Bengali Current Affairs
====== 25.12.2020 ======
-
Good Governance Day প্রতিবছর কবে পালিত হয় ?
[A] 25 ডিসেম্বর
[B] 22 ডিসেম্বর
[C] 21 ডিসেম্বর
[D] 20 ডিসেম্বরCorrect Answer: [A]
- কার জন্মদিন উপলক্ষ্যে 25 শে ডিসেম্বর আমাদের দেশে প্রতিবছর পালন করা হয় Good Governance Day?
[A] অটল বিহারী বাজপেয়ী
[B] জওহরলাল নেহেরু
[C] সুভাষচন্দ্র বসু
[D] মতিলাল নেহেরুCorrect Answer: [A]
- অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষ্যে 25 শে ডিসেম্বর আমাদের দেশে প্রতিবছর পালন করা হয় Good Governance Day কবে থেকে?
[A] 2008
[B] 2010
[C] 2011
[D] 2014Correct Answer: [D]
- এম ভেঙ্কাইয়া নাইডু প্রকাশিত “ওহ মিজোরাম” বইটির রচয়িতা কে ?
[A] জোরামথঙ্গ
[B] সর্বানন্দ সোনোয়াল
[C] জগদীশ মুখী
[D] পিএস শ্রীধরণ পিল্লাইCorrect Answer: [D]
- নিম্নলিখিত কোন সংস্থার সাথে, ভারত রাজস্থান, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ এবং অন্ধ্র প্রদেশের নিরাপদ, সবুজ মহাসড়কের (safe, green highways) জন্য 500 মিলিয়ন ডলার চুক্তি করেছে ?
[A] International Monetary fund
[B] United Nations Development Programme
[C] New Development Bank
[D] World bankCorrect Answer: [D]
- সকল সম্প্রদায় এবং সব নাগরিকদের আয়ত্তের মধ্যে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করা ও চিকিৎসার কারণে আর্থিক ঝুঁকি কমানোর জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, আয়ুষ্মান ভারত পিএম-জেএওয়াই সেহত প্রকল্পের সূচনা নিচের কোন কেন্দ্র শাসিত অঞ্চলের/রাজ্যের সব নাগরিকদের জন্য করেছেন?
[A] কর্ণাটক
[B] অন্ধ্র প্রদেশ
[C] জম্মু-কাশ্মীর
[D] ওড়িশাCorrect Answer: [C]
- কোন প্রতিরক্ষা উত্পাদন সংস্থা 2020 সালের ডিসেম্বর মাসে প্রতিরক্ষা মন্ত্রনালয় থেকে সম্প্রতি ‘গ্রিন চ্যানেল স্ট্যাটাস’ পেয়েছে?
[A] Ordnance Factory Board
[B] Mahindra Defence Systems
[C] Bharat Dynamics
[D] L&T DefenceCorrect Answer: [D]
- কোন বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি একটি বিশেষ ডাকটিকিট প্রকাশ করেছেন?
[A] বনরস হিন্দু বিশ্ববিদ্যালয়
[B] এলাহাবাদ বিশ্ববিদ্যালয়
[C] জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়
[D] আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়Correct Answer: [D]
- গ্রিন ভ্যাকসিন’ উত্পাদনের জন্য কোন ফার্মা সংস্থা বিশ্বের প্রথম সংস্থার তকমা পেয়েছে?
[A] Cadila Healthcare
[B] Roche
[C] Serum Institute of India
[D] PfizerCorrect Answer: [C]
- International Hockey Federation (FIH) কতৃক প্রকাশিত র্যাdঙ্কিংয়ে ভারতীয় পুরুষ হকি দলের র্যা ঙ্ক কত ?
[A] 9
[B] 1
[C] 3
[D] 4Correct Answer: [D]
- “The Light of Asia: The Poem that Defined the Buddha” বইটির লেখকের নাম কী ?
[A] Kunwar Natwar Singh
[B] Jairam Ramesh
[C] Chinmay Tumbe
[D] Chandrakant LahariyaCorrect Answer: [B]
- আহমদ বিন আলী স্টেডিয়ামটি কোথায় অবস্থিত?
[A] সংযুক্ত আরব আমিরাত
[B] তুরস্ক
[C] ইরান
[D] কাতারCorrect Answer: [D]
- ক্যানারা ব্যাংকের সদর দফতরটি কোথায় অবস্থিত?
[A] মুম্বই
[B] বেঙ্গালুরু
[C] চেন্নাই
[D] নয়াদিল্লিCorrect Answer: [B]
- আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে?
[A] মুহাম্মদ আলী জিন্নাহ
[B] স্যার সৈয়দ আহমদ খান
[C] মুহাম্মদ ইকবাল
[D] আবুল কালাম আজাদCorrect Answer: [B]
- ইস্রায়েলের মুদ্রা কি ?
[A] জোটি
[B] Toman
[C] রুবেল
[D] নিউ শেকেলCorrect Answer: [D]
- World Bank এর সদর দফতরটি কোথায় অবস্থিত?
[A] Montreal, Canada
[B] Lausanne, Switzerland
[C] Washington, D.C., United States
[D] Kuala Lumpur, MalaysiaCorrect Answer: [C]