Bengali Current Affairs (14.02.2021)
-
কোন তারিখে স্বাধীনতা সংগ্রামী সরোজিনী নাইডু এর জন্ম দিন উপলক্ষ্যে সারা ভারত জুড়ে জাতীয় মহিলা দিবস পালন করা হয়?
[A] 12 ফেব্রুয়ারী
[B] 13 ফেব্রুয়ারী
[C] 14 ফেব্রুয়ারী
[D] 15 ফেব্রুয়ারী
Correct Answer: [B]
She was famous for her nickname ‘Nightingale of India’ or ‘Bharat Kokila’ because of her poems. -
কোন তারিখে বিশ্ব বেতার দিবস পালন করা হয়?
[A] 12 ফেব্রুয়ারী
[B] 13 ফেব্রুয়ারী
[C] 14 ফেব্রুয়ারী
[D] 15 ফেব্রুয়ারী
Correct Answer: [B]
The theme of World Radio Day 2021 is “New World, New Radio” -
কোন তারিখে National Productivity Day পালন করা হয়?
[A] 12 ফেব্রুয়ারী
[B] 13 ফেব্রুয়ারী
[C] 14 ফেব্রুয়ারী
[D] 15 ফেব্রুয়ারী
Correct Answer: [A] -
সম্প্রতি কোন দেশ ‘Babar’ নামে একটি স্বল্প দূরত্বের surface-to-surface ballistic missile এর সফল পরীক্ষা করেছে?
[A] ভারত
[B] পাকিস্তান
[C] আফগানিস্তান
[D] বাংলাদেশ
Correct Answer: [B] -
নিন্মলিখিত দের মধ্যে কে মধ্যপ্রদেশে সম্প্রতি ‘Jalabhishekam’ নামে একটি ক্যাম্পেন এর সূচনা করেছে?
[A] রাজনাথ সিং
[B] ভেংকাইয়া নাইডু
[C] অমিত শাহ
[D] কে শিভান
Correct Answer: [A] -
সম্প্রতি ভারতের মহাকাশ সংস্থা ইসরো বেসরকারি স্যাটেলাইট পরীক্ষা কেন্দ্র UR Rao Satellite Centre এর সূচনা করেছে। ইসরো এর চেয়ারম্যান এর নাম কি?
[A] কে শ্রীনিভাস
[B] ডি ভি সুববা রাও
[C] অমিত শাহ
[D] কে শিভান
Correct Answer: [D] -
সম্প্রতি কোন ব্যাংক মালদ্বীপ কে 400 মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেওয়ার জন্য একটি চুক্তি সাক্ষর করেছে?
[A] World Bank
[B] ASEAN Bank
[C] EXIM Bank
[D] Reserve Bank of India
Correct Answer: [C] -
করোনা যোদ্ধা যারা এই মহামারীতে তাদের প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের সম্মান জানানোর জন্য কোন রাজ্যে ‘COVID Warrior Memorial’ তৈরি করার কথা ঘোষণা করা হয়েছে?
[A] উত্তর প্রদেশ
[B] ওড়িশা
[C] মহারাষ্ট্র
[D] কেরালা
Correct Answer: [B] -
সম্প্রতি কোন ব্যাংক ছত্তিসগড় সরকারের সঙ্গে 100 মিলিয়ন মার্কিন ডলার লোন দেওয়ার জন্য একটি চুক্তি সাক্ষর করেছে?
[A] World Bank
[B] ASEAN Bank
[C] EXIM Bank
[D] Reserve Bank of India
Correct Answer: [A] -
সম্প্রতি কোন অভিনেতা/অভিনেত্রী “Unfinished: A Memoir” নামে একটি বই এর সূচনা করেছেন?
[A] রণবীর কাপুর
[B] অনিল কাপুর
[C] প্রিয়াংকা চোপড়া
[D] কঙ্গনা রানাওয়াত
Correct Answer: [C]
Thank you. Visit our website regularly for Bengali Current Affairs and more updates – Sahajpath Classes
রোজকার, সাপ্তাহিক ও মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স একসঙ্গে পড়তে ক্লিক করো নিচের লিঙ্ক এ