Bengali Current Affairs
====== 29.01.2021======
-
সম্প্রতি কে Fearless and United Guards (FAU-G) নামে একটি মোবাইল গেম এর সূচনা করেছেন?
[A] অক্ষয় কুমার
[B] নরেন্দ্র মোদী
[C] অমিত শাহ
[D] শাহরুখ খান
Correct Answer: [A]
-
জার্মানওয়াচ দ্বারা প্রকাশিত গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স 2021 এ ভারত কত তম স্থানে রয়েছে?
[A] 6
[B] 7
[C] 8
[D] 9
Correct Answer: [B]
- জার্মানওয়াচ দ্বারা প্রকাশিত গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স 2021 এ কোন দেশ প্রথম স্থানে রয়েছে?
[A] মোজাম্বিক
[B] জিম্বাবোয়ে
[C] থাইল্যান্ড
[D] ভুটান
Correct Answer: [A]
- মোজাম্বিকের রাজধানী কী?
[A] আমস্টারডাম
[B] হারারে
[C] উইন্ডহোক
[D] ম্যাপুটো
Correct Answer: [D]
- স্বতন্ত্র ক্যাটাগরিতে Subhash Chandra Bose Aapda Prabandhan Puraskar 2021 কে জিতেছেন ?
[A] রাজেন্দ্র কুমার ভান্ডারী
[B] নিতিন শেঠি
[C] শিব সহায় সিং
[D] নীলকণ্ঠ ভানু প্রকাশ
[E] রবি সোলঙ্কি
Correct Answer: [A]
- কোন তারিখে International Customs Day পালন করা হয়?
[A] 26 জানুয়ারি
[B] 27 জানুয়ারি
[C] 28 জানুয়ারি
[D] 29 জানুয়ারি
Correct Answer: [A]
- International Monetary Fund (IMF) এ মোট সদস্য দেশের সংখ্যা কত?
[A] 178
[B] 186
[C] 190
[D] 199
Correct Answer: [C]
- মোবাইল প্রস্তুতকারক সংস্থা MI ইন্ডিয়া এর #ShikshaHarHaath উদ্যোগে সামিল হয়েছেন নিচের কোন অভিনেতা?
[A] অক্ষয় কুমার
[B] সোনু সুদ
[C] আমির খান
[D] নতুন ধাওয়ান
Correct Answer: [B]
- জেন্ডার ইক্যুয়ালিটি সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় সংস্করণের অনুপ্রেরণায় কোন রাজ্য সরকার একটি জেন্ডার পার্ক তৈরি করেছে ?
[A] উত্তর প্রদেশ
[B] কেরালা
[C] কর্ণাটক
[D] তামিলনাড়ু
Correct Answer: [B]
- রাজ্য সরকার দ্বারা পরিচালিত কলেজে পাঠরত তপসিলি জাতি সম্প্রদায়ের ছাত্র দের বিনামূল্যে বই দেওয়ার কথা ঘোষণা করেছে নিচের কোন রাজ্য সরকার?
[A] পাঞ্জাব
[B] হরিয়ানা
[C] মধ্য প্রদেশ
[D] উত্তর প্রদেশ
Correct Answer: [B]
- জার্মানওয়াচ দ্বারা প্রকাশিত গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স 2021 এ কোন দেশ প্রথম স্থানে রয়েছে?
Thank you. Visit our website regularly for Bengali Current Affairs and more updates – Sahajpath Classes
রোজকার, সাপ্তাহিক ও মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স একসঙ্গে পড়তে ক্লিক করো নিচের লিঙ্ক এ