List of 75 Ramsar Sites in India

ভারতের 75 টি রামসার সাইট

ভারতের 75 টি রামসার সাইট

নং রামসার সাইট

অবস্থান

1 পূর্ব কলকাতা জলাভূমি পশ্চিমবঙ্গ
2 সুন্দরবন জলাভূমি পশ্চিমবঙ্গ
3 দিপর বিল আসাম
4 ভেম্বানদ কয়াল জলাভূমি কেরালা
5 অষ্টমুদি জলাভূমি কেরালা
6 সস্থামকোট্টা হ্রদ কেরালা
7 উলার হ্রদ জম্মু ও কাশ্মীর
8 হোকেরা জলাভূমি জম্মু ও কাশ্মীর
9 সুরিনসার মনসার হ্রদ জম্মু ও কাশ্মীর
10 হাইগাম জলাভূমি কনজারভেশন রিজার্ভ জম্মু ও কাশ্মীর
11 শালবুগ জলাভূমি কনজারভেশন রিজার্ভ জম্মু ও কাশ্মীর
12 চিল্কা হ্রদ ওড়িশা
13 ভেতরকণিকা ম্যানগ্রোভ ওড়িশা
14 সাতকোশিয়া ঘাট ওড়িশা
15 তাম্পারা হ্রদ ওড়িশা
16 হীরাকুদ জলাধার ওড়িশা
17 আনশুপা হ্রদ ওড়িশা
18 চন্দ্র তাল হিমাচলপ্রদেশ
19 পং ড্যাম হ্রদ হিমাচলপ্রদেশ
20 রেণুকা হ্রদ হিমাচলপ্রদেশ
21 Asan Conservation Reserve উত্তরাখণ্ড
22 Beas Conservation Reserve পাঞ্জাব
23 হরিকা জলাভূমি পাঞ্জাব
24 রোপার জলাভূমি পাঞ্জাব
25 কেশোপুর মিয়ানি কমিউনিটি রিজার্ভ পাঞ্জাব
26 কাঞ্জলি জলাভূমি পাঞ্জাব
27 নঙ্গল বন্যপ্রাণী অভয়ারণ্য পাঞ্জাব
28 ভোজ জলাভূমি মধ্যপ্রদেশ
29 সখ্য সাগর মধ্যপ্রদেশ
30 সিরপুর জলাভূমি মধ্যপ্রদেশ
31 যশবন্ত সাগর মধ্যপ্রদেশ
32 সম্বর হ্রদ রাজস্থান
33 কেওলাদেও ন্যাশনাল পার্ক রাজস্থান
34 সমন পক্ষী অভয়ারণ্য উত্তরপ্রদেশ
35 সমসপুর পক্ষী অভয়ারণ্য উত্তরপ্রদেশ
36 নবাবগঞ্জ পক্ষী অভয়ারণ্য উত্তরপ্রদেশ
37 পার্বতী অর্ঘ্য পক্ষী অভয়ারণ্য উত্তরপ্রদেশ
38 স্যান্ডি পক্ষী অভয়ারণ্য উত্তরপ্রদেশ
39 সুর সরোবর উত্তরপ্রদেশ
40 ঊর্ধ্ব গঙ্গা নদী উত্তরপ্রদেশ
41 সরসাই নবার ঝিল উত্তরপ্রদেশ
42 বাখিরা বন্যপ্রাণী অভয়ারণ্য উত্তরপ্রদেশ
43 হায়দেরপুর জলাভূমি উত্তরপ্রদেশ
44 কার্বাতাল জলাভূমি বিহার
45 লোনার হ্রদ মহারাষ্ট্র
46 নন্দুর মধমেশ্বর মহারাষ্ট্র
47 থানে ক্রিক মহারাষ্ট্র
48 রুদ্রসাগর জলাভূমি ত্রিপুরা
49 কোলেরু হ্রদ অন্ধ্রপ্রদেশ
50 লোকটাক হ্রদ মণিপুর
51 নল সরোবর পক্ষী অভয়ারণ্য গুজরাট
52 খিজাদিয়া বন্যপ্রাণী অভয়ারণ্য গুজরাট
53 থোল হ্রদ বন্যপ্রাণী অভয়ারণ্য গুজরাট
54 ওয়াধভানা জলাভূমি গুজরাট
55 Point Calimere Wildlife and Bird Sanctuary তামিলনাড়ু
56 কারিকিলি পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ু
57 পল্লীকরণই মার্শ রিজার্ভ ফরেস্ট তামিলনাড়ু
58 পিচাভরম ম্যানগ্রোভ ফরেস্ট তামিলনাড়ু
59 কুন্থনকুলাম পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ু
60 মান্নার মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ উপসাগর তামিলনাড়ু
61 ভেম্বান্নুর জলাভূমি কমপ্লেক্স তামিলনাড়ু
62 ভেলোড পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ু
63 বেদান্থঙ্গল পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ু
64 উদয়মর্থন্দপুরম পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ু
65 চিত্রাঙ্গুড়ি পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ু
66 সুচিন্দ্রাম থেরুর জলাভূমি কমপ্লেক্স তামিলনাড়ু
67 ভাদুভুর পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ু
68 কাঞ্জিরানকুলাম পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ু
69 সুলতানপুর জাতীয় উদ্যান হরিয়ানা
70 ভিন্দাবাস বন্যপ্রাণী অভয়ারণ্য হরিয়ানা
71 Tsomoriri লাদাখ
72 Tso Kar Wetland লাদাখ
73 পালা জলাভূমি মিজোরাম
74 নন্দা হ্রদ গোয়া
75 রঙ্গনাথিটু পক্ষী অভয়ারণ্য কর্ণাটক
  • রামসার সাইট হল জলাভূমি। অর্থাৎ রামসার কনভেনশনের অধীনে তালিকাভুক্ত সমস্ত জলাভূমিকে রামসার সাইট বলা হয়ে থাকে।
  • রামসার কনভেনশন অন ওয়েটল্যান্ডস, 1971 : এটি জলাভূমি সংরক্ষণ এবং সুসংগত ব্যবহারের জন্য একটি আন্তর্জাতিক চুক্তি, যা জলাভূমির মৌলিক পরিবেশগত কার্যাবলী এবং তাদের অর্থনৈতিক, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক এবং বিনোদনমূলক মূল্যকে স্বীকৃতি দেয়।
  • এটি 1 ফেব্রুয়ারি 1982 সালে ভারতে কার্যকর হয়।
  • রামসার দর্শনের মূল প্রতিপাদ্য হল জলাভূমির “বিচক্ষণ ব্যবহার”।
  • বিশ্ব জলাভূমি দিবস: প্রতি বছর 2 রা ফেব্রুয়ারি পালিত হয়।
  • ভারতের বৃহত্তম রামসার সাইট: পশ্চিমবঙ্গের সুন্দরবন জলাভূমি (4220 বর্গ-কিমি)।
  • ভারতের সবচেয়ে ছোট রামসার সাইট: হিমাচল প্রদেশের রেণুকা জলাভূমি (2 বর্গ কিমি)।
  • সর্বাধিক সংখ্যক রামসার সাইট যুক্ত রাজ্য: তামিলনাড়ু

■ ভারতের রামসার সাইট এর সংখ্যাঃ 75 টি।

Thank You.



 



Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top