Current Affairs September 01, 2023

কারেন্ট অ্যাফেয়ার্স, সেপ্টেম্বর 01, 2023

 

• ইতিহাসে আজকের দিনে •
1956 সালের 01 সেপ্টেম্বর জীবন বীমা কর্পোরেশন (LIC) প্রতিষ্ঠিত হয়।
  1. সম্প্রতি ‘গুজরাট’ রাজ্য সরকার ওবিসি সংরক্ষণ 10% থেকে বাড়িয়ে 27% করেছে।
  2. সম্প্রতি ক্যান্সার বিশেষজ্ঞ ডা. রবি কানন রামন ম্যাগসেসে পুরস্কার জিতেছেন।
  3. সম্প্রতি আসাম রাজ্যের ‘চোকুয়া চাল’ জিআই ট্যাগ পেয়েছে।
  4. সম্প্রতি ‘ত্রিপুরা’ রাজ্য সরকার মহিলাদের জন্য গোলাপী টয়লেট স্থাপনের ঘোষণা করেছে ।
  5. সম্প্রতি উত্তরপ্রদেশ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ‘কন্যা সুমঙ্গলা যোজনার’ পরিমাণ 15 হাজার থেকে বাড়িয়ে 25 হাজার করেছেন।
  6. সম্প্রতি ভারত মরিশাস ও ভুটানে ‘নন-বাসমতি সাদা চাল’ রপ্তানির অনুমতি দিয়েছে ।
  7. কোন দেশের প্রধানমন্ত্রী ‘ইউনিভার্সাল পেনশন স্কিম’ চালু করেছেন? – বাংলাদেশ
  8. ‘বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2023’ কোন দেশে শুরু হয়েছে? – হাঙ্গেরি
  9. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ‘আবুয়া আবাস যোজনা’ ঘোষণা করেছেন? – ঝাড়খণ্ড [77 তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের জন্য ‘আবুয়া আবাস যোজনা’ নামে একটি একচেটিয়া আবাসন উদ্যোগ প্রকাশ করেছেন। 15,000 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের লক্ষ্য হল আগামী দুই বছরের মধ্যে যোগ্য সুবিধাভোগীদের তিন কক্ষের ঘর দেওয়া।]
  10. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ‘মায়াম গ্রামের জীববৈচিত্র্য অ্যাটলাস’ উন্মোচন করেছেন? – গোয়া
  11. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা সার প্যাকেট প্রকল্প চালু করেছেন? – রাজস্থান
  12. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী রতন টাটাকে সরকারের প্রথম ‘উদ্যোগ রত্ন’ পুরস্কার প্রদান করেছেন? – মহারাষ্ট্র
  13. ‘স্টুডেন্ট পুলিশ ক্যাডেট স্কিম’ কোন রাজ্য চালু করেছে? – পাঞ্জাব সরকার



সেপ্টেম্বর মাসের সব দিবস

1 থেকে 7 সেপ্টেম্বর জাতীয় পুষ্টি সপ্তাহ
2 রা সেপ্টেম্বর বিশ্ব নারকেল দিবস
5 ই সেপ্টেম্বর শিক্ষক দিবস
5 ই সেপ্টেম্বর আন্তর্জাতিক Charity দিবস
7 ই সেপ্টেম্বর ব্রাজিলের স্বাধীনতা স্বাধীনতা দিবস
8 ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস (International Literacy Day)
10 ই সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস (World Suicide Prevention Day)
14 ই সেপ্টেম্বর হিন্দি দিবস
15 ই সেপ্টেম্বর ইঞ্জিনিয়ার্স দিবস
16 ই সেপ্টেম্বর বিশ্ব ওজোন দিবস
21 শে সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস (International Day of Peace)
22 শে সেপ্টেম্বর রোজ ডে (ক্যান্সার রোগীদের কল্যাণ)
27 শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস
সেপ্টেম্বর মাসের শেষ রবিবার বিশ্ব নদী দিবস
28 শে সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস
29 শে সেপ্টেম্বর বিশ্ব হার্ট ডে



Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top