Bengali Current Affairs (12.02.2021)
-
কোন রাজ্য তার ৫ম বাঘ রিজার্ভ তৈরি করবে যার নাম “শ্রীল্লিপুথুর মেঘমালাই টাইগার রিজার্ভ”?
[A] তামিলনাড়ু
[B] কর্ণাটক
[C] গুজরাট
[D] মধ্য প্রদেশ
Correct Answer: [A]
কেন্দ্রীয় সরকার তামিলনাড়ুতে পঞ্চম বাঘ রিজার্ভ তৈরির জন্য অনুমোদন দিয়েছে যা মেঘমালাই এবং শ্রীভিলিপুথুর গ্রিজলেড কাঠবিড়ালি বন্যপ্রাণী অভয়ারণ্যকে ঘিরে রাখবে। এটি ভারতের 51 তম টাইগার অভয়ারণ্য হবে। -
স্যাটেলাইট উৎক্ষেপণের ক্ষমতার বিকাশের জন্য সম্প্রতি 2020-21 অর্থবছর এর জন্য ইসরো কে কত টাকা বরাদ্দ করা হয়েছে?
[A] 500 কোটি
[B] 900 কোটি
[C] 1500 কোটি
[D] 2000 কোটি
Correct Answer: [B]- PhonePe সম্প্রতি ইউপিআই মাল্টি-ব্যাঙ্ক মডেল এর উপরে কাজ করার জন্য নিম্নলিখিত কোন ব্যাংকের সাথে অংশীদারিত্ব করেছে?
[A] আরবিএল ব্যাংক
[B] আইসিআইসিআই ব্যাংক
[C] স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া
[D] অ্যাক্সিস ব্যাংক
Correct Answer: [D]- প্রতি বছর কোন তারিখে Safer Internet Day পালন করা হয়?
[A] ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের প্রথম দিন
[B] ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের দ্বিতীয় দিন
[C] ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের তৃতীয় দিন
[D] ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের চতুর্থ দিন
Correct Answer: [B]- প্রতিবছর কোন তারিখে International Day of Women and Girls in Science পালন করা হয়?
[A] 10 ফেব্রুয়ারি
[B] 11 ফেব্রুয়ারি
[C] 12 ফেব্রুয়ারী
[D] 14 ফেব্রুয়ারি
Correct Answer: [B]
2016 সালে প্রথমবার এটি উদযাপিত হয়েছিল। এই দিনের পেছনের ধারণাটি হ’ল বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের ক্ষেত্রে নারী ও মেয়েদের সমান অংশগ্রহণ এবং অংশগ্রহণ নিশ্চিত করা ।- প্রতি বছর কোন তারিখে World Pulses Day পালন করা হয়।
[A] 10 ফেব্রুয়ারি
[B] 11 ফেব্রুয়ারি
[C] 12 ফেব্রুয়ারী
[D] 14 ফেব্রুয়ারি
Correct Answer: [A]- বিশ্ব ডাল দিবস 2021 এর থিমটি কী ছিল ?
[A] Plant proteins for a sustainable future
[B] #LovePulses
[C] Nutritious Seeds for a Sustainable Future
[D] Encourage people around the world to eat pulses
Correct Answer: [C]
জাতিসংঘের মনোনীত বিশ্ব ডাল দিবস প্রতি বছর 10 ফেব্রুয়ারি পালিত হয়। ডাল (শুকনো শিম, মসুর, শুকনো মটর, ছোলা, লুপিন) এর গুরুত্বকে বিশ্ব খাদ্য হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) দ্বারা এই দিনটি প্রতিষ্ঠা করা হয়েছে।- নিম্নলিখিতগুলির মধ্যে কে সম্প্রতি তার তৃতীয় Allan Border Medal জিতেছেন?
[A] স্টিভেন স্মিথ
[B] মারনাস লাবুসচাগনে
[C] বেন স্টোকস
[D] জো রুট
Correct Answer: [A]- সম্প্রতি যিনি 2020 Wildlife Photographer of the Year People’s Choice Award পেলেন তার নাম কি?
[A] রবার্ট আরউইন
[B] স্টিভ জর্ডন
[C] মিখাইল আলুচি
[D] প্রিন্স চার্লস
Correct Answer: [A]
ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়াম দ্বারা এই বিশ্বের বৃহত্তম বন্যজীবন ফটোগ্রাফি প্রতিযোগিতা আয়োজিত হয়।- কোন রাজ্যে ভারতের প্রথম বজ্র গবেষণা কেন্দ্র গড়ে তোলা হবে?
[A] পশ্চিমবঙ্গ
[B] ওড়িশা
[C] ঝাড়খণ্ড
[D] ছত্তিশগড়
Correct Answer: [B] - PhonePe সম্প্রতি ইউপিআই মাল্টি-ব্যাঙ্ক মডেল এর উপরে কাজ করার জন্য নিম্নলিখিত কোন ব্যাংকের সাথে অংশীদারিত্ব করেছে?
Thank you. Visit our website regularly for Bengali Current Affairs and more updates – Sahajpath Classes
রোজকার, সাপ্তাহিক ও মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স একসঙ্গে পড়তে ক্লিক করো নিচের লিঙ্ক এ