Bengali Current Affairs
====== 15.01.2021======
-
প্রতি বছর সেনা দিবস নিচের কোন দিনটিতে পালিত হয় ?
[A] 16 জানুয়ারি
[B] 15 জানুয়ারি
[C] 14 জানুয়ারি
[D] 13 জানুয়ারি
Correct Answer: [B]
• 15 ই জানুয়ারী 1949 সালে জেনারেল কে এম ক্যারিয়াপ্পা সেনাবাহিনীর কমান্ড এর দ্বায়িত্ব গ্রহণ করেছিলেন এবং তিনিই হলেন স্বাধীনতার পরে ভারতীয় সেনাবাহিনীর প্রথম কমান্ডার-ইন-চিফ হন।
-
নিচের কোন সংস্থা তৃতীয় বারের জন্য কায়াকাল্প পুরষ্কার পেয়েছে?
[A] AIIMS Patna
[B] AIIMS Bhubaneswar
[C] AIIMS Delhi
[D] AIIMS Bhopal
Correct Answer: [B]
- নিচের কোন দেশটির সাথে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতার জন্য ভারত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে?
[A] Iraq
[B] Qatar
[C] UAE
[D] Lebanon
Correct Answer: [C]
- ভারতের অন্যতম জনপ্রিয় নৃত্য নাটপুজা কোন রাজ্যের অন্তর্ভুক্ত?
[A] Telangana
[B] Himachal Pradesh
[C] Jammu & Kashmir
[D] Assam
Correct Answer: [D]
- হেরিটেজ সুরক্ষা কমিটি নতুন সংসদ ভবন নির্মাণের অনুমোদন দিয়েছে। হেরিটেজ সুরক্ষা কমিটির চেয়ারম্যান কে?
[A] সুভাষ চন্দ্র খুন্তিয়া
[B] জি কিশন রেড্ডি
[C] জয়ন্ত কুমার দাশ
[D] কামরান রিজভী
Correct Answer: [D]
- লাদাখের লে শহরের নুব্রা উপত্যকায় এই প্রথমবার অনুষ্ঠিত হয়েছে –
[A] Ladakh Kite Festival
[B] Ladakh Palm Festival
[C] Value of Ladakh Festival
[D] Ice Climbing Festival
Correct Answer: [D]
- সম্প্রতি প্রকাশিত The Population Myth বইটির লেখকের নাম কী ?
[A] S. Y. Quraishi
[B] Prakash Javadekar
[C] Aditi Rao
[D] Amit Ahuja
Correct Answer: [A]
- ভারতের প্রথম ‘ফায়ার পার্ক’ উদ্বোধন সম্প্রতি নিচের কোন শহরে হয়েছে ?
[A] ভুবনেশ্বর
[B] দিল্লি
[C] কলকাতা
[D] আহমেদাবাদ
Correct Answer: [A]
উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক উদ্বোধন করেছেন।
• ওড়িশার মুখ্যমন্ত্রী: নবীন পট্টনায়েক।
• ওড়িশার রাজধানী: ভুবনেশ্বর।
• ওড়িশার গভর্নর: গণেশী লাল।
- কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার নিচের কোন সালের বাজেট কোনও কাগজের নথি ছাড়াই প্রকাশ হতে চলেছে ?
[A] 2020
[B] 2021
[C] 2022
[D] 2023
Correct Answer: [B]
- ‘Break Out Economies’ এ ভারতের rank –
[A] 4
[B] 35
[C] 54
[D] 85
Correct Answer: [A]
- নিচের কোন দেশটির সাথে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতার জন্য ভারত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে?
Thank you. Visit our website regularly for Bengali Current Affairs and more updates – Sahajpath Classes
রোজকার, সাপ্তাহিক ও মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স একসঙ্গে পড়তে ক্লিক করো নিচের লিঙ্ক এ