Bengali Current Affairs
====== 30.12.2020 ======
-
অটল বিহারী বাজপেয়ীর 96 তম জন্মবার্ষিকী উপলক্ষে কে “Atal Bihari Vajpayee in Parliament” নামে একটি বই প্রকাশ করেছেন ?
[A] এম ভেঙ্কাইয়া নাইডু
[B] ওম বিড়লা
[C] রাম নাথ কোবিন্দ
[D] নরেন্দ্র মোদীCorrect Answer: [D]
- নিচের কোন রাজ্য সম্প্রতি ‘ডিজিটাল ইন্ডিয়া অ্যাওয়ার্ড’ জিতেছে?
[A] বিহার
[B] ঝাড়খণ্ড
[C] মহারাষ্ট্র
[D] উত্তরপ্রদেশCorrect Answer: [A]
- 21 বছর বয়সী যে কলেজ ছাত্র তিরুবনন্তপুরমের কনিষ্ঠতম(ভারতের কনিষ্ঠতম) মেয়র হয়েছেন, তার নাম কী?
[A] অরিজিৎ প্যাসায়াত
[B] আর্য রাজেন্দ্রন
[C] কে মহাশ্বেতা
[D] যোগেশ্বর দয়ালCorrect Answer: [B]
- নিম্নলিখিত কোন ওষুধের বিকাশের জন্য হেমন্ত কুমার পান্ডে ডিআরডিও’র ‘সায়েন্টিস্ট অফ দ্য ইয়ার’ পুরষ্কার -২০১৮ পেয়েছেন?
[A] Synriam
[B] Piperaquine
[C] Arterolane
[D] LukoskinCorrect Answer: [D]
- দুবাই গ্লোব সকার অ্যাওয়ার্ডসে ” Player of the Century” পুরস্কারটি কে জিতেছেন ?
[A] ক্রিস্টিয়ানো রোনাল্ড
[B] রহিম স্টার্লিং
[C] লিওনেল মেসি
[D] নেইমার জুনিয়রCorrect Answer: [A]
- কেন্দ্রীয় মন্ত্রী শ্রীপাদ নায়েকের দ্বারা সম্প্রতি প্রকাশিত “Sutranivednachi sutra- ek anbav” বইটির রচয়িতা কে ?
[A] লাছমন সিং লেহল
[B] কে রঘুনাথ
[C] রূপ চারি
[D] পারভেজ জামসজিCorrect Answer: [C]
- নিচের কোন দেশ চাঁদে পারমানবিক চুল্লি স্থাপন করার পরিকল্পনা করছে?
[A] জাপান
[B] রাশিয়া
[C] শ্রীলঙ্কা
[D] আমেরিকা যুক্তরাষ্ট্রCorrect Answer: [D]
- ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন (Badminton World Federation) সম্প্রতি “বাজি , জুয়া এবং অনিয়মিত ম্যাচের ফলাফলের অভিযোগে ” কোন রাশিয়ান ব্যাডমিন্টন খেলোয়াড়কে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে?
[A] নিকিতা খাকিমভ
[B] ইউসুফ হোসাম
[C] ইউসুফ আবদুল্লাহিম আল বালুশি
[D] ফু কুনCorrect Answer: [A]
- নিচের কোন রাজ্য বিদ্যালয় পাঠক্রমে শিখ গুরুদের ইতিহাস অন্তর্ভুক্ত করতে চলেছে?
[A] পাঞ্জাব
[B] ঝাড়খণ্ড
[C] মহারাষ্ট্র
[D] উত্তরপ্রদেশCorrect Answer: [D]
- Defence Research and Development Organisation (DRDO) এর চেয়ারম্যান কে ?
[A] কৈলাসবাদিভু সিভান
[B] অজিত কুমার মোহন্তী
[C] জি সতীশ রেড্ডি
[D] আর মাধবনCorrect Answer: [C]
- ICC Men’s T20I and ODI teams of the decade’ সম্মান পেতে চলেছেন নিচের কোন ভারতীয় ক্রিকেটার?
[A] সৌরভ গাঙ্গুলী
[B] শচীন তেন্ডুলকার
[C] বিরাট কোহলী
[D] মহেন্দ্র সিং ধোনীCorrect Answer: [D]