যে তার প্রথম স্টোর খুলেছে?

(A) মধ্যপ্রদেশ
(B) উত্তর প্রদেশ
(C) ওড়িশা
(D) গুজরাট
উত্তর – (B) উত্তরপ্রদেশ 

কারেন্ট অ্যাফেয়ার্স, সেপ্টেম্বর 07, 2023

7 ই সেপ্টেম্বর প্রতিবছর ব্রাজিলের স্বাধীনতা স্বাধীনতা দিবস পালিত হয় 

প্রশ্নঃ ব্রাজিল কোন মহাদেশে অবস্থিত?
উত্তরঃ দক্ষিণ আমেরিকা।
প্রশ্নঃ ব্রাজিল কোন দেশ থেকে স্বাধীনতা অর্জন করেছিলো?
উত্তরঃ পর্তুগাল।
প্রশ্নঃ ব্রাজিলের রাজধানীর নাম কী?
উত্তরঃ ব্রাসিলিয়া।
প্রশ্নঃ ব্রাজিলের সবচেয়ে বড় নদী কোনটি?
উত্তরঃ আমাজন নদী।
প্রশ্নঃ ব্রাজিলের মুদ্রার নাম কী?
উত্তরঃ রিয়েল।
  1. ভারতের প্রথম সোলার সিটি ‘ মধ্যপ্রদেশ’ রাজ্যে উদ্বোধন করা হবে ।
  2. ‘ওড়িশা’ রাজ্যের কোরাপুটের কালো জিরা এবং রায়গাদা শাল জিআই ট্যাগ পেয়েছে।
  3. হার্পারকলিন্স রাধিকা আয়েঙ্গারের লেখা ‘ফায়ার অন দ্য গঙ্গা’ বইটি প্রকাশ করেছে ।
  4. ওড়িশা রাজ্য সরকার ‘ মুখ্যমন্ত্রী মেধবী ছাত্র আন্দোলন যোজনা’ শুরু করেছে ।
  5. মাহিন্দ্রা গ্রুপ ‘আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ 2023’ স্পনসর করবে ।
  6. ভারতের প্রথম UPI এটিএম চালু করেছে ‘ Hitachi পেমেন্ট সার্ভিসেস’ ।
  7. আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা দিবস’ পালিত হয় 7 সেপ্টেম্বর।
  8. নয়াদিল্লিতে বিশ্বের সবচেয়ে উঁচু ‘ নটরাজ মূর্তি’ স্থাপন করা হয়েছে।
  9. ভারতীয় সেনাবাহিনী নমন প্রকল্প শুরু করেছে ।
  10. বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ঐতিহ্যগত ওষুধের উপর ‘গুজরাট ঘোষণাপত্র’ প্রকাশ করেছে।
  11. হ্যামলি’স প্লে’ উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে প্রথম স্টোর খুলেছে।
  12. সম্প্রতি ‘রাজেশ নাম্বিয়ার’ NASSCOM-এর চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন।






07 সেপ্টেম্বর 2023 দৈনিক কারেন্ট – কুইজ 

1. সম্প্রতি ’43তম আসিয়ান শীর্ষ সম্মেলন’ কোথায় অনুষ্ঠিত হয়েছে ?

(A) ভারত
(B) ইন্দোনেশিয়া
(C) জাকার্তা
(D) উগান্ডা
উত্তর – (C) জাকার্তা

2. সম্প্রতি কোন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী বিভিন্নভাবে অক্ষম শিশুদের ক্ষমতায়নের জন্য ‘সবল যোজনা’ চালু করেছেন ?

(A) উত্তরাখণ্ড
(B) হিমাচল প্রদেশ
(C) পাঞ্জাব
(D) বিহার
উত্তর – (B) হিমাচল প্রদেশ 

3. সম্প্রতি, কোন আন্তর্জাতিক ক্রিকেটারকে ‘ সাত্ত্বিক সোলার রোপস’ তার জাতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে?

(A) বিরাট কোহলি
(B) রোহিত শর্মা
(C) কেএল রাহুল
(D) রবীন্দ্র জাদেজা
উত্তর – (D) রবীন্দ্র জাদেজা 

4. সম্প্রতি, ‘ টেকসই উন্নয়ন ও নারীর ক্ষমতায়ন প্রকল্প’- এর জন্য জার্মানি কোন দেশকে 191 মিলিয়ন ইউরো দেবে ?

(A) বাংলাদেশ
(B) নেপাল
(C) শ্রীলঙ্কা
(D) মায়ানমার
উত্তর – (A) বাংলাদেশ

5. সম্প্রতি কোন ব্যাঙ্ক ডিজিটাল রুপিতে UPI ইন্টারঅপারেবিলিটি চালু করেছে ?

(A) অ্যাক্সিস ব্যাঙ্ক
(B) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
(C) কানারা ব্যাঙ্ক
(D) পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
উত্তর – (B) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 





কারেন্ট অ্যাফেয়ার্স, সেপ্টেম্বর 06, 2023

সম্প্রতি ‘জাকার্তায়’ 43তম আসিয়ান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

      • The Association of Southeast Asian Nations, or ASEAN
      • Headquarters: Jakarta, Indonesia
      • Founded: 8 August 1967, Bangkok, Thailand

05 সেপ্টেম্বর ‘আন্তর্জাতিক দাতব্য দিবস’ পালিত হয়েছে।

সম্প্রতি, হিমাচল প্রদেশ সরকারের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু প্রতিবন্ধী শিশুদের ক্ষমতায়নের জন্য ‘সবল যোজনা’ শুরু করেছেন।

    • হিমাচল প্রদেশ উত্তর ভারতের একটি ক্ষুদ্রকায় রাজ্য। এই রাজ্যের রাজধানী: শিমলা

সম্প্রতি সাত্ত্বিক সোলার রোপস আন্তর্জাতিক ক্রিকেটার ‘রবীন্দ্র জাদেজা’কে এর জাতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ করেছে।

সম্প্রতি ‘রাজেশ নাম্বিয়ার’ NASSCOM-এর চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন।

    • The National Association of Software and Service Companies is an Indian non-governmental trade association and advocacy group that primarily serves the Indian technology industry. Founded in 1988

সম্প্রতি ‘ডাঃ নবীন আগরওয়াল’ ‘জাতীয় ডায়াবেটোলজিস্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড’ জিতেছেন।

সম্প্রতি ‘মোহনবাগান সুপার জয়েন্ট’ 132তম ডুরান্ড কাপ 2023 শিরোপা জিতেছে।

      • ডুরান্ড কাপ 1988 খ্রিস্টাব্দ থেকে সংঘটিত একটি ফুটবল প্রতিযোগিতা। এটি সিমলাতে প্রথম অনুষ্ঠিত হয়েছিল। এটি এশিয়ার সবচেয়ে পুরোনো ফুটবল প্রতিযোগিতা




1. সম্প্রতি কোথায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জি ‘মহাত্মা গান্ধী’- এর মূর্তি উন্মোচন করেছেন ?

(A) ব্যাঙ্গালোর
(B) অমৃতসর
(C) নতুন দিল্লি
(D) মুম্বাই
উত্তর – (C) নয়া দিল্লি 

2. সম্প্রতি কোন রাজ্যে ‘আন্তর্জাতিক মহাকাশ সম্মেলন’ আয়োজিত হচ্ছে ?

(A) গুজরাট
(B) মধ্যপ্রদেশ
(C) রাজস্থান
(D) ওড়িশা
উত্তর – (B) মধ্যপ্রদেশ 

3. সম্প্রতি কোন রাজ্যে ‘কাঠমান্ডু-কলিঙ্গ সাহিত্য উৎসব’ আয়োজন করা হয়েছে ?

(A) উত্তর প্রদেশ
(B) পশ্চিমবঙ্গ
(C) মণিপুর
(D) ত্রিপুরা
উত্তর – (A) উত্তর প্রদেশ 

4. সম্প্রতি কোন রাজ্য সরকার বহুবিবাহ নিষিদ্ধ করার জন্য রাজ্য বিধানসভায় একটি বিল পাস করবে?

(A) বিহার
(B) আসাম
(C) ঝাড়খণ্ড
(D) পাঞ্জাব
উত্তর – (B) আসাম 

5. সম্প্রতি কোন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী গ্লোবাল ইনভেস্ট সামিটের লোগো এবং ওয়েবসাইট চালু করেছেন?

(A) উত্তরাখণ্ড
(B) হিমাচল প্রদেশ
(C) হরিয়ানা
(D) মহারাষ্ট্র
উত্তর – (A) উত্তরাখণ্ড 

 

কারেন্ট অ্যাফেয়ার্স, সেপ্টেম্বর 05, 2023

  1. বিশ্ব আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন করা হয় 5 অক্টোবর, কিন্তু ভারতে 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয়।
  2. নয়াদিল্লির রাজঘাটে ‘মহাত্মা গান্ধী’র মূর্তি উন্মোচন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ।
  3. সম্প্রতি, ইসরো বিজ্ঞানী‘এন ভালরমাথি’, যিনি চন্দ্রযান-3 উৎক্ষেপণের জন্য কাউন্টডাউনে কণ্ঠ দিয়েছেন , তিনি মারা গেছেন।
  4. সম্প্রতি উত্তরপ্রদেশ রাজ্যে ‘কাঠমান্ডু-কলিঙ্গ সাহিত্য উৎসব’ আয়োজন করা হয়েছে।
  5. সম্প্রতি ‘উত্তরাখণ্ড’ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি গ্লোবাল ইনভেস্ট সামিটের লোগো এবং ওয়েবসাইট চালু করেছেন।
  6. সম্প্রতি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ম্যাগাজিন ‘গ্লোবাল ফাইন্যান্স’ দ্বারা বিশ্বব্যাপী শীর্ষ কেন্দ্রীয় ব্যাঙ্কারে ভূষিত হয়েছেন ।






1. 2023 সালের দ্বিতীয় ‘নেভি কমান্ডার সম্মেলন’
 সম্প্রতি কোথায় শুরু হয়েছে ?

(A) নয়াদিল্লি
(B) জয়পুর
(C) পুনে
(D) কটক
উত্তর – (A) নয়াদিল্লি 

2. সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সপ্তাহের প্রতি মঙ্গলবার ‘কার ফ্রি ডে’ ঘোষণা করেছেন ?

(A) পাঞ্জাব
(B) রাজস্থান
(C) হরিয়ানা
(D) গুজরাট
উত্তর – (C) হরিয়ানা 

3. সম্প্রতি কোন রাজ্য 2024 সালে প্রথমবারের মতো ‘জায়েদ চ্যারিটি ম্যারাথন’ আয়োজন করবে ?

(A) কেরালা
(B) তামিলনাড়ু
(C) পশ্চিমবঙ্গ
(D) অন্ধ্র প্রদেশ
উত্তর – (A) কেরালা 

4. কোন রাজ্য সরকার সম্প্রতি ‘রামায়ণ পার্ক’ নির্মাণ করবে ?

(A) ঝাড়খণ্ড
(B) রাজস্থান
(C) বিহার
(D) উত্তরপ্রদেশ
উত্তর- (D) উত্তরপ্রদেশ 

5. কোন রাজ্য সম্প্রতি 2022 সালে স্মার্ট সিটি মিশনের অধীনে অনুকরণীয় পারফরম্যান্সে শীর্ষে রয়েছে?

(A) গুজরাট
(B) ত্রিপুরা
(C) মধ্যপ্রদেশ
(D) সিকিম
উত্তর – (C) মধ্যপ্রদেশ 

কারেন্ট অ্যাফেয়ার্স, সেপ্টেম্বর 04, 2023

  1. সম্প্রতি, ভারতীয় দল পাঁচজন খেলোয়াড় নিয়ে ‘5-এ সাইড হকি এশিয়া কাপ 2023’ শিরোপা জিতেছে ।
  2. সম্প্রতি, ভারতীয় বংশোদ্ভূত ‘ থারমান শানমুগারত্ম’ সিঙ্গাপুরের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন।
  3. সম্প্রতি, নয়াদিল্লিতে 2023 সালের দ্বিতীয় ‘নৌবাহিনীর কমান্ডারস সম্মেলন’ শুরু হয়েছে।
  4. সম্প্রতি, জিম্বাবুয়ের প্রাক্তন ক্রিকেটার হিথ স্ট্রিক 49 বছর বয়সে মারা গেছেন।
  5. সম্প্রতি হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর সপ্তাহের প্রতি মঙ্গলবার ‘কার ফ্রি ডে’ ঘোষণা করেছেন।
  6. সম্প্রতি, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই) ভারতে ’10 মিলিয়ন’ মাসিক লেনদেনের একটি ঐতিহাসিক রেকর্ড তৈরি করেছে ।
  7. সম্প্রতি ভারত বিশ্বের প্রথম পোর্টেবল হাসপাতাল ‘আরোগ্য মৈত্রী কিউব’ তৈরি করেছে ।
  8. সম্প্রতি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ম্যাগাজিন ‘গ্লোবাল ফাইন্যান্স’ দ্বারা বিশ্বব্যাপী শীর্ষ কেন্দ্রীয় ব্যাঙ্কার হিসাবে সম্মানিত হয়েছেন ।
  9. সম্প্রতি কেরালা রাজ্য 2024 সালে প্রথমবারের মতো ‘জায়েদ চ্যারিটি ম্যারাথন’ আয়োজন করবে ।
  10. সম্প্রতি ‘দীপক গুপ্ত’ কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের নতুন সিইও নিযুক্ত হয়েছেন।
  11. সম্প্রতি অভিনেতা ‘আর মাধবন’কে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং গভর্নিং কাউন্সিলের নতুন চেয়ারম্যান করা হয়েছে।
  12. সম্প্রতি উত্তরপ্রদেশ রাজ্যের লখনউতে ‘রামায়ণ পার্ক’ তৈরি করা হবে।
  13. সম্প্রতি ‘ডক্টর বাসুধা গুপ্তা’ অল ইন্ডিয়া রেডিও এবং নিউজ সার্ভিসেস বিভাগে প্রধান মহাপরিচালকের দায়িত্ব নিয়েছেন।
  14. সম্প্রতি, তেলেঙ্গানার চিফ ইনোভেশন অফিসার (সিআইও) ‘শান্তা থটম’ ব্রিকস ইনোভেশন ফোরাম কর্তৃক বিশ্ব উদ্ভাবন পুরস্কারে ভূষিত হয়েছেন।
  15. সম্প্রতি, ‘মধ্যপ্রদেশ’ রাজ্যটি 2022 সালে স্মার্ট সিটি মিশনের অধীনে অনুকরণীয় পারফরম্যান্সের শীর্ষস্থানে রয়েছে।
  16. সম্প্রতি উদয়পুরের ‘প্রবিনা অঞ্জনা’ মিস ইন্টারন্যাশনাল ইন্ডিয়া 2023 খেতাব জিতেছেন।
  17. সম্প্রতি দেশ নেপালে পালিত হয়েছে  ‘ গাই যাত্রা উৎসব’ ।






1. সম্প্রতি, কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েল স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী ‘আর. কে শানমুগাম চেট্টির মূর্তি কোথায় উন্মোচন করেছেন ?

(A) ব্যাঙ্গালোর
(B) কোয়েম্বাটুর
(C) তিরুবনন্তপুরম
(D) হায়দ্রাবাদ
Ans- (B) কোয়েম্বাটুর

2. সম্প্রতি ‘স্বরাজ ট্র্যাক্টরস’- এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে করা হয়েছে ?

(A) মহেন্দ্র সিং ধোনি
(B) বিরাট কোহলি
(C) রাহুল দ্রাবিড়
(D) সৌরভ গাঙ্গুলী
উত্তর- (A) মহেন্দ্র সিং ধোনি

3. কোন রাজ্য সম্প্রতি উত্তর-পূর্বের প্রথম রাজ্য হয়ে আধারের সাথে যুক্ত জন্ম নিবন্ধন শুরু করেছে?

(A) ত্রিপুরা
(B) আসাম
(C) সিকিম
(D) নাগাল্যান্ড
উত্তর – (D) নাগাল্যান্ড 

4. সম্প্রতি কোন রাজ্যের ‘ভদরওয়াহ রাজমা’ জিআই ট্যাগ পেয়েছে?

(A) কর্ণাটক
(B) মণিপুর
(C) জম্মু ও কাশ্মীর
(D) তেলেঙ্গানা
Ans (C) জম্মু ও কাশ্মীর 

5. সম্প্রতি কোন রাজ্য সরকার মহিলাদের জন্য গোলাপী টয়লেট স্থাপনের ঘোষণা করেছে ?

(A) রাজস্থান
(B) মধ্যপ্রদেশ
(C) ঝাড়খণ্ড
(D) ত্রিপুরা
উত্তর – (D) ত্রিপুরা 

কারেন্ট অ্যাফেয়ার্স, সেপ্টেম্বর 02, 2023

National Nutrition Week 2023 – September 1 to 7

ভারতের প্রথম ড্রোন পরীক্ষা কেন্দ্র কোথায় খোলা হয়? - তামিলনাড়ু

এজিপ্টে Exercise BRIGHT STAR- 23 অনুশীলনে অংশ নেবে ভারতীয় সেনা
About Egypt:
Prime Minister– Mostafa Madbouly
Capital– Cairo
Currency– Egyptian Pound (EGP)
65তম রমন ম্যাগসেসে পুরস্কার 2023: চার বিজয়ীর মধ্যে ভারতের রবি কানন 
ডাঃআর.রবি কানন,একজন সার্জিক্যাল অনকোলজিস্ট 
About Ramon Magsaysay Award Foundation (RMAF): 
Chairman – Aurelio R. Montinola III
Established – 1957
Headquarters – Manila, Philippines
জয়া বর্মা সিনহা রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা চেয়ারপার্সন এবং সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন । 
About Railway Board
Founded: 18 February 1905 
Headquarters: New Delhi, Delhi, India
About Ministry of Railways:
Union Minister – Ashwini Vaishnaw(Rajya Sabha Odisha)
Minister of State– Danve Raosaheb Dadarao; Darshana Vikram Jardosh

উত্তরপ্রদেশ সরকার কোন শহরে একটি মন্দির যাদুঘর তৈরি করবে? - অযোধ্যা

কারেন্ট অ্যাফেয়ার্স, সেপ্টেম্বর 01, 2023

• ইতিহাসে আজকের দিনে •
1956 সালের 01 সেপ্টেম্বর জীবন বীমা কর্পোরেশন (LIC) প্রতিষ্ঠিত হয়।
  1. সম্প্রতি ‘গুজরাট’ রাজ্য সরকার ওবিসি সংরক্ষণ 10% থেকে বাড়িয়ে 27% করেছে।
  2. সম্প্রতি ক্যান্সার বিশেষজ্ঞ ডা. রবি কানন রামন ম্যাগসেসে পুরস্কার জিতেছেন।
  3. সম্প্রতি আসাম রাজ্যের ‘চোকুয়া চাল’ জিআই ট্যাগ পেয়েছে।
  4. সম্প্রতি ‘ত্রিপুরা’ রাজ্য সরকার মহিলাদের জন্য গোলাপী টয়লেট স্থাপনের ঘোষণা করেছে ।
  5. সম্প্রতি উত্তরপ্রদেশ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ‘কন্যা সুমঙ্গলা যোজনার’ পরিমাণ 15 হাজার থেকে বাড়িয়ে 25 হাজার করেছেন।
  6. সম্প্রতি ভারত মরিশাস ও ভুটানে ‘নন-বাসমতি সাদা চাল’ রপ্তানির অনুমতি দিয়েছে ।
  7. কোন দেশের প্রধানমন্ত্রী ‘ইউনিভার্সাল পেনশন স্কিম’ চালু করেছেন? – বাংলাদেশ
  8. ‘বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2023’ কোন দেশে শুরু হয়েছে? – হাঙ্গেরি
  9. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ‘আবুয়া আবাস যোজনা’ ঘোষণা করেছেন? – ঝাড়খণ্ড [77 তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের জন্য ‘আবুয়া আবাস যোজনা’ নামে একটি একচেটিয়া আবাসন উদ্যোগ প্রকাশ করেছেন। 15,000 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের লক্ষ্য হল আগামী দুই বছরের মধ্যে যোগ্য সুবিধাভোগীদের তিন কক্ষের ঘর দেওয়া।]
  10. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ‘মায়াম গ্রামের জীববৈচিত্র্য অ্যাটলাস’ উন্মোচন করেছেন? – গোয়া
  11. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা সার প্যাকেট প্রকল্প চালু করেছেন? – রাজস্থান
  12. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী রতন টাটাকে সরকারের প্রথম ‘উদ্যোগ রত্ন’ পুরস্কার প্রদান করেছেন? – মহারাষ্ট্র
  13. ‘স্টুডেন্ট পুলিশ ক্যাডেট স্কিম’ কোন রাজ্য চালু করেছে? – পাঞ্জাব সরকার



সেপ্টেম্বর মাসের সব দিবস

1 থেকে 7 সেপ্টেম্বর জাতীয় পুষ্টি সপ্তাহ
2 রা সেপ্টেম্বর বিশ্ব নারকেল দিবস
5 ই সেপ্টেম্বর শিক্ষক দিবস
5 ই সেপ্টেম্বর আন্তর্জাতিক Charity দিবস
7 ই সেপ্টেম্বর ব্রাজিলের স্বাধীনতা স্বাধীনতা দিবস
8 ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস (International Literacy Day)
10 ই সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস (World Suicide Prevention Day)
14 ই সেপ্টেম্বর হিন্দি দিবস
15 ই সেপ্টেম্বর ইঞ্জিনিয়ার্স দিবস
16 ই সেপ্টেম্বর বিশ্ব ওজোন দিবস
21 শে সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস (International Day of Peace)
22 শে সেপ্টেম্বর রোজ ডে (ক্যান্সার রোগীদের কল্যাণ)
27 শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস
সেপ্টেম্বর মাসের শেষ রবিবার বিশ্ব নদী দিবস
28 শে সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস
29 শে সেপ্টেম্বর বিশ্ব হার্ট ডে



Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top