Bengali Current Affairs
====== 03.01.2021======
-
Unique মেডিকেল আইডেন্টিটি কার্ড ডাউনলোডের জন্য ভারতীয় রেলওয়ে কোন মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে?
[A] HMIS
[B] IRCTC
[C] Rail Saarthi
[D] HRMSCorrect Answer: [A]
- সম্প্রতি প্রকাশিত ‘Elements of Quantitative Genetics: A Conceptual Approach’ বইটির লেখকের নাম কী ?
[A] Dr. Stuti Sharma
[B] Prakash Javadekar
[C] Aditi Rao
[D] Amit AhujaCorrect Answer: [A]
- Kamaladevi Chattopadhyay NIF book prize 2020 বিজেতা হলেন –
[A] Amit Ahuja
[B] Jairam Ramesh
[C] Prakash Javadekar
[D] Both A and BCorrect Answer: [D]
- চেক অর্থ প্রদান নিরাপদ করতে কোন ব্যাংক তার ইতিবাচক বেতন ব্যবস্থা (Positive Pay System) চালু করেছে?
[A] ICICI Bank
[B] Dena Bank
[C] HDFC Bank
[D] SBI BankCorrect Answer: [D]
- কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রতি কোন মিসাইল সিস্টেম রফতানির অনুমোদন দিয়েছে?
[A] Prithvi
[B] Akash
[C] BrahMos
[D] NAsm-SRCorrect Answer: [B]
- কোন অঞ্চলে ভারতীয় এবং ভিয়েতনামের নৌবাহিনী তাদের পাসেক্স মহড়া (PASSEX exercise) চালিয়েছে?
[A] Pacific Ocean(প্রশান্ত মহাসাগর)
[B] Bay of Bengal(বঙ্গোপসাগর)
[C] South China Sea(দক্ষিণ চীন সাগর)
[D] Arabian Sea(আরব সাগর)Correct Answer: [C]
- Pandemic category Digital India Awards 2020 পেয়ে সন্মানিত হয়েছে নিচের কোন রাজ্য ?
[A] Sikkim
[B] Haryana
[C] Bihar
[D] RajasthanCorrect Answer: [C]
- ওডিশা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে কাকে নিয়োগ দেওয়া হয়েছে ?
[A] সানজিব ব্যানার্জি / সঞ্জিব ব্যানার্জি jee
[B] হিমা কোহলি / হিমা কোহলি
[C] এস মুরালিধর
[D] পঙ্কজ মিঠলCorrect Answer: [C]
- হিমা কোহলি কোন রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন?
[A] তেলেঙ্গানা
[B] অন্ধ্র প্রদেশ
[C] কর্ণাটক
[D] আসামCorrect Answer: [A]
- রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান ও CEO হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন ?
[A] ভি কে যাদব
[B] নবীন আগরওয়াল
[C] একে সিক্রি
[D] সুনীত শর্মাCorrect Answer: [D]
- ইসরো-র চেয়ারম্যান যিনি 2022 সালের জানুয়ারী পর্যন্ত এক বছরের মেয়াদ বাড়িয়েছেন, তার নাম কী ?
[A] কৃষ্ণস্বামী কস্তুরিরঙ্গন
[B] ইউআর রাও
[C] জি সতীশ রেড্ডি
[D] কৈলাসবাদিভো সিভানCorrect Answer: [D]
- International Financial Services Centres Authority (IFSCA) এর চেয়ারম্যান এর নাম কী ?
[A] Manoj Ahuja
[B] Injeti Srinivas
[C] Neeraj Vyas
[D] V. VidyavathiCorrect Answer: [B]
- Bharat Electronics Limited (BEL) এর headquarters কোথায় ?
[A] Mumbai
[B] New Delhi
[C] Hyderabad
[D] BengaluruCorrect Answer: [D]