Bengali Current Affairs
====== 18.01.2021======
-
সবুজ জ্বালানী সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে সম্প্রতি কোন মন্ত্রনালয় “SAKSHAM” নামে একটি সচেতনতামূলক প্রচার চালাচ্ছে?
[A] Ministry of New and Renewable Energy
[B] Ministry of Petroleum and Natural Gas
[C] Ministry of Micro, Small and Medium Enterprises
[D] Ministry of Labour and Employment
Correct Answer: [B]
এটি এক মাস দীর্ঘ লোককেন্দ্রিক জ্বালানী সংরক্ষণ Petroleum Conservation Research Association (PCRA) দ্বারা এই অভিযান চালানো হবে।
-
মোট কতগুলি জেলায় প্রধানমন্ত্রীর দক্ষ বিকাশ যোজনা – Pradhan Mantri Kaushal Vikas Yojana (PMKVY) এর তৃতীয় পর্ব শুরু হয়েছে ?
[A] 432
[B] 550
[C] 600
[D] 711
Correct Answer: [C]
-
সম্প্রতি কোন শহরে পীযূষ গোয়েল “Prarambh: Startup India International Summit” এর সূচনা করেছেন?
[A] Dehradun
[B] Guwahati
[C] Bhubaneshwar
[D] New Delhi
Correct Answer: [D]
কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প, ভোক্তা বিষয়ক এবং খাদ্য ও প্রকাশ্য বিতরণ মন্ত্রী, পীযূষ গোয়েল সম্প্রতি নয়াদিল্লিতে দুই দিনের ‘প্রারম্ভ’, স্টার্টআপ ইন্ডিয়া আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেছেন।
-
কোন বছরের মধ্যে ভারত গ্যাসোলিনের সাথে 20% ইথানল মিশ্রিত করার লক্ষ্য অর্জনের পরিকল্পনা করেছে?
[A] 2023
[B] 2025
[C] 2027
[D] 2029
Correct Answer: [B]
ব্যয়বহুল তেল আমদানির উপর তার নির্ভরতা হ্রাস করতে ভারত তার পূর্বের লক্ষ্যমাত্রার পাঁচ বছর আগে ২০২৫ সালের মধ্যে গ্যাসোলিনের সাথে 20% ইথানল মিশ্রিত করার লক্ষ্য অর্জনের পরিকল্পনা করেছে
-
5 জি প্রযুক্তি সহ Information and Communications Technology (ICT) তে সহযোগিতা বাড়াতে সম্প্রতি কোন দেশটির সাথে ভারত এক সমঝোতা স্বাক্ষর করেছে?
[A] South Korea
[B] Vietnam
[C] Japan
[D] Taiwan
Correct Answer: [C]
যোগাযোগ, ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ এবং জাপানের অভ্যন্তরীণ বিষয়ক ও যোগাযোগ মন্ত্রী টেকদা রায়টা এর মধ্যে একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সমঝোতা স্মারকে স্বাক্ষরিত হয়েছে।
-
জাতিসংঘ সম্প্রতি ” আন্তর্জাতিক অভিবাসন হাইলাইটস ২০২০” প্রতিবেদন প্রকাশ করেছে।এই প্রতিবেদন অনুসারে , বিশ্বের সবচেয়ে বেশি অভিবাসী জনসংখ্যা কোন দেশে রয়েছে ?
[A] Russia
[B] Japan
[C] USA
[D] India
Correct Answer: [D]
প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত (সাড়ে ৩ মিলিয়ন), সৌদি আরব (আড়াই মিলিয়ন) এবং মার্কিন (2.2 মিলিয়ন) দেশগুলিতে ভারতের অভিবাসীরা বসবাস করছেন।
-
আদিত্য বিড়লা ওয়েলনেস প্রাইভেট লিমিটেডের সঙ্গে অংশীদারিত্বে কোন ব্যাংক ওয়েলেন্স থিমযুক্ত ক্রেডিট কার্ড চালু করেছে ?
[A] IDFC Bank
[B] RBL Bank
[C] Yes Bank
[D] Kotak Mahindra Bank
Correct Answer: [C]
-
ওস্তাদ গোলাম মোস্তফা খান সম্প্রতি মারা গেলেন। তিনি নিচের কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন?
[A] Musician
[B] Poet
[C] Kathak dancer
[D] Classical singer
Correct Answer: [A]
-
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের দায়িত্বশীল মন্ত্রীর নাম কি?
[A] Thawar Chand Gehlot
[B] Ravi Shankar Prasad
[C] Dharmendra Pradhan
[D] Raj Kumar Singh
Correct Answer: [C]
-
Yes Bank এর বর্তমান MD & CEO এর নাম কি?
[A] Pinaki Ghose
[B] Rana Kapoor
[C] Neeraj Dhawan
[D] Prashant Kumar
Correct Answer: [D]
-
রাষ্ট্র সংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
[A] Malaysia, Kuala Lumpur
[B] Jakarta, Indonesia
[C] Shanghai, China
[D] New York
Correct Answer: [D]
Thank you. Visit our website regularly for Bengali Current Affairs and more updates – Sahajpath Classes
রোজকার, সাপ্তাহিক ও মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স একসঙ্গে পড়তে ক্লিক করো নিচের লিঙ্ক এ