Why Current Affairs

পরীক্ষার সিলেবাস এর কথা চিন্তা করলে পৃথিবীর বিভিন্ন প্রান্তের Current Affairs পড়তে গেলে আপনি আপনার বাকি সিলেবাস শেষ করতে পারবেন না। সময় খুবই অল্প। তাই কোন খবর টা কত টা পড়তে হবে, আর কোন খবর টা একদম ই পরীক্ষার জন্যে প্রাসঙ্গিক নয় তা আমাদেরকে খুজে নিতে হবে। কিন্তু সারা দিনে বিভিন্ন বিষয়ে পড়ার জন্য সময় দিতে গিয়ে রোজকার গুরুত্বপূর্ণ ঘটনাবলী গুলো পড়তে বাদ থেকে যায়।

এরকমই এক দিন, দু দিন কেটে যায় আমাদের চাকরির প্রস্তুতি কিন্তু পিছিয়ে থেকে যায়। তারপর যখন গোটা মাসের Current Affairs কোনও ম্যাগাজিন বা পত্রিকা বা বই আকারে পাই তখন এক সঙ্গে তা পড়ে ওঠা সম্ভব হয়ে ওঠে না। প্রস্তুতিতে পিছিয়ে পড়ার শুরুটা ঠিক তখন থেকেই শুরু হয়।

আর সেই হতাশাকে কাটানোর জন্যই সহজপাঠ নিয়ে এসেছে প্রতিদিনকার গুরুত্বপূর্ণ Current Affairs অত্যন্ত সহজ সরল ভাষায় এবং খবরের পেছনে লুকিয়ে থাকা সাধারণ জ্ঞান এর সমন্বয়ে। সহজপাঠ – সোজা কথায়, সহজ ভাষায়, ততটাই যতটা পড়া দরকার। সহজপাঠ – আপনার Online নোটবুক।

Bengali Current Affairs

error: Content is protected !!
Scroll to Top