Bengali Current Affairs
====== 04.02.2021======
-
সম্প্রতি কোথায় সোনালী জিভ যুক্ত মমির সন্ধান পাওয়া গেছে?
[A] ইজিপ্ট
[B] আফগানিস্তান
[C] দক্ষিণ আফ্রিকা
[D] অস্ট্রেলিয়া
Correct Answer: [A]
মিশরীয় প্রত্নতাত্ত্বিক মন্ত্রণালয় দ্বারা প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে যে মৃতদের পরকালের জীবনে কথা বলতে সক্ষম হবে তা নিশ্চিত করতে এম্বলমাররা সম্ভবত মমির উপরে স্বর্ণের জিহ্বা রেখেছিলেন।
-
অশোক দিন্দা কোন খেলার সঙ্গে যুক্ত যিনি সম্প্রতি অবসর গ্রহণ করলেন?
[A] ফুটবল
[B] ক্রিকেট
[C] ভলিবল
[D] খো খো
Correct Answer: [B]
- জেফ বেজোস সম্প্রতি কোন সংস্থার সিইও পদ থেকে পদত্যাগ করার কথা ঘোষণা করেছেন?
[A] ফ্লিপকার্ট
[B] অ্যামাজন
[C] স্নাপডিল
[D] ইবে
Correct Answer: [B]
Jeff Bezos said recently that he will step down as chief executive of Amazon, leaving the helm of the company he founded 27 years ago.
- গ্রামীণ সড়ক ও পরিবহন ব্যবস্থার উন্নতি করার জন্য সম্প্রতি কোন দেশকে 500 মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেওয়ার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা?
[A] পাকিস্তান
[B] বাংলাদেশ
[C] ভারত
[D] নেপাল
Correct Answer: [B]
- প্রথমবারের জন্য সম্প্রতি কোন বেসরকারি সংস্থা ভারতে মিলিটারি এয়ারক্রাফট তৈরি করার কথা ঘোষণা করেছে?
[A] আদানি গ্রুপ
[B] রিলায়েন্স গ্রুপ
[C] টাটা গ্রুপ
[D] বিড়লা গ্রুপ
Correct Answer: [C]
- করোনা মহামারীর সঙ্গে লড়ার জন্য কোন সংস্থাকে সম্প্রতি মহাত্মা আওয়ার্ড 2020 দেওয়া হয়েছে?
[A] জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড
[B] টাটা স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড
[C] ভিলাই স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড
[D] আদানি স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড
Correct Answer: [A]
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুসারে, বিশ্বজুড়ে কুষ্ঠ রোগের বার্ষিক বৃদ্ধির হার কোন দেশে বেশি?
[A] ব্রাজিল
[B] কম্বোডিয়া
[C] ভারত
[D] মায়ানমার
Correct Answer: [C]
তারপরে ব্রাজিল এবং ইন্দোনেশিয়া
- সম্প্রতি প্রকাশিত PHDCCI International Economic Resilience (IER) Rank এ ভারতের অবস্থান কত?
[A] 2
[B] 5
[C] 8
[D] 9
Correct Answer: [A]
- সম্প্রতি প্রকাশিত PHDCCI International Economic Resilience (IER) Rank এ কোন দেশ এক নম্বর স্থানে রয়েছে?
[A] ইজিপ্ট
[B] দক্ষিণ কোরিয়া
[C] জার্মানি
[D] জাপান
Correct Answer: [C]
- মাহিন্দ্রা ও মাহিন্দ্রা ফিনান্সিয়াল সার্ভিসেসের নতুন চেয়ারম্যান পদে কাকে নিয়োগ দেওয়া হয়েছে?
[A] অনিল সনি
[B] আর্য রাজেন্দ্রন
[C] আনিশ শাহ
[D] ভিনিত আগরওয়াল
Correct Answer: [C]
- কোন দেশটি পুরুষদের বিশ্ব হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ শিরোপা 2021 জিতেছে?
[A] ডেনমার্ক
[B] লাক্সেমবার্গ
[C] সুইজারল্যান্ড
[D] ফিনল্যান্ড
Correct Answer: [A]
- “Yes Man: The Untold Story of Rana Kapoor” এই বইটির রচয়িতার নাম কি?
[A] Sivathanu Pillai
[B] Nidhi Vadhera
[C] Prem Prakash
[D] Pawan C Lall
Correct Answer: [D]
- জেফ বেজোস সম্প্রতি কোন সংস্থার সিইও পদ থেকে পদত্যাগ করার কথা ঘোষণা করেছেন?
Thank you. Visit our website regularly for Bengali Current Affairs and more updates – Sahajpath Classes
রোজকার, সাপ্তাহিক ও মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স একসঙ্গে পড়তে ক্লিক করো নিচের লিঙ্ক এ