Bengali Current Affairs (09.02.2021)
-
সম্প্রতি কোন ভারতীয় কূটনীতিক জাতিসংঘের উপদেষ্টা কমিটিতে নির্বাচিত হয়েছেন?
[A] অরিন্দম বাগচী
[B] বিনয় কুমার
[C] বিদিশা মৈত্র
[D] সুমন কুমার
Correct Answer: [C]
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতর অবস্থিত।
মিঃ আন্তোনিও গুতেরেস জাতিসংঘের সেক্রেটারি-জেনারেল।
-
সম্প্রতি কোন ভারতীয় ব্যাংক The Japan Bank for International Cooperation (JBIC) এর সঙ্গে একটি 1 বিলিয়ন ডলার এর লোন চুক্তি সাক্ষর করেছে?
[A] SBI
[B] HDFC
[C] AXIS
[D] ICICI
Correct Answer: [A]
এসবিআই প্রতিষ্ঠিত: 1 জুলাই 1955
এসবিআই সদর দফতর: মুম্বই, মহারাষ্ট্র।
The Japan Bank for International Cooperation (JBIC) এর সদর দপ্তর: টোকিও, জাপান।
The Japan Bank for International Cooperation (JBIC) প্রতিষ্ঠিত: 1 অক্টোবর 1999
- গুগল ক্লাউড সম্প্রতি কাকে গুগল ক্লাউড ভারতের জন্য ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত করেছে?
[A] অরিন্দম বাগচী
[B] বিনয় কুমার
[C] বিক্রম সিং বেদি
[D] সুমন কুমার
Correct Answer: [C]
- সম্প্রতি মারা গেলেন Christopher Plummer; তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন?
[A] অভিনেতা
[B] ক্রিকেটার
[C] ফুটবলার
[D] গায়ক
Correct Answer: [A]
অস্কার বিজেতা কানাডিয়ান অভিনেতা Christopher Plummer 82 বছর বয়সে Beginners (2010) সিনেমাতে সহ অভিনেতা হিসাবে আকাদেমি পুরস্কার পেয়েছেন।
- ডেনমার্কের মুদ্রার নাম কী?
[A] Zloty
[B] Toman
[C] Ruble
[D] Krone
Correct Answer: [D]
- সম্প্রতি মারা গেলেন ভারতীয় খেলোয়াড় আখতার আলী। তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?
[A] Badminton
[B] Cricket
[C] Chess
[D] Tennis
Correct Answer: [D]
- 2021 সালের জুলাই মাসের 45 তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার মূল থিম কী হবে?
[A] Climate Change
[B] North East India
[C] Books for readers with Special needs
[D] Bangladesh
Correct Answer: [D]
- সম্প্রতি প্রকাশিত Parliamentary messenger in Rajsthan বইটির রচয়িতার নাম কী?
[A] কে এন ভাণ্ডারী
[B] এম ভেংকাইয়া নাইডু
[C] অভিষেক সিংভি
[D] চিন্ময় তুমবে
Correct Answer: [A]
- ক্যাবিনেট এর সমস্ত কার্যাবলী কাগজবিহীন করার জন্য ভারতের প্রথম কোন রাজ্য e – cabinet নামে একটি নতুন অ্যাপ এর সূচনা করেছে?
[A] কেরালা
[B] হিমাচল প্রদেশ
[C] উত্তরাখণ্ড
[D] উত্তর প্রদেশ
Correct Answer: [B]
- গুগল ক্লাউড সম্প্রতি কাকে গুগল ক্লাউড ভারতের জন্য ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত করেছে?
Thank you. Visit our website regularly for Bengali Current Affairs and more updates – Sahajpath Classes
রোজকার, সাপ্তাহিক ও মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স একসঙ্গে পড়তে ক্লিক করো নিচের লিঙ্ক এ