Current Affairs August, 2023

কারেন্ট অ্যাফেয়ার্স, আগস্ট 2023

Awards and Honours, August – 2023
Awards পুরস্কার প্রাপক 
Empowered Women Icon Award’ মাইরা গ্রোভার
Reliance General Insurance Company Ltd (RGICL) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, মেঘালয় সরকার
Lokmanya Tilak National Award শ্রী নরেন্দ্র মোদী
Lifetime Achievement Award RICS সুভাষ রুনওয়াল
Gold Award ন্যাশনাল অটোমেটেড ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন সিস্টেম (NAFIS)
Harvard University’s George Ledlie Prize ভারতীয়-আমেরিকান অর্থনীতিবিদ রাজ চেট্টি
‘Udyog Ratna’ Award রতনটাটা
Gallantry awards রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
List of Summits and Conferences 2023
Name of the Summit স্থান 
G-20 EMPOWER গান্ধীনগর
G20 event of Global Food Regulators Summit মানেকশ অডিটোরিয়াম, নয়াদিল্লি
First-ever Global Summit গান্ধীনগর, গুজরাট
Russia-Africa Economic and Humanitarian সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া
BRICS Summit দক্ষিণ আফ্রিকা
 9th India International MSME Expo 2023 নতুন দিল্লি
 Y20 Summit বারাণসী





আগস্ট মাসের দিবস 

1 আগস্ট World Lung Cancer Day
2 আগস্ট বন্ধুত্ব দিবস
3 আগস্ট বিশ্ব সংস্কৃত দিবস
1-7 আগস্ট ওয়ার্ল্ড ব্রেস্টফিডিং সপ্তাহ
6 ই আগস্ট হিরোশিমা দিবস
9 ই আগস্ট নাগাসাকি দিবস
7 ই আগস্ট National Handloom day
8 ই আগস্ট Quit India Movement Day
9 ই আগস্ট International Day of the World’s Indigenous Peoples 2020
10 ই আগস্ট World Biofuel Day
12 আগস্ট World Elephant Day
12 আগস্ট International Youth Day
13 আগস্ট World Organ Donation Day
14 আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস
15 আগস্ট ভারতে স্বাধীনতা দিবস
17 আগস্ট ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবস
19 আগস্ট World Photography Day
19 আগস্ট World Humanitarian Day
20 আগস্ট Sadbhavna Diwas
20 আগস্ট Indian Akshay Urja Day
20 আগস্ট World Mosquito Day
17 আগস্ট  থেকে 21 আগস্ট “India Healthcare Week”
21 আগস্ট World Senior Citizen Day
23 আগস্ট International Day for the Remembrance of the Slave Trade and its Abolition
25 আগস্ট World Water Week August 25-30
29 আগস্ট National Sports Day
29 আগস্ট অন্ধ্রপ্রদেশে ‘তেলেগু ভাষা দিবস’
29 আগস্ট International Day against Nuclear Tests
30 আগস্ট Small Industry Day





কারেন্ট অ্যাফেয়ার্স 31 আগস্ট 2023

  1. সম্প্রতি ‘একতা কাপুর’ প্রথম ভারতীয় মহিলা যিনি আন্তর্জাতিক এমি পুরস্কার জিতেছেন।
  2. সম্প্রতি বেঙ্গালুরুতে ‘G20 ফরেস্ট হেলথ ওয়ার্কশপ’ উদ্বোধন করা হয়েছে।
  3. সম্প্রতি ‘উত্তরপ্রদেশ’ রাজ্য ক্ষুদ্র সেচ প্রকল্পে শীর্ষে রয়েছে।
  4. সম্প্রতি ‘পিভি সিন্ধু’ কে সেঞ্চুরি ম্যাট্রেস কোম্পানি তার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে।
  5. সম্প্রতি 30 আগস্ট ‘জাতীয় ক্ষুদ্র শিল্প দিবস’ পালিত হয়েছে।
  6. সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি নয়াদিল্লিতে বিশ্বের প্রথম 100% ‘ইথানল কার’ চালু করেছেন।
  7. সম্প্রতি ‘পারমিত সিং সুদ’ ইটি লিডারশিপ এক্সিলেন্স অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন।
  8. সম্প্রতি, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ভারতীয় ক্রিকেট দলের ঘরোয়া ম্যাচগুলির টাইটেল স্পন্সরশিপ স্বত্ব ব্যাংকিং সংস্থা ‘ আইডিএফসি ফার্স্ট’- কে দিয়েছে।
  9. সম্প্রতি, শ্রীলঙ্কার ক্যান্ডিতে পবিত্র দাঁতের রেলিক মন্দিরে বার্ষিক ‘কান্দি এসলা পেরাহারা’ উদযাপিত হচ্ছে।
  10. সম্প্রতি ‘ মিস আর্থ ইন্ডিয়া 2023’ খেতাব জিতেছেন ‘প্রিয়ন সেন’ ।
  11. সম্প্রতি ‘Zepto’ 2023 সালে ভারতের প্রথম ইউনিকর্ন স্টার্টআপ হয়ে উঠেছে।
  12. সম্প্রতি উত্তরপ্রদেশ রাজ্যের ‘অভিনিত মৌর্য’ ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ ‘মাউন্ট এলব্রাস’ জয় করেছেন।
রবীন্দ্রনাথ ঠাকুর ও রাখী বন্ধন
1905 সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন। তিনি কলকাতা, ঢাকা ও সিলেট থেকে হাজার হাজার হিন্দু ও মুসলিম ভাই ও বোনকে আহ্বান করেছিলেন একতার প্রতীক হিসাবে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য।
Important Books and Authors August 2023
Book Name Authors
Western Lane Chetna Maroo’s
Kargil: Ek Yatri Ki Jubani” Rishi Raj’s
How Prime Ministers Decide Neerja Chowdhury
Monsoon’ Abhay K
The Life, Vision and Songs of Kabir Vipul Rikhi
Pitchside: My Life in Indian Cricket’ Amrit Mathur’s Autobiography

কারেন্ট অ্যাফেয়ার্স 30 আগস্ট 2023

প্রশ্ন. ইন্ডিয়ান অয়েল এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করেছে?

উত্তরঃ সঞ্জীব কাপুর

প্রশ্ন. সম্প্রতি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2023-এ ‘গোল্ড মেডেল’ জিতে কে প্রথম ভারতীয় হয়েছেন?

উত্তরঃ নীরজ চোপড়া

প্রশ্ন. সম্প্রতি কে মিস আর্থ ইন্ডিয়া 2023 খেতাব জিতেছেন ?

উত্তরঃ প্রিয়ন সেন

প্রশ্ন. সম্প্রতি, কোন মিশনের সময় ISRO ‘ব্যোমিত্র’ নামে একটি মহিলা রোবট মহাকাশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে?

উত্তরঃ গগনযান মিশন

প্রশ্ন. সম্প্রতি কে 2023 সালে ভারতের প্রথম ইউনিকর্ন স্টার্টআপ হয়েছেন?

উত্তরঃ জেপটো

প্রশ্ন. সম্প্রতি কে দ্বিতীয়বারের মতো জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন?

উত্তর: এমারসন মানাঙ্গাগওয়া

প্রশ্ন. কে সম্প্রতি ডাচ গ্র্যান্ড প্রিক্স 2023 শিরোপা জিতেছেন ?

উত্তরঃ ম্যাক্স ভার্স্টাপেন

প্রশ্ন. রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সম্প্রতি কী চালু করতে চলেছে?

উত্তর: Jio Air Fiber

কারেন্ট অ্যাফেয়ার্স 28 আগস্ট 2023

01. নৌ মহড়া ‘মালাবার’-এর 27তম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছে? – অস্ট্রেলিয়া
02. কোন বিশ্ববিদ্যালয় প্রথম ‘সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ কাভাচ-2023’ জিতেছে? – জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়
03. প্রথম মহিলা ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন ? – স্পেন
04.  প্রথমবারের মতো উয়েফা সুপার কাপ জিতেছে – ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি
05. ভারত এবং কোন দেশ লাদাখের অবশিষ্ট সমস্যাগুলি সমাধান করতে সম্মত হয়েছে? – চীন
06. ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি ট্রফি জেতা খেলোয়াড় ? – লিওনেল মেসি
07. বিন্দেশ্বর পাঠক মারা গেছেন, তিনি কে ছিলেন? – সমাজ কর্মী
08. বয়কম 18 এর ডিজিটাল ব্যবসার নতুন সিইও কে হয়েছেন? কিরণ মণি
09. বলিভিয়ায় পরবর্তী ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? – বিশ্বাস সপকাল
10. ভারত এবং কোন দেশের মধ্যে 14তম জয়েন্ট গ্রুপ অফ কাস্টমস মিটিং অনুষ্ঠিত হয়েছে? – বাংলাদেশ

কারেন্ট অ্যাফেয়ার্স 27 আগস্ট 2023

01. ভারত কোন দেশের কাছে ডর্নিয়ার মেরিটাইম নজরদারি বিমান হস্তান্তর করেছে? – শ্রীলংকা
02. ভারতে প্রথম নাইট স্ট্রিট রেসিং সার্কিট কোথায় চালু হয়েছিল? – চেন্নাই
03. ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) এর বর্তমান চেয়ারম্যান কে? – এস সোমনাথ
04. ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়? ISRO 15 আগস্ট 1969 সালে প্রতিষ্ঠিত হয়েছিল
05. ভারতীয় কোস্ট গার্ড কোন দেশের কোস্ট গার্ডের সাথে এমওইউ স্বাক্ষর করেছে? – ফিলিপাইন
06. মালায়লাম নববর্ষ ‘চিংগাম’ কবে শুরু হয়? – 17 আগস্ট
07. ইয়ুথ 20 সামিট কোথায় অনুষ্ঠিত হবে? – বারাণসী
08. ইউরোপে নির্বিঘ্ন ভ্রমণের জন্য অ্যাক্সেসরেলের সাথে কারা অংশীদারিত্ব করেছে? এয়ার ইন্ডিয়া
09. 49তম জুনিয়র অ্যাকুয়াটিক চ্যাম্পিয়নশিপে রানা প্রতাপ জিতেছেন? – সোনা
10. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একটি নতুন নৌবাহিনীর যুদ্ধজাহাজ চালু করেছেন, এর নাম কী? – যুদ্ধজাহাজ ‘বিন্ধ্যগিরি’

কারেন্ট অ্যাফেয়ার্স 26 আগস্ট 2023

প্রশ্ন – সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘দ্য গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ অনার’ দিয়ে সম্মানিত করেছেন?

প্রশ্ন – সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘দ্য গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ অনার’ দিয়ে সম্মানিত করেছেন?
উত্তর – গ্রীস [প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 40 বছরে গ্রিস সফর করা প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী]

  • গ্রিস ইউরোপ মহাদেশের দক্ষিণ-পূর্ব অংশের একটি রাষ্ট্র যা বলকান উপদ্বীপের একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত।
  • রাজধানী – এথেন্স
  • মুদ্রা: ইউরো

প্রশ্ন – সম্প্রতি কোন রাজ্য সরকার প্লাস্টিকের জলের বোতল নিষিদ্ধ করে একটি বিজ্ঞপ্তি জারি করেছে?
উত্তর-
 আসাম

প্রশ্ন – সম্প্রতি কোথায় নাচের পিকাচু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে?
উত্তর-
 জাপান

প্রশ্ন- সীমা দেব সম্প্রতি মারা গেছেন, তিনি কে ছিলেন?
উত্তর-
অভিনেত্রী, প্রবীণ মারাঠি অভিনেত্রী

প্রশ্ন – সম্প্রতি ই-গভর্নেন্সের 26তম জাতীয় সম্মেলন কোথায় শুরু হয়েছে?
উত্তর-
 নয়াদিল্লি

প্রশ্ন – কোন রাজ্য সরকার সম্প্রতি লাকি বিল অ্যাপ চালু করেছে?
উত্তর-
 কেরালা

প্রশ্ন – সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী স্কুলের জন্য বর্ধিত প্রাতঃরাশ প্রকল্প চালু করেছেন?
উত্তর-
 তামিলনাড়ু

 

কারেন্ট অ্যাফেয়ার্স 25 আগস্ট 2023

প্রশ্ন – সম্প্রতি কে ইনফোসিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন?
উত্তর – রাফায়েল নাদাল

  • ইনফোসিস একটি ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থা। এটি ভারতের অন্যতম পুরনো এবং প্রধান তথ্যপ্রযু্ক্তি সংস্থা।
  • Founders: N. R. Narayana Murthy, Nandan Nilekani,
  • CEO: Salil Parekh
  • Headquarters: Bengaluru
  • Founded:  1981, Pune

National Film Awards 2023 

নয়াদিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে 69তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের খ্যাতিমান বিজয়ীদের সন্মান জানানো হয়েছে

  • Best Feature Film: Rocketry
    Best Director: Nikhil Mahajan, Godavari
    Best Popular Film Providing Wholesome Entertainment: RRR
    Nargis Dutt Award for Best Feature Film on National Integration: The Kashmir Files
    Best Actor: Allu Arjun, Pushpa
    Best Actress: Alia Bhatt, Gangubai Kathiawadi and Kriti Sanon, Mimi

প্রশ্ন – সম্প্রতি তেজস কোথায় সফলভাবে আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে?
উত্তর – গোয়া

প্রশ্ন – সম্প্রতি পুষ্টি সচেতনতা সূচক 2023-এ কোন রাজ্য শীর্ষে আছে?
উত্তর- পাঞ্জাব

প্রশ্ন – সম্প্রতি ই-গভর্নেন্স সংক্রান্ত 26তম জাতীয় সম্মেলন কোথায় শুরু হয়েছে?
উত্তর- ইন্দোর

প্রশ্ন – সম্প্রতি প্রকাশিত ক্লিন এয়ার সার্ভে 2023-এ কোন শহর শীর্ষে আছে?
উত্তর- ইন্দোর

প্রশ্ন – সম্প্রতি কোন রাজ্যে মুখ্যমন্ত্রী শিখন কামাও যোজনা চালু হয়েছে?
উত্তর – মধ্যপ্রদেশ

প্রশ্ন – সম্প্রতি পুরুষদের 25 মিটার ইভেন্টে ভারতীয় শুটার আমানপ্রীত সিং কোন পদক জিতেছেন?
উত্তর – স্বর্ণ

কারেন্ট অ্যাফেয়ার্স 24 আগস্ট 2023

ইতিহাসে আজকের দিনে

1690 : ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে কলকাতায় পা রেখেছিলেন জব চার্নক
 2024 সাল থেকে  আর্জেন্টিনা, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহিও ব্রিকসের সদস্য হবে।

  • বর্তমানে 5 সদস্য দেশের আদ্যক্ষরের ভিত্তিতে এই আন্তর্জাতিক সহযোগী গোষ্ঠীর নাম ব্রিকস(ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা)।

চন্দ্রযানের সাফল্য নিয়ে প্রস্তাব আনা হয়েছে রাজ্য বিধানসভায়।

  • দেশের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গ বিধানসভাতেই এই নিয়ে প্রস্তাব আনা হয়েছে ।

ভারতের কুস্তি ফেডারেশন সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য বাতিল করে দিল ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং। 

  • ভারতের কুস্তি খেলোয়াড় – রবি ডাহিয়া , বজরং পুনিয়া , সুশীল কুমার

সম্প্রতি সেরা মৌলিক গল্পের পুরস্কার কে জিতেছেন?
উত্তর-
 শিহান শওকত

প্রশ্ন- কোন দেশ সম্প্রতি চাঁদে অবতরণকারী চতুর্থ দেশ হয়েছে?
উত্তর-
 ভারত

 

প্রশ্ন – সম্প্রতি ‘খেলো ইন্ডিয়া উইমেনস লিগ’ নামে কী নামকরণ করা হয়েছে?

 

উত্তর- অস্মিতা মহিলা লীগ

প্রশ্ন – সম্প্রতি কোন রাজ্য সরকার আয়ুষ্মান ভারত প্রকল্পে সাফাই কর্মচারিদের অন্তর্ভুক্ত করেছে?
উত্তর –
 হিমাচল প্রদেশ

প্রশ্ন – সম্প্রতি বিশ্ব প্যারা পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে ভারত প্রথমবার কোন পদক জিতেছে?
উত্তর –
 স্বর্ণ

প্রশ্ন – সম্প্রতি শ্রেথা থাভিসিন কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন?
উত্তর-
 থাইল্যান্ড

প্রশ্ন – সম্প্রতি বিশ্বের নতুন সর্বোচ্চ মোটরযোগ্য সড়কের নির্মাণ কাজ কোথায় শুরু হয়েছে?
উত্তর-
 লাদাখ

কারেন্ট অ্যাফেয়ার্স 23 আগস্ট 2023

***নির্বাচন কমিশনের ‘জাতীয় আইকন’ হলেন শচীন তেন্ডুলকর। শচীনের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে কমিশন। ***
ভোটদান সংক্রান্ত সচেতনতা প্রচারের কাজ করবেন শচীন।

2019 সালে কমিশনের জাতীয় আইকন ছিলেন, এমএস ধোনি, আমির খান ও মেরী কম। 

**ভারতে অনুষ্ঠিত হতে চলা জি-20 সামিটে যোগ দেবেন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন**

উল্লেখ্য, 2022 এর পয়লা ডিসেম্বর থেকে 2023 -এর 30 নভেম্বর পর্যন্ত এক বছরের জন্য G20-তে সভাপতিত্বের দায়িত্বে রয়েছে ভারত।

প্রশ্ন – সম্প্রতি UIDAI-এর part time চেয়ারম্যান কে হয়েছেন?
উত্তর –
 নীলকান্ত মিশ্র

About UIDAI
Full form :- The Unique Identification Authority of India (UIDAI)

Headquarters: New Delhi

Founded: 28 January 2009, India

Founder: Government of India

প্রশ্ন – সম্প্রতি নৌ মহড়া ‘মালাবার’-এর 27 তম আসর কোথায় অনুষ্ঠিত হয়েছে?
উত্তর-
 অস্ট্রেলিয়া

প্রশ্ন – কোন রাজ্য সরকার NEP 2020 বাতিল করে একটি নতুন শিক্ষা নীতি তৈরি করবে?
উত্তর-
 কর্ণাটক

প্রশ্ন – সম্প্রতি সিঙ্গাপুর গণিত অলিম্পিয়াডে তিরুপতির ‘রাজা অনিরুধ শ্রীরাম’ কোন পদক জিতেছেন ?
উত্তর –
 রৌপ্য

প্রশ্ন – সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম ডিস্যালিনেশন প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন?
উত্তর-
 তামিলনাড়ু

কারেন্ট অ্যাফেয়ার্স 22 আগস্ট 2023

1. রাহুল দ্রাবিড়কে ভারত পেট্রোলিয়ামের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হয়েছে।

Recent Brand Ambassador
Shraddha Kapoor – Asics India Private Limited (a sports gear company)
Rashmika Mandanna – Printer company Epson India
Smriti Mandhana – Wrangler brand
Hrithik Roshan – Zebronics TV
Sachin Tendulkar – Smile Ambassador by Maharashtra government
Sourav Ganguly – Tripura Tourism
Virat Kohli – Duroflex (mattress and sleep products maker)
Alia Bhatt – Gucci’s First Indian Global Ambassador
Ayushmann Khurrana – Wakefit (Manufacturer of mattresses)
Rishabh Pant – Star Sports Believe Ambassadors

2. এশিয়ান জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে ভারতের আনাহাত সিং সোনা জিতেছেন । 

3. গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বড়দলই আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হয়েছে ‘ডিজিযাত্রা’র (Digi Yatra) সুবিধা। এই প্রথম উত্তরপূর্ব ভারতের কোন বিমানবন্দরে এই সুবিধা চালু হয়েছে । এর ফলে সুবিধা হবে যাত্রীদের। তাদের এখন থেকে আর বিমানবন্দরের লাউঞ্জে প্রবেশ করার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে না।

 

4. মহারাষ্ট্র সরকার মুম্বাইতে প্রথম প্রো গোবিন্দ লিগ আয়োজন করবে । প্রো কাবাডি লিগের আদলে প্রো গোবিন্দ লিগ অনুষ্ঠিত হবে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে 2022 সালে জন্মাষ্টমী উপলক্ষে দহি-হান্ডিকে মহারাষ্ট্রে একটি খেলা হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন।

মহারাষ্ট্র সম্পর্কে
রাজধানী – মুম্বাই
মুখ্যমন্ত্রী – একনাথ সিন্ধে
উপ-মুখ্যমন্ত্রী – দেবেন্দ্র ফড়নবীস এবং অজিত পাওয়ার
রাজ্যপাল – রমেশ বাইশ

5. কমলেশ ভার্শনি, অমরজিত সিং SEBI সার্বক্ষণিক সদস্য (whole-time members) হিসাবে নিযুক্ত হয়েছেন । 

About Securities and Exchange Board of India (SEBI)
Founded – 12 April 1988
Act – 1992
Headquarters – Mumbai
Chairman – Madhabi Puri Buch
SEBI Set up – Uday Kotak committee




কারেন্ট অ্যাফেয়ার্স 21 আগস্ট 2023

প্রশ্ন. ‘বিশ্ব মানবিক দিবস’ (World Humanitarian Day) কবে পালিত হয়?

উত্তর: 19 জুলাই

প্রশ্ন. বিশ্বের প্রথম ‘3D অগ্নি বান রকেট’ (3D Printed Rocket) কোথা থেকে উৎক্ষেপণ করা হবে?

উত্তরঃ শ্রীহরিকোটা

প্রশ্ন. কোন রাজ্য সরকার ‘স্টার্টআপ ফেস্ট 2023’ আয়োজন করবে?

উত্তরঃ আসাম

প্রশ্ন. দেশের প্রথম ‘3D প্রিন্টেড পোস্ট অফিস’ সম্প্রতি কোথায় খোলা হয়েছে?

উত্তরঃ ব্যাঙ্গালোর

প্রশ্ন. সম্প্রতি জর্ডানে অনুষ্ঠিত অনূর্ধ্ব-20 মহিলা বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে কে স্বর্ণপদক জিতেছেন ?

উত্তরঃ প্রিয়া মালিক

প্রশ্ন. কোন দল সম্প্রতি UEFA সুপার কাপ 2023 শিরোপা জিতেছে?

উত্তরঃ ম্যানচেস্টার সিটি

প্রশ্ন. রিয়েল-টাইম বন্যা আপডেটের জন্য ভারত সরকার সম্প্রতি কোন অ্যাপ চালু করেছে?

উত্তরঃ ফ্লাড ওয়াচ অ্যাপ

প্রশ্ন. কোন রাজ্য সরকার সম্প্রতি ‘Cucina Mane’ স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে?

উত্তরঃ কর্ণাটক

FIFA World Cup
Sl.No Year Venue
1 2022 Qatar
2 2026 Canada, Mexico, United States.




কারেন্ট অ্যাফেয়ার্স 20 আগস্ট 2023

প্রশ্ন. ভারতের প্রথম ‘ড্রোন টেস্টিং সেন্টার’ কোন রাজ্যে খোলা হবে?

উত্তরঃ তামিলনাড়ু

প্রশ্ন. সম্প্রতি ভারত সামুদ্রিক নজরদারির জন্য কোন দেশের কাছে ‘ড্রোনিয়ার 228’ বিমান হস্তান্তর করেছে?

উত্তরঃ শ্রীলঙ্কা

প্রশ্ন. সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় কোন প্রচারণা শুরু করেছে?

উত্তরঃ ‘PM USHA’

প্রশ্ন. সম্প্রতি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (ADB) কোন রাজ্যে ইন্টিগ্রেটেড আর্লি চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম এবং মাতৃ মানসিক স্বাস্থ্য কর্মসূচির জন্য $40.5 মিলিয়ন ঋণ অনুমোদন করেছে?

উত্তরঃ মেঘালয়

প্রশ্ন. সম্প্রতি ভারতীয় বংশোদ্ভূত অর্থনীতিবিদ রাজচেট্টি হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের কোন পুরস্কারে সম্মানিত হয়েছেন?

উত্তরঃ জর্জ লেডলি পুরস্কার

প্রশ্ন. সম্প্রতি কেন্দ্রীয় সরকার 2027 সালের লক্ষ্য নির্ধারণ করেছে কোন রোগ নির্মূল করতে?

উত্তরঃ লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস

প্রশ্ন. কোন রাজ্য সরকার সম্প্রতি বিনামূল্যে ওনাম কিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে?

উত্তরঃ কেরালা

প্রশ্ন. সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন প্রচারণা শুরু করেছেন?

উত্তরঃ ‘আমার বাংলা, নেশামুক্ত বাংলা’

প্রশ্ন. কোন কোম্পানী সম্প্রতি IIT দিল্লি ক্যাম্পাসে জেনারেটিভ AI-তে একটি ‘সেন্টার অফ এক্সিলেন্স’ চালু করেছেন?

উত্তরঃ উইপ্রো

18 August, 2023
01. ভারতীয় মহিলা কুস্তিগীর প্রিয়া মালিক জর্ডনে 2023 U20 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন।
প্রিয়া মালিক হরিয়ানার বাসিন্দা।
02. কেন্দ্রীয় সরকার মোবাইল সিম কার্ড ডিলারদের বায়োমেট্রিক ভেরিফিকেশন বাধ্যতামূলক করেছে৷
ভারতের কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী – অশ্বিনী বৈষ্ণব
03. কেন্দ্রীয় জল কমিশনের চেয়ারম্যান কুশবেন্দ্র ভোহরা মোবাইল অ্যাপ্লিকেশন “ফ্লাডওয়াচ” চালু করেছেন।
এটি বাস্তব সময়ের ভিত্তিতে বন্যা পরিস্থিতি এবং 7 দিন পর্যন্ত পূর্বাভাস সম্পর্কিত তথ্য সরবরাহ করতে সহায়তা করবে।
04. চাঁদের কক্ষপথে প্রদক্ষিণ শেষ হওয়ার পর অবশেষে সফলভাবে চন্দ্রযান-৩ এর প্রোপালশন মডিউল থেকে আলাদা হয়েছে ল্যান্ডার ‘বিক্রম’ ।
Chandrayaan-1, launched on 22 October 2008
Chandrayaan-2 was launched on 22 July 2019
Chandrayaan-3 was launched on 14 July 2023
05. বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বজনীন পেনশন স্কিম চালু করেছেন,
লক্ষ্য – 18 বছরের বেশি বয়সী নাগরিকদের পেনশন কভারেজের আওতায় আনা।
06. তামিলনাড়ু সরকার এবং আরআরপিএল দ্বারা চেন্নাইতে একটি নতুন স্ট্রিট সার্কিট চালু করা হয়েছে, যেখানে নাইট রেসও অনুষ্ঠিত হবে।
07. ভারতের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক এবং অস্ট্রেলিয়া সরকারের স্বাস্থ্য ও বয়স্ক পরিচর্যা বিভাগের মধ্যে খেলাধুলায় সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক অনুমোদিত হয়েছে।
08. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ‘মাদকমুক্ত ভারত অভিযান’-এর অধীনে ‘মেরা বেঙ্গল, নশা মুক্ত বেঙ্গল’ অভিযান শুরু করেছেন।
09. প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থার (DRDO) প্রাক্তন চেয়ারম্যান ভি.এস. অরুণাচলম প্রয়াত হয়েছেন ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top