Food SI GK Set 14

Food SI GK Set 14 (50 Questions)

আসন্ন Food SI পরীক্ষার কথা মাথায় রেখে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন পেয়ে যাবে সিলেবাস অনুযায়ী 50 টি প্রশ্ন ও উত্তর MCQ এর আকারে ঠিক এরকম করে। দেখে নাও আজকের 50 টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।

01. স্নেলের সূত্র প্রকাশ করে

[A] আলোর সরলরৈখিক গতি
[B] আলোর প্রতিফলন
[C] আলোর প্রতিসরণ
[D] এর কোনোটিই নয়

Show Answer
Ans – [C]

 

02. সুপারসনিক জেট প্লেনগুলি—

[A] শব্দের চেয়েও দ্রুত চলতে পারে
[B] সর্বোচ্চ শব্দের বেগে চলতে পারে
[C] শব্দের বেগে চলতে পারে না
[D] আলোর বেগে চলতে পারে

Show Answer
Ans – [A]

 

03. কোন্ উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক?

[A] 0°C
[B] 2°C
[C] 4°C
[D] 10°C

Show Answer
Ans – [C]

 

04. কোনো বস্তুকে হাতে ধরে নীচের দিকে নামানো হচ্ছে। এই অবস্থায় প্রযুক্ত বলের বিপক্ষে কার্য হচ্ছে, কারণ—

[A] প্রযুক্ত বলের অভিমুখ নীচের দিকে
[B] বস্তুর ওপর অভিকর্ষ বলের অভিমুখ নীচের দিকে
[C] বস্তুর সরণের অভিমুখ নীচের দিকে
[D] বস্তুর ওপর প্রযুক্ত বলের অভিমুখ ওপরের দিকে কিন্তু বস্তুর সরণ নীচের দিকে

Show Answer
Ans – [D]

 





05. রেল লাইন নির্মাণের সময় দুটো রেল যেখানে মিলিত হয় সেখানে একটু ফাঁকা রাখা হয় কেন?

[A] লোহা সাশ্রয় করার জন্য
[B] গ্রীষ্মকালে রেললাইনের তাপমাত্রা বৃদ্ধি হ্রাস করার জন্য
[C] রেলগাড়ি চলার সময় খট খট শব্দ করার জন্য
[D] তাপীয় প্রসারণের জন্য রেল লাইনের বিকৃতি পরিহার করার জন্য

Show Answer
Ans – [D]

 

06. কলমের খালি মুখে ফুঁ দিলে কি ঘটে?

[A] যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়
[B] শব্দ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়
[C] স্থিতিশক্তি গতি শক্তিতে রূপান্তরিত হয়
[D] বায়ু শব্দ শক্তির সৃষ্টি করে

Show Answer
Ans – [A]

 

07. হরপ্পা সভ্যতার আবিষ্কারক কে ?

[A] দয়ারাম সাহানি
[B] রাখালদাস বন্দ্যোপাধ্যায়
[C] এস আর রাও
[D] এম এস ভেস্তা

Show Answer
Ans – [A]

 

08. ভারতীয় সংবিধান গৃহীত হয়

[A] 1950 সালের 26 শে জানুয়ারি
[B] 1949 সালের 26 শে জানুয়ারী
[C] 1949 সালের 26 শে নভেম্বর
[D] 1949 সালের 31 শে ডিসেম্বর

Show Answer
Ans – [C]
09. জনসংখ্যা অনুসারে, ভারতের বৃহত্তম রাজ্য নিচের কোনটি?

[A] অরুণাচল প্রদেশ
[B] সিকিম
[C] উত্তরপ্রদেশ
[D] বিহার

Show Answer
Ans – [C]

 

10. বায়ুর চাপ পরিমাপকারী যন্ত্রের নাম কী ?

[A] হাইগ্রোমিটার
[B] সিসমোগ্রাফ
[C] ব্যারোমিটার
[D] অ্যানিমোমিটার

Show Answer
Ans – [C]

 

11. প্রতি বছর সারা বিশ্ব জুড়ে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় ?

[A] 5 ই জুন
[B] 22 শে এপ্রিল
[C] 7 ই এপ্রিল
[D] 21 শে মার্চ

Show Answer
Ans – [A]

 

12. সর্বশিক্ষা অভিযান প্রকল্প চালু যখন চালু হয় তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন –

[A] রাজীব গান্ধী
[B] নরেন্দ্র মোদী
[C] অটল বিহারী বাজপেয়ী
[D] ড: মনমোহন সিং

Show Answer
Ans – [C]

 

13. আসল হীরা চেনার উপায় কি?

[A] এর ভিতর দিয়ে রঞ্জনরশ্মি বা এক্স-রশ্মি (X-ray)  যেতে পারে না
[B] ইহা রঞ্জনরশ্মি বা এক্স-রশ্মি (X-ray) শোষণ করে নেয়
[C] এর ভিতর দিয়ে রঞ্জনরশ্মি বা এক্স-রশ্মি (X-ray)  যেতে পারে
[D] ইহা উপরের চাচচিক্য ও সৌন্দর্য দেখে

Show Answer
Ans – [A]

 

14. ডাইন কিসের একক

[A] বল
[B] দ্রুতি
[C] ত্বরণ
[D] ভরবেগ

Show Answer
Ans – [A]

 

15. শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র-

[A] অডিওমিটার
[B] অ্যামিটার
[C] অডিওফোন
[D] অলটিমিটার

Show Answer
Ans – [A]

 

16. যখন কোন বস্তুকে বিষুবরেখা থেকে মেরুতে নেওয়া হয় তখন তার ওজন-

[A] কমে
[B] বাড়ে
[C] অর্ধেক হয়
[D] একই থাকে

Show Answer
Ans – [B]

 

17. ডিমকে দুই হাতে চেপে ভাঙ্গা যায়না কেন?

[A] ডিম খুব শক্ত আবরণীযুক্ত
[B] ডিম বহিরাবরণী পিচ্ছিল বলে তাতে চাপ দেওয়া কষ্টকর
[C] ডিম বক্র বহিরাবরণী খুব ঘাতসহ বলে তা সহজে ভাঙ্গে না
[D] ডিমকে চাপ দিলে ব্যথা অনুভূত হয় বলে চাপও কম পড়ে

Show Answer
Ans – [C]

 

18. ‘আলোকবর্ষ’ হল

[A] এক বছরে সূর্য যে আলো বিকিরণ করে ।
[B] সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে যে সময় লাগে
[C] শূন্যস্থানে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে ।
[D] সূর্যের চারদিকে এক বার ঘুরতে পৃথিবীর যে সময় লাগে ।

Show Answer
Ans – [C]

 

19. ভারতের সবচেয়ে পুরাতন তৈলক্ষেত্র কি ?

[A] মোরান
[B] বম্বে-হাই
[C] ডিগবয়
[D] আংক্লেশ্বর

Show Answer
Ans – [C]

 

20. ভারতে ‘Right to Information Act’ কবে গৃহীত হয় ?

[A] 2005
[B] 2006
[C] 2007
[D] 2008

Show Answer
Ans – [A]

 





21. তেঁতুলে কোন অ্যাসিড থাকে ?

[A] টারটারিক অ্যাসিড
[B] ল্যাকটিক অ্যাসিড
[C] সাইট্রিক অ্যাসিড
[D] ম্যালিক অ্যাসিড

Show Answer
Ans – [A]

 

22. নীচের যে মৌলটিকে মেন্ডেলিফ ‘দুষ্ট মৌল’ আখ্যা দেন।

[A] ইউরেনিয়াম
[B] ফেরিয়াম
[C] হাইড্রোজেন
[D] ফ্লুরিন

Show Answer
Ans – [C]

 

23. কোন কণার সবচেয়ে হালকা অংশটি হলো–

[A] প্রোটন
[B] নিউট্রন
[C] ইলেক্ট্রন
[D] কোনোটিই নয়

Show Answer
Ans – [C]

 

24. সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস হল—

[A] আর্গন
[B] নিয়ন
[C] হিলিয়াম
[D] হাইড্রোজেন

Show Answer
Ans – [C]

 

25. পর্যায় সারণির একই শ্রেণির উপর থেকে যত নীচের দিকে যাওয়া যায় পরমাণুর আয়তন

[A] কমতে থাকে
[B] বৃদ্ধি পেতে থাকে
[C] একই থাকে
[D] কখনও বৃদ্ধি পায় আবার কখনও হ্রাস পায়

Show Answer
Ans – [B]

 

26. যে ভিটামিনের অভাবে মানবদেহে স্কার্ভি রোগ হয়, সেটি হল

[A] ভিটামিন A
[B] ভিটামিন B
[C] ভিটামিন C
[D] ভিটামিন D

Show Answer
Ans – [C]

 

27. মানুষের দেহের পিত্তরস কোন্ খাদ্য পরিপাকে সাহায্য করে ?

[A] কার্বোহাইড্রেট
[B] প্রোটিন
[C] ফ্যাট
[D] সবকটি

Show Answer
Ans – [C]

 

28. কোন শিরা অধিক অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে?

[A] ফুসফুসীয় শিরা
[B] হেপাটিক শিরা
[C] সিস্টেমিক শিরা
[D] হেপাটিক পোর্টাল শিরা

Show Answer
Ans – [A]

 

29. “নট” কিসের একক?

[A] আলো
[B] গতিবেগ
[C] দূরত্ব
[D] আয়তন

Show Answer
Ans – [B]

 

30. নীচের কোনটি মিশ্রগ্রন্থি?

[A] অগ্ন্যাশয়
[B] যকৃৎ
[C] পিটুইটারি
[D] থাইরয়েড

Show Answer
Ans – [A]

 

31. মানুষের সুষুম্নাস্নায়ুর সংখ্যা কত?

[A] 31 জোড়া
[B] 13 জোড়া
[C] 12 জোড়া
[D] 10 জোড়া

Show Answer
Ans – [A]

 

32. গলগন্ড বা গয়টার রোগটি নিচের কোন খনিজের অভাবে হয়?

[A] আয়রন
[B] পটাশিয়াম
[C] ক্লোরিন
[D] আয়োডিন

Show Answer
Ans – [D]

 

33. কালাজ্বর রোগটির জন্য দায়ী—

[A] প্রোটোজোয়া
[B] ভাইরাস
[C] ব্যাকটিরিয়া
[D] ছত্রাক

Show Answer
Ans – [A]

 

34. তারাদের ঝিকিমিকি করার কারণ হল

[A] এদের বিশাল দূরত্ব ও বায়ুর ঝড়
[B] পৃথিবীর ঘূর্ণন
[C] তারাদের বিশাল আকার
[D] এদের বিশাল দূরত্ব ও বায়ুর ঘনত্বের হ্রাসবৃদ্ধি

Show Answer
Ans – [D]

 

35. সৌর শক্তির উৎস হল —

[A] পারমাণবিক সংযোজন
[B] পারমাণবিক বিভাজন
[C] তেজস্ক্রিয় ক্ষয়
[D] আলোক তড়িৎ ক্রিয়া

Show Answer
Ans – [A]

 

36. কোন ব্যক্তির অ্যালকোহলে আসক্তির জন্য লিভার ক্ষতিগ্রস্ত হয় কারণ কি

[A] অ্যালকোহলের উপাদান অপসারিত করে ।
[B] বাড়তি গ্লাইকন সঞ্চয় করে ।
[C] বেশি উদ্দীপিত করে যকৃৎ থেকে বেশি পাচক রস নির্গত করে ।
[D] বেশি ফ্যাট সঞ্চয় করে

Show Answer
Ans – [D]

 

37. ‘বায়োগ্যাসের’ উপাদানগুলি

[A] কার্বন মনোক্সাইড, মিথেন ও হাইড্রোজেন
[B] কার্বন ডাই অক্সাইড, মিথেন ও হাইড্রোজেন
[C] কার্বন মনোক্সাইড, ইথেন ও হাইড্রোজেন
[D] কার্বন ডাই অক্সাইড, ইথেন ও হাইড্রোজেন

Show Answer
Ans – [B]

 

38. নীচের কোন সারে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে ?

[A] ইউরিয়া
[B] অ্যামোনিয়াম নাইট্রেট
[C] পটাশিয়াম নাইট্রেট
[D] অ্যামোনিয়াম ফসফেট

Show Answer
Ans – [A]

 

39. দুটি গাড়ি, উচ্চগতিতে একে অপরকে অতিক্রম করছে । তাদের পাশাপাশি চলার বিপদ -এর কারণ

[A] তাদের মাঝের অংশের বায়ুর চাপ বেড়ে যাওয়া ।
[B] তাদের মাঝে অবস্থিত বায়ুকণার বেগ কমে যাওয়া
[C] তাদের মাঝের অংশের বায়ুর চাপ কমে যাওয়া ।
[D] তাদের মাঝে অবস্থিত বায়ুকণার বেগ বেড়ে যাওয়া

Show Answer
Ans – [C]

 

40. বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট তৈরিতে নিচের কোনটি ব্যবহার করা হয়?

[A] টাংস্টেন
[B] নাইক্রম
[C] গ্রাফাইট
[D] ইস্পাতের তার

Show Answer
Ans – [A]

 

41. শুস্ক বরফ হল

[A] প্রচন্ড শক্ত বরফ
[B] কঠিন কার্বন ডাই অক্সাইড
[C] কঠিন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড
[D] ক্যালসিয়াম অক্সাইড

Show Answer
Ans – [B]

 

42. ভিনিগারেরে প্রধান উপাদান কি?

[A] অ্যাসিটিক অ্যাসিড
[B] অ্যাসকরবিক অ্যাসিড
[C] সাইট্রিক অ্যাসিড
[D] টারটারিক অ্যাসিড

Show Answer
Ans – [A]

 

43. ডেসিবেল কিসের একক?

[A] আলোর গতি
[B] শব্দের তীব্রতা
[C] তাপের তীব্রতা
[D] পারমাণবিক শক্তি

Show Answer
Ans – [B]

 

44. রাতকানা রোগ হয় নিচের কোন ভিটামিনের অভাবে?

[A] ভিটামিন A
[B] ভিটামিন D
[C] ভিটামিন C
[D] ভিটামিন K

Show Answer
Ans – [A]

 

45. বিধবা বিবাহ আইন পাশের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ?

[A] লর্ড ডাফরিন
[B] লর্ড রিপন
[C] লর্ড কর্ণওয়ালিস
[D] লর্ড ক্যানিং

Show Answer
Ans – [D]

 

46. গদর পার্টি কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয় ?

[A] 1913 সালে ঢাকায়
[B] 1932 সালে শিকাগোতে
[C] 1913 সালে আমেরিকার সানফ্রান্সিসকো তে
[D] 1916 সালে লন্ডনে

Show Answer
Ans – [C]

 

47. তহকিক-ই-হিন্দ কে রচনা করেছিলেন ?

[A] আলবেরুনি
[B] আবুল ফজল
[C] অশ্বঘোষ
[D] আমির খসরু

Show Answer
Ans – [A]

 

48. নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করেছিল ?

[A] 1929 সালে
[B] 1539 সালে
[C] 1739 সালে
[D] 1763 সালে

Show Answer
Ans – [C]

 

49. ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ কে প্রবর্তন করেন ?

[A] লর্ড ডাফরিন
[B] লর্ড রিপন
[C] লর্ড কর্ণওয়ালিস
[D] লর্ড ক্যানিং

Show Answer
Ans – [C]

 

50. কবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয় ?

[A] 1 লা সেপ্টেম্বর 1939 সালে
[B] 1 লা সেপ্টেম্বর 1942 সালে
[C] 1 লা জুলাই 1942 সালে
[D] 1 লা এপ্রিল 1942 সালে

Show Answer
Ans – [B]

 




Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top