Bengali Current Affairs
====== 02.02.2021======
-
প্রতিবছর কোন তারিখে ভারতীয় কোস্টগার্ড দিবস পালন করা হয়?
[A] ফেব্রুয়ারি 10
[B] ফেব্রুয়ারি 15
[C] ফেব্রুয়ারি 01
[D] 31 শে জানুয়ারি
Correct Answer: [C]
-
সম্প্রতি কোন সংস্থা হেনরি মনিজ কে তার প্রথম চিফ কমপ্লায়েন্স অফিসার হিসেবে নিযুক্ত করেছে?
[A] ফেসবুক
[B] গুগোল
[C] মাইক্রোসফট
[D] অ্যাপেল
Correct Answer: [A]
- সম্প্রতি রাজস্থান সরকার রাজ্যের গরিব মানুষদের জন্য চালু করেছে আয়ুষ্মান ভারত মহাত্মা গান্ধী রাজস্থান স্বাস্থ্য বীমা প্রকল্প। রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি?
[A] অশোক গেহলট
[B] চন্দ্রশেখর রাও
[C] অরবিন্দ কেজরিওয়াল
[D] পি সাংমা
Correct Answer: [A]
- 2021-22 বাজেট অনুসারে, আগামী ছয় বছরে স্বাস্থ্যখাতের জন্য কত পরিমাণ বরাদ্দ করা হয়েছে?
[A] 60 হাজার কোটি টাকা
[B] 65 হাজার কোটি টাকা
[C] 70 হাজার কোটি টাকা
[D] 75 হাজার কোটি টাকা
Correct Answer: [B]
- 2021-22 বাজেট অনুসারে, কত বছর বয়সী পেনশনার নাগরিকদের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে?
[A] 60 বছর
[B] 65 বছর
[C] 70 বছর
[D] 75 বছর
Correct Answer: [D]
- ইকোনমিক সার্ভে 2021 অনুসারে, আর্থিক বছর 2021-22 এ ভারতের জিডিপি বৃদ্ধির হার আনুমানিক কত শতাংশ?
[A] 7 শতাংশ
[B] 9 শতাংশ
[C] 11 শতাংশ
[D] 12 শতাংশ
Correct Answer: [C]
- ইকোনমিক সার্ভে 2021 অনুসারে, আর্থিক বছর 2020-21 এ ভারতের জিডিপি বৃদ্ধির হার আনুমানিক কত শতাংশ?
[A] 2-3 শতাংশ
[B] 6-6.5 শতাংশ
[C] 7-7.5 শতাংশ
[D] 8-8.5 শতাংশ
Correct Answer: [B]
- পর্যাপ্ত মূলধন না থাকার কারণে সম্প্রতি কোন ব্যাংক এর লাইসেন্স বাতিল করল ভারতীয় রিজার্ভ ব্যাংক?
[A] Shivam Sahakari Bank
[B] Surat national Co-operative bank
[C] Apna Sahakari Bank
[D] Shivalik Mercantile Co-operative Bank
Correct Answer: [A]
- ব্র্যান্ড ফিনান্সের গ্লোবাল 500 র্যাঙ্ক অনুসারে রিলায়েন্স জিও বিশ্বব্যাপী সবচেয়ে শক্তিশালী ব্র্যান্ডগুলির মধ্যে কততম স্থানে রয়েছে ?
[A] 5
[B] 10
[C] 11
[D] 20
Correct Answer: [A]
- ব্র্যান্ড ফিনান্সের গ্লোবাল 500 র্যাঙ্ক অনুসারে কোন সংস্থা বিশ্বব্যাপী সবচেয়ে শক্তিশালী ব্র্যান্ডগুলির মধ্যে এক নম্বর স্থানে রয়েছে ?
[A] মাইক্রোসফট
[B] অ্যাপেল
[C] উই চ্যাট
[D] গুগল
Correct Answer: [C]
- Asian Cricket Council (ACC) এর নতুন সভাপতি হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?
[A] জয় শাহ
[B] রাহুল জোহরি
[C] মনিন্দ্র বাত্রা
[D] মহিম বার্মা
Correct Answer: [A]
- Ayushman Bharat Scheme (Pradhan Mantri Jan Arogya Yojana) এর নতুন সিইও হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?
[A] R S Sharma
[B] k Mukund Rao
[C] Bhavana Srinivasa Rao
[D] Raju Khadka
Correct Answer: [A]
- Asian Cricket Council (ACC) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
[A] নতুন দিল্লি, ভারত
[B] ঢাকা, বাংলাদেশ
[C] কলম্বো, শ্রীলংকা
[D] ইসলামাবাদ, পাকিস্তান
Correct Answer: [C]
- সম্প্রতি রাজস্থান সরকার রাজ্যের গরিব মানুষদের জন্য চালু করেছে আয়ুষ্মান ভারত মহাত্মা গান্ধী রাজস্থান স্বাস্থ্য বীমা প্রকল্প। রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি?
Thank you. Visit our website regularly for Bengali Current Affairs and more updates – Sahajpath Classes
রোজকার, সাপ্তাহিক ও মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স একসঙ্গে পড়তে ক্লিক করো নিচের লিঙ্ক এ